Fixed Deposit – এই ব্যাংকে ফিক্সড ডিপোসিট করলেই পাবেন আসল লাভের লাভ! সর্বাধিক সুদের হার পেতে এখুনি দেখুন।

আর্থিক সুরক্ষা এবং লাভ – এই দুটি সুবিধা একসাথে পেতে হলে ব্যাংকে Fixed Deposit বিষয়টি বেশ জনপ্রিয়। তবে অনেকেই সঠিক তথ্য হিসেবে ব্যাংক ভিত্তিক সুদের হার না জেনেই হঠাৎ করে নিজের শ্রমার্জিত অর্থ ব্যাংকে জমা করেন। কিন্তু হয়তো আপনার এই তথ্য জানা থাকলে সামান্য হলেও একটু বেশি লাভ আপনি পেতে পারেন। আজকের প্রতিবেদনে আমরা বেশ কয়েকটি ব্যাংক নিয়ে আলোচনা করবো, যেখানে আপনি পাবেন সব থেকে বেশি সুদ।

মহিলাদের জন্য Fixed Deposit করলেই বিশেষ হারে সুদ দেওয়া হয়।

ব্যাঙ্কের Fixed Deposit হিসেবে অনেকেই টাকা রেখে পরে সেই সুদের টাকা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। কিন্তু আপনি কি জানেন, কিছু ব্যাংক Fixed Deposit হিসেবে তাদের মহিলা গ্রাহকদের এফডিতে তূলনামূলকভাবে বেশি সুদ দিয়ে থাকে? অর্থাৎ আপনি যদি মহিলা হন এবং ব্যাঙ্কে টাকা বিনিয়োগের কথা ভাবেন, তাহলে অবশ্যই আজকের প্রতিবেদনে আলোচিত যে কোনো একটি ব্যাঙ্কে বিনিয়োগ করতে পারেন।

তবে দেখে নেওয়া যাক Fixed Deposit হিসেবে এই ব্যাংক গুলি কি সুবিধা দিচ্ছে।
1. ইন্ডিয়ান ব্যাঙ্কঃ-
ইন্ডিয়ান ব্যাঙ্ক তার গ্রাহকদের জন্য 6 মার্চ 2023 তারিখ থেকে একটি নতুন ফিক্সড ডিপোজিট স্কিমের সূচনা করেছে। স্কিমটির নাম হল IND SUPER 400 DAYS। এই স্কিমের আওতায় টাকা রাখলে, 400 দিন পরে সাধারণ গ্রাহকরা 7.10 শতাংশ হারে সুদ পেয়ে যাবেন। গ্রাহক যদি 60 বছরের কম বয়সী মহিলা হন, তাহলে তিনি 7.15 শতাংশ হারে সুদ পেয়ে যাবেন।

অর্থাৎ, মহিলাদের এই স্কিমে 0.05 শতাংশ বেশি সুদ দিচ্ছে ব্যাঙ্ক। এই স্কিমের আওতায় প্রবীণ নাগরিকরা পাচ্ছেন 7.60 শতাংশ সুদ। আবার, এবং প্রবীণ মহিলা নাগরিকদের জন্য 7.65 শতাংশ সুদের হার ধার্য্য করা হয়েছে। অন্যদিকে, 80 বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য 7.85 শতাংশ হারে সুদ দিচ্ছে ব্যাঙ্কটি ও সুপার সিটিজেন মহিলাদের জন্য সুদের হার দেওয়া হচ্ছে 7.90 শতাংশ।

রেশন তো পাবেনই, সাথে কার্ড প্রতি আরও 1,000 টাকা ক্যাশ, চালু হচ্ছে আগামী 2 মাসের মধ্যেই!

2. পঞ্জাব ও সিন্ধু ব্যাঙ্কঃ-
দেশের সরকারি ব্যাঙ্ক পঞ্জাব ও সিন্ধু ব্যাঙ্কটিও তাদের মহিলা গ্রাহকদের জন্য একটি বিশেষ এফডি স্কিমের সূচনা করেছে। স্কিমটির নাম হল PSB Grih Lakshmi Fixed Deposit Scheme। এই ফিক্সড ডিপোজিট স্কিমের অধীনে, 60 বছরের কম বয়সী মহিলা গ্রাহকরা যদি ব্যাঙ্কের শাখায় গিয়ে টাকা বিনিয়োগ করেন, তবে তিনি ব্যাঙ্কের তরফে 6.65 শতাংশ হারে সুদ পাবেন।

কিন্তু অনলাইন মোডে আবেদন করলে তাঁকে 6.90 শতাংশ হারে সুদ দেওয়া হবে। অন্যদিকে, সিনিয়র সিটিজেন অর্থাৎ 60 বছরের বেশি বয়েসি মহিলারা অফলাইনে আবেদন করলে 7.15 শতাংশ হারে সুদ এবং অনলাইনে আবেদন করলে ব্যাঙ্কের তরফে 7.40 শতাংশ হারে সুদ পান। এই এফডির মেয়াদ হল 551 দিনের।

Jio এর জন্মদিনে একটানা 23 দিন নেট ও কলিং ফ্রী দিচ্ছে জিও, এই সুবিধা হাতছাড়া করবেন না

3. মহিলা সম্মান সঞ্চয়পত্রঃ-
এটি একটি কেন্দ্রীয় সরকারি Fixed Deposit স্কিম। এটির সূচনা করা হয় 2023 সালের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর্তৃক৷ এই স্কিমটির অধীনে, যে কোনও বয়সের মহিলা সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত এখানে বিনিয়োগ করতে পারেন৷ এই প্রকল্পের আওতায় মহিলাদের 7.50 শতাংশ হারে সুদ দেওয়া হয়ে থাকে। এই স্কিমে টাকা বিনিয়োগ করার জন্য আপনার নিকটবর্তী যেকোনো পোস্ট অফিসে গিয়ে টাকা বিনিয়োগ করতে পারেন। পরবর্তীতে মোটা টাকা রিটার্ন হিসেবে পাবেন।
Written by Parna Banerjee.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button