Money Withdrawal 2024: ATM কার্ড নেই? চিন্তা কিসের? হাতে ফোন থাকলেই তোলা যাবে ক্যাশ টাকা! জেনে নিন সিক্রেট

আমাদের প্রতিদিনের দৈনন্দিন জীবনে এটিএম (ATM) পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রযুক্তির উন্নতি যত বাড়ছে, আমরা যত বেশি অগ্রসর হচ্ছি তত যান্ত্রিক সভ্যতা আমাদের নানান ধরনের সুবিধা দিচ্ছে। টাকা তোলার ক্ষেত্রে এখন থেকে আর চিন্তা নেই (Money Withdrawal). যদি আপনি জেনে যান এই সিক্রেট, তাহলে খুব সহজে এটিএম কার্ড ছাড়াই টাকা তুলতে পারবেন।

আর সেই পদ্ধতি আমরা আলোচনা করব আজকের প্রতিবেদনে(Money Withdrawal). আপনার যদি এটিএম(ATM) থেকে টাকা তোলার দরকার হয় আর যদি আপনি এটিএম(ATM) কার্ড নিয়ে যেতে ভুলে গিয়ে থাকেন, তাহলে অবশ্যই এই পদ্ধতিটি অবলম্বন করুন। আপনাদের সুবিধার্থে ডিটেলসে বলা হল।

দুই বছরের জন্য বন্ধ হবে আপনার সিম কার্ড! খবরদার করবেন না এই কাজ! TRAI-এর নতুন নিয়ম জানেন তো?

Money Withdrawal From ATM 2024

বর্তমানে আমরা ক্যাশ টাকা কম বহন করি। তার বদলে ইউপিআই পরিষেবা অথবা এটিএম(ATM) আমাদের অনেক বেশি ভরসা। যেকোনো জায়গা থেকে যেকোনো সময় টাকা তোলা যায় (Money Withdrawal) এটিএম থাকলে। আবার ইউপিআই ব্যবহার করে আপনার হাতে স্মার্ট ফোন থেকেই যেকোনো জায়গায় টাকা পাঠিয়ে দেওয়া যায়।

কিন্তু অনেক সময় বেজায় সমস্যায় পড়েন জনতা। এটিএম থেকে টাকা তুলতে যাওয়ার সময় নিতে ভুলে যান এটিএম কার্ড। আর তখন হাতে থাকে না উপায়। কিন্তু সত্যিই কি তাই? আমরা যেমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে বলা হবে আপনার হাতে স্মার্টফোন থাকলে এটিএম কার্ড ছাড়াই আপনি টাকা তুলে নিতে পারবেন(Money Withdrawal).

বর্তমানে প্রযুক্তি এতদূর এগিয়ে গিয়েছে যে লম্বা ব্যাংকের লাইনে না দাঁড়িয়ে খুব সহজেই টাকা তুলে নেওয়া কিংবা বিভিন্ন জায়গায় টাকা পাঠানো যায়। আর তার জন্য আপনাকে শুধুমাত্র হাতে স্মার্টফোন রাখতে হবে। আর এখন এটিএম কার্ড ছাড়া এটিএম থেকে টাকা তোলা যায় শুধুমাত্র হাতে স্মার্টফোন থাকলেই। আপনি কি জানেন? ইউপিআই এর মাধ্যমে বর্তমানে টাকা তোলার বন্দোবস্ত হয়েছে। তাহলে জেনে নিন কিভাবে টাকা তুলবেন এটিএম কার্ড ছাড়াই।

Whatsapp এ কল রেকর্ডিং সহ আসছে আরও 7 টি নতুন সুবিধা। কিভাবে পাবেন এই সুযোগ? দেখুন।

Money Withdrawal Without ATM Card

এই পদ্ধতিতে টাকা তুলতে হলে আপনাকে যেটা করতে হবে প্রথমেই এটিএম-এ কার্ড ছাড়া টাকা তোলার অপশন বেছে নিন। এর মাধ‍্যমে আপনি UPI-ID ব্যবহার করে তার মাধ‍্যমে সরাসরি টাকা তুলতে পারবেন। আপনার UPI আইডির মাধ্যমে পরিচয় প্রদান করুন।

এর জন্য আপনাকে যেটা করতে হবে UPI স্ক্যানার খুলে আপনার কোডটি স্ক্যান করতে হবে। স্ক্যান কমপ্লিট হওয়ার পর হয়ে যাবে আপনার অথেনটিকেশন। এরপর আপনি টাকা তুলে নিতে পারবেন। আর এই পদ্ধতিটির মাধ্যমে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ক‍্যাশ টাকা তুলে নিতে পারবেন।

Related Articles

Back to top button