Bank interest rates 2022 : কপাল পুড়ল মধ্যবিত্তের! আবারও কমতে চলেছে সুদের হার।
Bank interest rates 2022 : বড়সড় বিপদের সামনে মধ্যবিত্তরা, কমতে চলেছে সুদের হার। জানুন বিস্তারিত।
চলতি বছরে অনিয়ন্ত্রিত বাজার মূল্যের কারনে (Bank interest rates 2022) যেমন মধ্যবিত্তের পকেটে টান পড়েছে ঠিক তেমনই গোদের ওপর বিষফোড়ার মতো কমতে শুরু করেছে বাঙ্কের সুদের হার। যেমন এ বছরের ১ এপ্রিল থেকে পোস্ট অফিসের SCSS, MIS, PPF -এর মতো স্কিমে সুদের টাকা নগদে তোলা যাবে না, এমনই ঘোষণা করা হয়েছিল ইন্ডিয়া পোস্টের তরফে। এবার মধ্যবিত্তদের জন্য আবারও রইল বড়সড় ঝটকা। কমানো হল ব্যাঙ্কে সুদের হার।
আরও পড়ুন, পরকীয়ার জেরে ভাঙ্গতে চলেছে ২৩ বছরের সম্পর্ক! কাদের? জানলে চমকে যাবেন।
একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট টাকার ওপর ব্যাঙ্ক গ্রাহকদের সুদের হার কমিয়ে আনা হয়েছে (Bank interest rates 2022)। যার ফলে আগে গ্রাহকেরা যেমন সুদ পেতেন সেরকম হারে সুদ আর পাবেননা।
এ বছর ৪ এপ্রিল থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কার্যকর হয়েছে নতুন এই নিয়ম। এই নিয়ম অনুযায়ী বলা হচ্ছে, যাদের ১০ লক্ষ টাকার কম ব্যালেন্স যুক্ত অ্যাকাউন্ট তাদের বছরে সুদের হার থাকবে ২.৭০ % (Bank interest rates 2022)। এর উপরে অর্থাৎ, ৫০০ কোটি টাকা পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে বছরে সুদের হার থাকবে ২.৭৫ %।
বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে Domestic Account এবং NRI Account-এর ক্ষেত্রে এই নিয়ম কার্যকর করা হবে (Bank interest rates 2022)। পিএনবি-তে সুদের হার কমানোর ফলে সরাসরি সেই প্রভাব পড়বে মধ্যবিত্ত অর্থাৎ, ১০ লক্ষ টাকার কম ব্যালেন্স যুক্ত অ্যাকাউন্টধারীদের ওপর।
এই নিয়ে মাত্র দু-মাসের মধ্যে দু-বার কমলো সুদের হারের পরিমাণ। বাঙ্কের এই রকম বারংবার সুদের হার কমানোই বিরক্ত হয়েছেন অনেকেই (Bank interest rates 2022)। তাছাড়াও এই সুদের হার কমানোর ফলে মধ্যবিত্তদের সংসার চালানোর ক্ষেত্রে অনেক সমস্যা হবে এটা বলাই বাহুল্য। আপনারা কি এর সাথে একমত? এই বিষয়ে আপনাদের কোনও মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। এই সম্পর্কিত অন্যান্য খবর জানতে হলে অবশ্যই এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।