Bajaj Finance – বাজাজ ফিনান্স এর কার্ড আছে? রিজার্ভ ব্যাংকের কড়া শাস্তি। গ্রাহকদের সতর্কবার্তা।
দেশের অতি জনপ্রিয় আর্থিক প্রতিষ্ঠান তথা Bajaj Finance বা Bajaj Finance Card বা Bajaj Finserv সংস্থা কে এবার শাস্তি দিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তথা RBI. যে সমস্ত গ্রাহক Bajaj Finance Card এর মাধ্যমে লোন বা কিস্তিতে ইলেক্ট্রনিক্স প্রোডাক্ট কিনেছেন, তাদের কপালে চিন্তার ভাজ। রিজার্ভ ব্যাঙ্কের কি নির্দেশ, কি শাস্তি হলো, গ্রাহকদের চিন্তার কারন আছে কিনা, জেনে নিন।
Bajaj Finance temporary Suspends Issuance of EMI Cards
যে কোন ক্ষেত্রেই হোক, নিয়ম ভঙ্গ করলে শাস্তি তো পেতে হবেই। এটাই তো নিয়ম। সরকারি বা বেসরকারি কোন প্রতিষ্ঠানই এই প্রথার ঊর্ধ্বে নয়। এটি আরো একবার প্রমাণ করে দিয়েছে দেশের শীর্ষ ব্যাংক RBI. এর আগে বহু সরকারি ব্যাংক শাস্তি পেয়েছে রিজার্ভ ব্যাঙ্ক মারফত। এবার দেশের একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই সংস্থা দিল কড়া শাস্তি। ফলে এখন এখানকার গ্ৰাহকদের আশংকার বিষয় এর দ্বারা তাদের টাকা পয়সার উপর হয়তো প্রভাব পড়তে পারে। যার কারণে অনেকেই সাবধান হয়ে যাচ্ছেন। আপনারও যদি এখানে বিনিয়োগ বা লোন থেকে থাকে, তাহলে আপনিও সতর্ক হয়ে যান এক্ষুনি।
What is Bajaj Finance or Bajaj Finserv?
বর্তমানে ইলেক্ট্রনিক্স দ্রব্য কেনাকাটায় No Cost EMI বা বিনা সুদে কিস্তির মাধ্যমে দামী কোনও প্রোডাক্ট কেনার ক্ষেত্রে অর্থনৈতিক সহায়তা করে থাকে বাজাজ ফিনান্স কার্ড। এর মাধ্যমে ডাউন পেমেন্ট ছাড়া, এমনকি কোনও বাড়তি টাকা না দিয়ে দীর্ঘমেয়াদী লোন বা কিস্তির সুবিধা দেয় এই Bajaj Finance Card থাকলে। তবে এই নিয়মে গাফিলতির অভিযোগ এনেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যার জেরে আপাতত বাজাজ ফিনান্স এর EMI Card এর পরিষেবা কে বন্ধ করার নির্দেশ দিয়েছে। যার ফলে যাদের EMI Card রয়েছে, বা এখন যাদের কিস্তি চলছে, তাদের মনে আতংক সৃষ্টি হয়েছে, যে যদি এখন তাদের একবারে লোনের সমস্ত টাকা কেটে যায়। আর এই নিয়ে সতর্ক ও গ্রাহকদের সঠিক তথ্য দিলো RBI.
প্রসঙ্গত বেশ কয়েকদিন আগেই নিয়ম না মানার জেরে দেশের সর্ববৃহৎ পাবলিক সেক্টর ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওপর মোটা অংকের টাকা জরিমানা আরোপ করেছিল আরবিআই। এছাড়াও তার কয়েকদিন আগেই দেশের আরো কয়েকটি বড় বড় পাবলিক সেক্টর এবং সমবায় ব্যাংকের উপরেও জরিমানার শাস্তি দিয়েছিল আরবিআই। এই সকল ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা নাকি ব্যাংকিং সিস্টেমের নিয়ম ঠিকঠাকভাবে মেনে চলেনি।
রিজার্ভ ব্যাঙ্কের শাস্তি
তবে এখানেই শেষ নয়, এই একই কারণে ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি ব্যাংকের লাইসেন্সও বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।
তবে আজ যে সংস্থার বিরুদ্ধে RBI শাস্তি ঘোষণা করেছে সেটি একটি বেসরকারি প্রতিষ্ঠান। তবে এটিও দেশের গুরুত্বপূর্ণ আর্থিক সংস্থা গুলির তালিকায় পড়ে। এর নাম হল Bajaj Finance Pvt Ltd. গতকাল বুধবারই এই বিষয়ে নির্দেশিকা জারি করেছে ব্যাংক। এক বিবৃতিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মারফত জানানো হয়েছে, ফিন্যান্স সিস্টেমের কিছু রুলস না ফলো করার জন্য এক্ষেত্রে সেই প্রতিষ্ঠানকে আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
Bajaj Finance এর ‘E-com’ ও ‘insta EMI Card’ এই দুই পণ্যের আওতায় ঋণ দানের অনুমোদন কেড়ে নিয়েছে দেশের শীর্ষ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের তরফে ডিজিটাল মাধ্যমে ঋণদানে যে গাইডলাইন রয়েছে, তা সংস্থা মেনে চলেনি। আর সেই সংক্রান্ত ক্ষেত্রেই এই পদক্ষেপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক। ব্যাঙ্ক জানিয়েছে, এই দুই ঋণদানকারী পণ্যের আওতায় বিশেষত কি ফ্যাক্ট স্টেটমেন্ট না মানার কারণে এই পদক্ষেপ।
আরও পড়ুন, অল্প সময়েই টাকা ডবল! পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিম সাড়া ফেলেছে সারা দেশে।
গ্রাহকদের একাউন্টের কি হবে?
কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নির্দিষ্ট আর্থিক প্রতিষ্ঠানটির ওপর এই শাস্তির কারণে তার কোষাগারে পড়তে চলেছে ব্যাপক প্রভাব। তাই সেখানকার গ্ৰাহকদের এখন চিন্তা এর দ্বারা তাদের কোন ক্ষতি হবে না তো। তাদের মনে ভয় ঢুকেছে যে তাদের গচ্ছিত সমস্ত টাকা-পয়সা কি মার যেতে চলেছে এবার তাহলে। যদিও রিজার্ভ ব্যাংক তরফে এই ব্যাপারটি নিয়ে গ্রাহকদের উদ্দেশ্যে স্পষ্টভাবে ঘোষণা করেছে।
আরও পড়ুন, সারা জীবন চলবে এই ব্যবসা, 10% পর্যন্ত রিটার্ন পাবেন বিনা কোন পরিশ্রমে!!
আর বি আই আশ্বাসবাণী দিয়েছে সকলকে জানিয়েছে, “বর্তমানে যে সকল গ্রাহকদের এই কম এবং Bajaj Finance insta EMI Cards রয়েছে তারা সেখান থেকে আপাতত ঋণ গ্রহণের সুবিধা পাবেন না। কিন্তু এর মাধ্যমে কোন গ্রাহকের একাউন্টের কোন ক্ষতিই হবে না। তাদের টাকা পয়সা যেমন ছিল তেমনি থাকবে। “
Written by Nabadip Saha.