Aadhaar Card: নতুন করে আধার কার্ড পাবেন জনতা! 9.3 লাখ মানুষের জন্য বড় ঘোষণা! জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভারতীয় জনসাধারণের কাছে আধার কার্ডটি যে (Aadhaar Card) কত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট সেটি আর আলাদা করে উল্লেখ করার নয়। প্রায় প্রত্যেকটি ক্ষেত্রেই প্রয়োজন হয় আধার কার্ডের (Aadhaar Card). মাঝেমধ্যেই সরকারের তরফে আধার কার্ড আপডেট করার জন্য নোটিশ জারি করা হয়। আধার কার্ড(Adhaar Card) আপডেট বিনামূল্য করার জন্য আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা জারি করা হয়েছে।

তবে এর মধ্যে জানা গেল একটি বড় খবর। সাধারণ মানুষকে নতুন করে আধার কার্ড(Aadhaar Card) দেওয়া হবে। অন্তত এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। এই ঘোষণা ৯.৩ লক্ষ মানুষের কাছে অত্যন্ত বড় খবর। কবে থেকে, কারা, নতুন করে আধার কার্ড পাবেন, সেই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিন আজকের এই প্রতিবেদন থেকে।

রেশন কার্ড থাকলে এই কাজটি দ্রুত করুন! কড়া নির্দেশ রাজ্যের! নয়তো আর পাবেন না রেশন

জনসাধারণ পাবেন নতুন Adhaar Card!

রাজ্যের লক্ষ লক্ষ মানুষের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সবাইকে দেওয়া হবে নতুন করে আধার কার্ড(Aadhaar Card). লাখ লাখ জনতার জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা রাজ্য সরকারের তরফে। এর দ্বারা উপকৃত হবেন আমজনতা। অন্তত তেমনটাই মনে করছে রাজ্য সরকার। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? কবে থেকে দেওয়া শুরু হবে নতুন আধার কার্ড(Aadhaar Card)?

সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা হয়েছে অসম সরকারের পক্ষ থেকে। আর সেই ঘোষণা আধার কার্ড (Aadhaar Card) সম্পর্কিত। সম্প্রতি এই প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার দিন জানিয়েছেন, ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের আগস্টের মধ্যে যে সকল জনতা বায়োমেট্রিক দিয়েছেন, এবার তাঁদের আধার কার্ড (Aadhaar Card) দেওয়ার জন্য ইউআইডিএআই-(UIDAI)-কে নির্দেশ দিয়েছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে বলেন ইউআইডিএআই(UIDAI) পরিচালনার জন্য ৯.৩ লাখ মানুষ অবশ্যই উপকৃত হয়েছেন। আর তার জন্য তিনি কেন্দ্রকে ধন্যবাদ জানিয়েছেন।

সেপ্টেম্বরের শুরু থেকেই বদলে যাচ্ছে 6 নিয়ম! পকেটে চাপ পড়বে আমজনতার

Adhaar Card নিয়ে কি জানালেন মুখ্যমন্ত্রী?

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আসামে ৯৩৫৬৮২ আধার কার্ড বিতরণ বন্ধ করে দিয়েছে কেন্দ্র। ২০১৯ সাল এর ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বায়োমেট্রিক দিয়েছে। এছাড়া, এমন বহু জায়গা আছে, যেখানে এনআরসির সঙ্গে কোনও সম্পর্কই নেই।’ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই বিষয়ে বলেন, অসম সরকার গত দু’বছর ধরে আধার কার্ড (Aadhaar Card) মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিরন্তর কাজ করছে।

তিনি বললেন, তাঁরা বিষয়টি দেখার জন্য একটি মন্ত্রিসভা উপ-কমিটি গঠন করেছেন ও বিভিন্ন সংস্থার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। পাশাপাশি, বিগত দুই বছর ধরে ভারত সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছে অসম সরকার। এরমধ্যে ২৯ জুলাই রাজ্য সরকার কেন্দ্রকে আধার কার্ড(Aadhaar Card) দেওয়ার জন্য অনুরোধ করে।

সেদিন কেন্দ্র থেকে ইউআইডিএআইকে(UIDAI) ওই ব্যক্তিদের আধার কার্ড দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। আসলে, সিএএ ও এনআরসি লাগু হওয়ার মধ্যে সাধারণ মানুষকে আধার কার্ড(Aadhaar Card) সরবরাহ করা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। তবে অসম সরকার আশা করছে, রাজ্যের জনসাধারণ উপকৃত হবেন। সেই রাজ্যের নয় লক্ষের ‌বেশি সাধারণ মানুষ‌ খুব শীঘ্রই নতুন আধার কার্ড পাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button