ATM Money Withdrawal: এটিএম থেকে টাকা তুললেই এবার দিতে হবে চার্জ। মে মাসের শুরু থেকেই কার্যকর হচ্ছে নতুন নিয়ম
ATM Money Withdrawal Rule
বর্তমানে সকল মানুষের যেমন ব্যাংক একাউন্ট রয়েছে, ঠিক তেমনভাবেই এটিএম থেকে টাকা তোলা (ATM Money Withdrawal) প্রত্যেকটি মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বারবার ব্যাংকের বিশাল লাইনে না দাঁড়িয়ে নিজেদের প্রয়োজন মতো এটিএম থেকে টাকা তুলে নেওয়া অনেক বেশি সুবিধাজনক। তবে এবার একটি চিন্তার কথা শোনা যাচ্ছে। এটিএম থেকে টাকা তুলতে হলে দিতে হবে চার্জ। মে মাসের শুরু থেকে সেই নিয়ম কার্যকর হতে চলেছে।
ATM Money Withdrawal In India
অতএব সাধারণ মানুষের চিন্তা, এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে কত টাকা করে চার্জ দিতে হবে? আজকের প্রতিবেদনে সে বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করা হল। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঘোষণা করেছে, আগামী ১ মে থেকে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে চার্জ বাড়তে চলেছে। সেক্ষেত্রে প্রত্যেক গ্রাহককেই একটি নির্দিষ্ট মূল্য চার্জ হিসেবে দিতে হবে।
আরও পড়ুন: ATM কার্ড নেই? চিন্তা কিসের? হাতে ফোন থাকলেই তোলা যাবে ক্যাশ টাকা! জেনে নিন সিক্রেট
এটিএম থেকে টাকা তুললে চার্জ লাগবে!
আসলে প্রত্যেক গ্রাহকেরই এটিএম থেকে (ATM Withdrawal Fee) টাকা তোলার জন্য রয়েছে একটি নির্দিষ্ট মাসিক সীমা। সেই সীমা নির্ধারিত হয়েই থাকে। যার মধ্যেu ব্যাংক কোনও চার্জ ধার্য করে না। তবে এবার জানা যাচ্ছে যে, সেই সীমা পেরিয়ে গেলে প্রত্যেক লেনদেনের জন্য একজন গ্রাহককে বাড়তি ২ টাকা করে দিতে হবে।
নতুন নিয়ম বলছে, এটিএম থেকে মাসিক সীমার বেশি টাকা তোলার ক্ষেত্রে প্রত্যেক লেনদেনে গ্রাহককে মোট ২৩ টাকা করে চার্জ গুণতে হবে। এতদিন পর্যন্ত এই চার্জ ছিল প্রতি লেনদেনে ২১ টাকা।আর এবার রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে ব্যাঙ্কগুলি ২ টাকা করে এটিএম উইথড্রল ফি বাড়াতে চলেছে আগামী ১ মে থেকে।
আরও পড়ুন: এটিএম থেকে একদিনে কত টাকা তুলতে পারবেন? নতুন বছরের নিয়ম দেখুন
কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে যে, গ্রাহকদের প্রত্যেক মাসে মোট ৫টি করে ফ্রি ট্রানসাকশনের সুবিধে দেওয়া হবে। কেবলমাত্র তাঁর নিজের ব্যাঙ্কের এটিএমের ক্ষেত্রেই প্রযোজ্য থাকবে। এর পাশাপাশি, এও বলা হয়েছে যে, অন্য ব্যাঙ্কের ATM থেকে টাকা তুলতে মহানগরগুলিতে মাসে তিনটি এবং অন্যান্য নন-মেট্রো শহরে মাসে ৫টি করে ফ্রি ট্রানসাকশন পাবেন।
উপসংহার: সম্প্রতি আরবিআই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে নগদ টাকা তোলার ক্ষেত্রে এটিএম ইন্টারচেঞ্জ ফি বৃদ্ধি করা হচ্ছে ২ টাকা করে। এনপিসিআই সমস্ত সদস্য ব্যাঙ্কগুলিকে এই বদলের ব্যাপারে অবগত করেছে গত ১৩ মার্চ।