Ayushman Bharat – আয়ুষ্মান ভারতে বিনামূল্যে চিকিৎসা! আয়ুষ্মান প্রকল্পে বিরাট বদল আনল কেন্দ্র সরকার।

ইতিমধ্যে আয়ুষ্মান ভারতের সবথেকে বড় আপডেট। আয়ুষ্মান ভারতে আপনারা পাবেন বিনামূল্যে চিকিৎসা করার সুযোগ। এবার থেকে 70 বয়সঊর্ধ ব্যাক্তিদের দেওয়া হবে বিনামূল্যে চিকিৎসার কভারেজ। এমনটাই ঘোষণা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এতদিন পর্যন্ত দেশের 10 কোটিরও বেশি পরিবার এই যোজনার আয়তায় প্রত্যেক পরিবার ইন্ডিয়ান রুপিস 5 লাখ টাকার চিকিৎসা সুরক্ষা পেতেন। এর মধ্যেই দেশে বয়সঊর্ধ ব্যাক্তিদের জন্য কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ।

Advertisement

Ayushman Bharat Scheme Free Medical Treatment

আয়ুষ্মান ভারত প্রকল্প কি?

আয়ুষ্মান-ভারত প্রকল্প হলো এমন একটি স্কিম যা স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি ফ্ল্যাগশিপ প্রকল্প। 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদি এই প্রকল্পটি চালু করেন। এই প্রকল্প জন সাধারণের কাছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ( PM – JAY ) নামেও পরিচিত। প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি ভারতীয় পরিবার INR 5 লাখ টাকার বীমা কভারেজ পান।

বৃহস্পতিবার নয়াদিল্লির পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঘোষণা করেন 70 বছরের বেশি বয়সজ্যেষ্ঠ ব্যাক্তিরা আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে বিনামূল্যে চিকিৎসা পাবেন। প্রকল্পের একমাত্র উদ্দেশ্য সুবিধাভোগীদের স্বাস্থ্য সংক্রান্ত সেবা প্রদান করা। তবে এই প্রকল্পের আয়তভুক্ত ব্যাক্তিদের বেশিরভাগ রোগের চিকিৎসা প্রদান করলেও এমন কিছু কিছু রোগ আছে যার কভারেজ সরকার দেবেন না। যা সম্পর্কে নিচে আলোচনা করা হলো।

Ads

সুকন্যা সমৃদ্ধি যোজনা নতুন নিয়ম। সুকন্যা সমৃদ্ধি যোজনা ইন্টারেস্ট রেট।

আয়ুষ্মান ভারতে প্রকল্পের আয়তাভুক্ত রোগ

প্রধানমন্ত্রীর চালু করা এই স্কিমের অধীনে আপনারা 25 টি ক্যাটাগরির রোগের কভারেজ পাবেন। এর মধ্যে গুরুতর অসুস্থতার জন্য যে কভারেজ আপনারা পাবেন তার মধ্যে রয়েছে ক্যান্সার, কিডনি রোগ, ডে কেয়ার পদ্ধতি, যক্ষ্মা এবং ম্যালেরিয়ার মতো সংক্রামক রোগ, পোড়া রোগী, মানসিক রোগী, লিভার রোগ, নবজাতকের রোগ, হৃদরোগ সমূহ।

Advertisement

আয়ুষ্মান ভারতে প্রকল্পের বাদ দেওয়া রোগ

আয়ুষ্মান ভারতের পক্ষ থেকে যে রোগ গুলির জন্য কভারেজ দেওয়া হচ্ছেনা সেই রোগের তালিকায় রয়েছে দাঁত সংক্রান্ত যেকোনো চিকিৎসা, এইডস আক্রান্ত রোগীদের চিকিৎসা, কসমেটিকস সার্জারি এবং পদ্ধতি, OPD ইত্যাদি। এই রোগ গুলির ক্ষেত্রে 70 বয়সঊর্ধ্ব ব্যাক্তিরাও কোনো সুযোগ সুবিধা পাবেন না।

Advertisement

প্রকল্পের আয়তধীন ব্যাক্তিদের শুধুমাত্র রোগ সম্পর্কিত চিকিৎসাই নয় তাদের ওষুধ, বাসস্থান, খাদ্য সেবা, প্রাক হাসপাতালে ভর্তি সংক্রান্ত পরিষেবাও এই প্রকল্পের অধীনে দেওয়া হয়। সুতরাং যে ব্যাক্তিরা আয়ুষ্মান-ভারত প্রকল্পের আয়তাধীন নন তারা এই স্কিমের সাথে যুক্ত হন। কারণ এর ফলে আপনার গোটা পরিবার স্বাস্থ্য সংক্রান্ত অসুবিধায় সাহায্য পাবে এবং অসময়ে এই স্কিম থেকে প্রাপ্ত পরিষেবার মাধ্যমে সুস্থ হয়ে জীবনের মূল গতি পথে ফিরে যেতে পারবে।
Written by Sathi Roy.

Ads

সম্পাদক

Leave a Comment

Advertisement