Bank opening new Timing : আমূল বদলে গেলো ব্যাংক খোলার সময়সূচী। জানুন নতুন সময়। Breaking News!
Bank opening new Timing : চলতি সপ্তাহে পাল্টে গেল ব্যাংক খোলার সময়। সঠিক সময় না জানলে পড়বেন বিপদে। জানুন বিস্তারিত।
সমস্ত ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর! (Bank opening new Timing) ব্যাংক গ্রাহকদের অধিক সুবিধা দিতে নতুন উদ্যোগ নিল আরবিআই। এবার থেকে ব্যাংক খোলার সময় আরো ১ ঘন্টা এগিয়ে দেওয়া হল। চলতি বছরেই মিলবে এই সুবিধা।
আরও পড়ুন, RBI-এর বড় ঘোষণা! যাতে লাভ হতে চলেছে মধ্যবিত্তের। জানুন কি? Breaking News!
সমস্ত নথিপত্র জমা দেওয়া থেকে শুরু (Bank opening new Timing) করে টাকা তোলা, সবক্ষেত্রেই আমাদের ব্যাংকে যাওয়ার প্রয়োজন হয়। তবে লাইনে দাঁড়িয়ে সময় কিভাবে যে পেরিয়ে যায়, তা বোঝার উপায় নেই। অগত্যা সেই পরের দিন। নতুন কোন কাজ থাকলেও আগের কাজ ছাড়তে যেতে হয় ব্যাংকেই। গ্রাহকদের এই সমস্যার সমাধান মিলছে চলতি সপ্তাহেই। বাড়িয়ে দেওয়া হচ্ছে ব্যাংক খোলার সময়।
সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, গ্রাহকদের সুবিধার্থে RBI বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন উদ্যোগ নিয়েছে (Bank opening new Timing)। গত ১৮ এপ্রিল অর্থাৎ সোমবার থেকে বদলে গেছে ব্যাংক খোলার সময়। এবার থেকে সকাল ১০ টার পরিবর্তে ব্যাংক খুলবে সকাল ৯ টায়। তবে বদল ঘটেনি ব্যাংক বন্ধের সময়সূচীর। আগে নির্ধারিত সময় অনুযায়ী ব্যাংক বন্ধ হবে বিকেল ৫ টা তেই।
প্রসঙ্গত, সংবাদ মাধ্যম সূত্রে এও জানা গিয়েছে, SBI বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ মোট ৭ টি সরকারি (Bank opening new Timing) ব্যাংক এবং ২০ টি বেসরকারি ব্যাংকের এই নিয়ম জারি করা হবে। অন্য একটি সুবিধাও গ্রহণ করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
কার্ড লেস ক্যাশ উইড্রোল –
সংবাদমাধ্যম সূত্রের খবর, এবার থেকে ডেবিট কার্ড ছাড়াই এটিএম থেকে তোলা যাবে টাকা (Bank opening new Timing)। দেশে ব্যাংক একাউন্ট জালিয়াতির ঘটনা যেভাবে বাড়ছে, তাতে এই ব্যবস্থা ব্যাংক গ্রাহকদের অনেকটাই সুরাহা দেবে। ফলে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে নিয়ে যেতে হবে না কোনো ডেবিট কার্ড এবং কার্ড হারানোর কোন ভয় থাকবে না।
অনেক সময় এমন ঘটনাও আমাদের সামনে আসে যে, এটিএমের ভিতরে স্কিমিং মেশিন বসিয়ে ডেবিট কাজের বিবরণ জেনে নেওয়া হয় (Bank opening new Timing)। তবে কার্ডলেস ক্যাশ উইড্রোল এর সুবিধা এই জালিয়াতি কিছুটা হলেও থামাতে পারে। এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট পেতে হলে অবশ্যই ফলো করতে ভুলবেন না এই ওয়েবসাইটটি।
Written by Manika Basak.