Axis Bank – ব্যাংক গ্রাহকদের জন্য বড় ঝটকা, আজ থেকে বাড়তে চলেছে এই ব্যাংকের চার্জ, দেখে নিন আপনার অ্যাকাউন্ট আছে কিনা, Axis Bank New Rules 2022, Big Update

Axis Bank – দেখে নিন নতুন কি কি বিধি নিয়ম কার্যকর করা হলো ব্যাংক গ্রাহকদের জন্য

আবারো বড়সড় ধাক্কা ব্যাংকের তরফ থেকে। এবারে বড় ঝটকা Axis Bank এর গ্রাহকদের জন্য। সাধারণত মাসের প্রথম দিকে বদল ঘটে ব্যাংকের (Axis Bank) বিধি নিয়ম এবং চার্জ ব্যবস্থার। জুন মাসেও তার বিকল্প কিছু ঘটতে দেখা গেল না। আজ অর্থাৎ ১ জুন থেকে বদলে যাচ্ছে ব্যাংক এর অনেক নিয়মকানুন।

গতমাসে গ্রাহকদের উদ্দেশ্যে জানানো হয়েছিল অ্যাকাউন্টের ন্যূনতম গড় ব্যালেন্স না রাখা হলে কাটা হবে চার্জ। তার ব্যতিক্রম হল না। Axis Bank কর্তৃপক্ষ জানান, যে সমস্ত গ্রাহকরা অ্যাকাউন্টে নূন্যতম গড় ব্যালেন্স রাখছেন না, সেসব অ্যাকাউন্ট থেকে আরও বেশি চার্জ কাটবে ব্যাংক। আদতে স্যালারি ও সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে চার্জ বৃদ্ধি করেছে ব্যাংকটি।

তবে ন্যূনতম অ্যাকাউন্ট ব্যালেন্স রাখার ক্ষেত্রে Axis Bank যে প্রথম চার্জ কাটছে তেমনটা নয়। সমস্ত ব্যাংকের গ্রাহকদের ক্ষেত্রে এটা প্রযোজ্য।
Axis Bank গ্রাহকদের জন্য যে হারে সার্ভিস চার্জ কাটা হবে তা হলো-
১) মেট্রো শহরগুলিতে সর্বাধিক ৬০০ টাকা।
২) আধা-শহর এলাকার জন্য ৩০০ টাকা
৩) গ্রামীন এলাকার গ্রাহকদের দিতে হবে ২৫০ টাকা চার্জ।

চেকবুক ও পাসবুক এর ক্ষেত্রে কত বাড়ানো হবে চার্জ?
Axis Bank এর তরফে জানানো হয়েছে, শীঘ্রই বাড়ানো হবে চেকবুক ও পাসবুক চার্জ। এক্ষেত্রে পূর্বে যেখানে ফিজিক্যাল স্টেটমেন্ট ও ডুপ্লিকেট পাসবুকের ক্ষেত্রে গ্রাহকদের দিতে হতো ৭৫ টাকা, সেটি বৃদ্ধি করে করা হয়েছে ১০০ টাকা। আগে যেখানে প্রতিটি চেকের দাম নেওয়া হতো ২.৫০ টাকা। তা আজ থেকে বাড়িয়ে করা হলো ৪ টাকা।

এক ক্লিকে দেখে নিন মাধ্যমিকের ফলাফল, কীভাবে চেক করবেন ফলাফল? জেনে নিন

মাসিক লেনদেনের জন্য কত লিমিট রাখা হচ্ছে গ্রাহকদের জন্য? (Axis Bank)
তরফে জানানো হয়েছে বিনামূল্যে গ্রাহকদের জন্য মাসিক লেনদেনের লিমিট কমিয়ে আনা হয়েছে। আগে লেনদেনের ক্ষেত্রে ২ লক্ষ টাকা পর্যন্ত নিমির বরাদ্দ ছিল। তবে এখন প্রথম ৫ টি লেনদেন বা ১.৫ লক্ষ টাকা বিনামূল্যে রাখার ব্যবস্থা করা হয়েছে।

NACH ডেবিট ফেলিওরের ক্ষেত্রে কি করা হবে?
ব্যাংকের তরফে জানানো হয়েছে
১) প্রথম NACH ডেবিট ফেলিওরের ক্ষেত্রে ফাইন হবে ৩৭৫ টাকা।
২) দ্বিতীয়বারে ডেবিট ফেলিওর হলে চার্জ কাটা হবে ৪২৫ টাকা।
৩) তৃতীয়বারেও একই ঘটনা হলে সেই গ্রাহকের অ্যাকাউন্ট থেকে চার্জ কাটা হবে ৫০০ টাকা।

প্রতারণা এবং ঝামেলা ছাড়াই 50 টাকার এই স্পেসাল নোট লাখ টাকায় বেচুন

এবার থেকে নগদ ডিপোজিটের ক্ষেত্রে কত টাকা কাটবে ব্যাংক?
ব্যাংকিং আওয়ারের মধ্যে ব্যাংকে গিয়ে টাকা জমা দিলে কাটা হবে না কোনো এক্সট্রা চার্জ। তবে ব্যাঙ্কিং আওয়ারের বাইরে যদি মেশিনের মাধ্যমে দিনে দুবার ক্যাশ টাকা জমা করা হয়, তবে তা হবে সম্পূর্ণ বিনামূল্যে। এরপর থেকে চার্জ কাটা হবে ৫০ টাকা করে। আবার বিনামূল্যে ডিপোজিটের ক্ষেত্রে ছুটির দিনে প্রতি মাসে সর্বাধিক ৫০০০ টাকা জমা করা যেতে পারে। এর অধিক হলে চার্জ কাটা হবে ৫০ টাকা করে।

ব্যবসা-অর্থনীতি সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট তে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় আবেদনের সহজ নিয়ম, এই নিয়মে আবেদন করলে পাবেন নিশ্চিত টাকা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button