Atta Chakki Yojana – ফ্রীতে পাবেন আটা চাক্কি, প্রধানমন্ত্রীর নতুন স্কিমে আটা ভাঙাতে হবেনা বিদ্যুৎ খরচ।

ভারত সরকারের তরফ থেকে আবারো একটি প্রকল্পের সূচনা করা হলো, যার নাম আটা চাক্কি যোজনা বা Atta Chakki Yojana. ভাতের পাশাপাশি রুটি টাও সমান তালে তুলনামূলক একটি বেশি করেই আমাদের দেশের জনসাধারণরা ভোগ করে থাকে। গ্রামেগঞ্জে অনেকটা দূরত্বে দূরত্বে আটা ভাগানোর কল থাকে। ফলত সেখানকার মহিলাদের আটা ভাঙাতে অনেকটা দূরেই যেতে হয়। তাদের অনেকটা শ্রম,সময় এবং অর্থ তিনটেই ব্যয় হয়। সেই সমস্ত সাশ্রয় করতেই সরকারের এই উদ্যোগ।

Free Solar Atta Chakki Yojana For Village Women’s 2024

তবে এখানে আবেদন করলেই আপনারা এই Atta Chakki Yojana র আয়তাভুক্ত হতে পারবেন না। আটা চাক্কি যোজনার বিশেষ কিছু শর্তাবলী রয়েছে, যা অনুসরণ করলেই আপনারা প্রকল্পের সুবিধা পেতে পারেন। আপনিও যদি এই যোজনা সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

সরকারের Atta Chakki Yojana য় আপনারা বিদ্যুতের পরিবর্তেই আটা ভাঙাতে পারবেন। সৌরশক্তিতে কাজে লাগিয়ে এখানে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে। মেশিনে একটি প্যানেল থাকবে যা সূর্যের রশ্মিকে কাজে লাগিয়ে শক্তিতে রূপান্তরিত করবে। ব্যাটারির মাধ্যমে এই শক্তি সঞ্চয় করে রাখা হবে। সঞ্চয় করা শক্তির দ্বারা পরবর্তীতে দিনের বেলা ছাড়াও আপনারা এই মেশিনটি ব্যবহার করতে পারবেন। ঠিক সোলার কুকার এই সমস্ত জিনিসের মতো।

10 লাখ টাকা দিচ্ছে সরকার! বাড়িতে কন্যা সন্তান থাকলেই পাবেন। আবেদন পদ্ধতিসহ বিস্তারিত জেনে নিন

সরকারের এই উদ্যোগ নেওয়ার কারণ হলো

এখনো এমন অনেক গ্রাম রয়েছে যেখানে বিদ্যুতের সমস্যা রয়েছে সেই সব এলাকা গুলিতে এই পদ্ধতি অবলম্বনে মানুষের খুবই সুবিধা হবে। এছাড়া এই পন্থাটিকে অনেক মহিলাই আবার জীবিকা হিসাবে বেঁছে নিতে পারেন। ঘরে বসেই টাকা খরচ না করে মহিলারা উপার্জনের একটি রাস্তা খুঁজে পেয়ে যাবেন। এর পাশাপাশি সারা বিশ্বের সব থেকে বড় সমস্যা যেটি অর্থাৎ পরিবেশ দূষণও এই প্রক্রিয়ায় রোধ হবে। পরিবেশ সুস্থ্য থাকবে।

আটা চাক্কি যোজনা সুবিধা করা পাবেন?

১) প্রথমেই উল্লেখ্য যারা ভারতের গ্রামীণ এলাকায় বসবাস করেন এমন মহিলারা ।
২) মহিলাদের বয়স ৬৯ বছরের মধ্যে হতে হবে
৩) পারিবারিক বার্ষিক আয় ৮০ হাজার টাকার কম হতে হবে।

আবেদনের জন্য কি কি নথি প্রয়োজন

১) আধার কার্ড
২) প্যান কার্ড
৩) রেশন কার্ড
৪) শ্রম কার্ড
৫) মোবাইল নাম্বার

কিভাবে আবেদন করবেন?

১) আটা চাক্কি যোজনার জন্য আপনাদের অনলাইনেই আবেদন করতে হবে।
২) এরপর খাদ্য সরবরাহ বিভাগের পোর্টালে আপনাদের যেতে হবে।
৩) অনলাইনে আটা চাক্কি যোজনার ফর্মটি ডাউনলোড করে নিতে হবে।
৪) এর পর ফর্মটি ফিল আপ করে উল্লিখিত ডকুমেন্টস সহ জমা করতে হবে স্থানীয় কোনো খাদ্য নিরাপত্তা বিভাগের অফিসে।
Written by Sathi Roy.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button