bands internet service

Bands Internet Service – ব্যহত হতে চলেছে ইন্টারনেট পরিষেবা। কোথায় কোথায় বন্ধ হচ্ছে ইন্টারনেট জানতে হলে পড়ুন বিস্তারিত।

গত বছর অতিমারীর কারনে মাধ্যমিক পরীক্ষা অনলাইনে হয়েছিল(Bands Internet Service)। কিন্তু এবার পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ায় একবছর পর ফের খাতায় কলমে পরীক্ষা দেবে মাধ্যমিক পরীক্ষার্থীরা। আর এবারের পরীক্ষায় প্রশ্ন ফাঁস এড়াতে মরিয়া রাজ্য শিক্ষা দপ্তর। তাই বিগত বছর গুলোর মতো ওই দিনগুলিতে পরীক্ষা চলাকালীন বাংলার একাধিক রাজ্যে নিয়ন্ত্রিত হবে ইন্টারনেট পরিষেবা। আসুন জেনে নিন কোন কোন জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে।

বিগত বছর গুলোর মতো এবারও মাধ্যমিক পরীক্ষার জন্য রাজ্যের কিছু এলাকা স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করলেন গোয়েন্দারা। তারা মনে করেন পরীক্ষার সময় হোয়াটসঅ্যাপে প্রশ্ন ফাঁস হয়ে যেতে পারে। তাই হোয়াটসঅ্যাপে প্রশ্ন ফাঁস রুখতে পরীক্ষার (Bands Internet Service) দিনগুলিতে সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা ১৫ পর্যন্ত ওইসব এলাকায় ইন্টারনেট নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকার।

বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী মূলত উত্তরবঙ্গের বিভিন্ন জেলার একাধিক ব্লকে নিয়ন্ত্রিত হবে এই ইন্টারনেট পরিষেবা। তার মধ্যে রয়েছে উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম, মালদহ, মুর্শিদাবাদ এবং দার্জিলিং (Bands Internet Service)। খবর অনুযায়ী পরিষেবা নিয়ন্ত্রিত হবে ৭-৯ মার্চ, ১১ এবং ১২ মার্চ, ১৪-১৬ মার্চ। তবে হ্যাঁ ফোন কল অথবা এসএমএসের উপর জারি থাকবে না কোনও রকম নিষেধাজ্ঞা।

২০২০ সালে শেষবার অফলাইনেই পরীক্ষা হয়েছিল। আগের বারের তুলনায় এবার প্রায় ৫০ হাজার পরীক্ষার্থী বেড়েছে। সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Bands Internet Service)। এবার রেকর্ড সংখ্যক ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন পড়ুয়া এবার পরীক্ষায় বসার আবেদন করেছে। পরীক্ষা চলবে ১৬ মার্চ পর্যন্ত।

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, সকল পরীক্ষার্থীকে মাস্ক পরে সবাইকে পরীক্ষা দিতে হবে। গতবছর পরীক্ষা না দিয়েও সবাই পাস করে গিয়েছে (Bands Internet Service)। লকডাউন থাকলে এবারও তা হওয়ার সম্ভাবনা ছিল। তাছাড়া এবার স্কুলের প্রায় সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষায় বসার আবেদন করেছে। আর এই কারণেই পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে বলে মনে করছে পর্ষদ।

আশা করি আমাদের এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগে থাকবে আর এই সম্পর্কিত আরও নতুন নতুন খবর জানতে চোখ রাখুন আমাদের এই ওয়েবসাইটে।

এই সম্পর্কিত আরও তথ্য পেতে এখানে ক্লিক করুন