ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ালো এই ব্যাংক, দেখে নিন বিস্তারিত।
ফিক্সড ডিপোজিটে টাকা জমা রাখা, সমাজের একটা শ্রেণীর মানুষের কাছে খুবই উপকারী হিসেবে পরিগণিত হয়। তারা তাদের নিজেদের কষ্টার্জিত অর্থ ব্যাংকের কাছে গচ্ছিত রাখেন। ব্যাংক তাদের সেই টাকার ওপরে সুদ প্রদান করে থাকে। তবে সুদের হার বৃদ্ধি নিয়ে বিশেষ খবর আছে তাদের জন্যই। বেড়ে গেল সুদের হার। তবে কতটা বাড়ছে কোন কোন খাতে, তা জানতে দেখতেই হবে আজকের এই প্রতিবেদন।
ফিক্সড ডিপোজিট জমায় সুদের হার বেড়ে যাওয়ায় খুশি বাড়ছে গ্রাহকদের।
দেশের বেসরকারি ব্যাংক গুলির মধ্যে অন্যতম হচ্ছে অ্যাক্সিস ব্যাংক। এবার নতুন করেই ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াতে চলেছে তারা। চলতি সপ্তাহের বুধবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রেপো রেট 25 bps বাড়িয়ে তা 6.50% করে। ফলত বাণিজ্যিক ব্যাঙ্কগুলির ক্ষেত্রে সুদের হার বৃদ্ধির ঘোষণা কিছুটা প্রত্যাশিত ছিলই।
এরপরেই অ্যাক্সিস ব্যাংক তাদের অফিসিয়াল ওয়েবসাইটে Fixed Deposit সংক্রান্ত সুদ বৃদ্ধির কথা ঘোষণা করেছে। ব্যাংকের তরফে জানানো হয়েছে যে, 2 কোটি টাকার কম অঙ্কের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার বাড়াচ্ছে অ্যাক্সিস ব্যাংক। বর্তমানে অ্যাক্সিস ব্যাংক 7 দিন থেকে 10 দিন মেয়াদের এফডিতে সাধারণ নাগরিকদের জন্য 3.50 শতাংশ থেকে 6.50 শতাংশ সুদ দিচ্ছে। তবে একই মেয়াদের এফডিতে প্রবীণ নাগরিকদের জন্য 3.50 শতাংশ থেকে 7.25 শতাংশ হারে সুদ দিচ্ছে।
সাপ্তাহিক রাশিফল (13-19শে ফেব্রুয়ারি, 2023) – মেষ থেকে মীন, পার্ট-1 দেখে নিন।
আবার, 7 দিন থেকে 45 দিনের এফডির ক্ষেত্রে সুদের হার থাকবে 3.50 শতাংশ। কিন্তু 46 দিন থেকে 60 দিনের আমানতে, ব্যাংকের তরফে সুদের হার 3.50 শতাংশ থেকে বাড়িয়ে 4 শতাংশ করা হয়েছে।পাশাপাশি, 61 দিন থেকে 3 মাসের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে আগে 4 শতাংশ সুদ মিলত। যেখানে বর্তমানে 4.50 শতাংশ সুদ মিলবে। 3 মাস থেকে 6 মাসের এফডিতে সুদের হার 4.25 শতাংশ থেকে বাড়িয়ে বর্তমানে 4.50 শতাংশ করেছে ব্যাংক।
6 মাস থেকে 9 মাসের এফডিতে সুদের হার 5 শতাংশ থেকে বেড়ে 5.50 শতাংশতে এসে দাঁড়িয়েছে। 9 মাস থেকে 1 বছরের মেয়াদের ক্ষেত্রে সুদের হার হয়েছে 5.75 শতাংশ। আবার, 1 বছর থেকে 15 মাস মেয়াদের এফডিতে সুদের হার 7 শতাংশ করা হয়েছে, যা আগে ছিল 6.10 শতাংশ। 15 থেকে 18 মাসের মেয়াদের এফডিতে সুদের হার আগে ছিল 6.17 শতাংশ,যা বেড়ে বর্তমানে 7 শতাংশে দাঁড়িয়েছে।
আধার লিংক না করলে বাতিল হবে এলআইসি পলিসি, লিংক আছে কিনা এইভাবে চেক করে দেখুন।
একই রকম ভাবে 18 মাস থেকে 2 বছরের এফডিতেও সুদের হার বাড়ানো হয়েছে। আগে যা 6.15 শতাংশ ছিল, তা বর্তমানে 7.05 শতাংশ করা হয়েছে। অতএব, যেকোন মেয়াদের এফডিতেই এখন মিলবে আগের চেয়ে অনেকটাই বেশি সুদ। নিজের এই টাকা ব্যাংকে জমা রাখার অনেক গুলি অপশন রেখেছে ব্যাংক কর্তৃপক্ষ।
Written by Parna Banerjee.