রথের দিন চালু হলো ভগবৎ গীতা স্কলারশিপ, স্কুল কলেজ পড়ুয়াদের চাকরি পাওয়ার আগে পর্যন্ত সহযোগিতা।

মেধাবী পড়ুয়াদের শিক্ষার খরচ যোগাতে ভগবৎ গীতা স্কলারশিপ চালু হলো। পড়ুয়াদের কাছে একদম নতুন এই স্কলারশিপ। আবেদনের কি কি নিয়ম রয়েছে সবকিছুই, দেখে নিন। দু:স্থ, মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষা গ্রহণের জন্য টাকার অভাব যেন বাধা হয়ে না দাঁড়ায়, সেই কারণে সরকারি এবং বেসরকারি স্তরে একাধিক স্কলারশিপ এর বন্দোবস্ত রয়েছে। যার মাধ্যমে উচ্চশিক্ষা গ্রহণের জন্য আর্থিক সহায়তা পেয়ে থাকেন দু:স্থ অথচ মেধাবী পড়ুয়ারা।

ভগবৎ গীতা স্কলারশিপ – Bhagvad Gita Scholarship

এবার এমন একটি স্কলারশিপ (Scholarship) সম্বন্ধে জানানো হবে, যে স্কলারশিপ এর মাধ্যমে শুধুমাত্র টাকা প্রদান করা হবে তাই নয়, যতক্ষণ না পর্যন্ত সেই ছাত্র-ছাত্রী ভবিষ্যতে কর্মজীবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছে বা সমাজের বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত করতে পারছে, ততক্ষণ পর্যন্ত এই সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে ভগবৎ গীতা স্কলারশিপ দেওয়ার পরেও সেই ছাত্র-ছাত্রীদের পাশে থাকা হবে।

সম্প্রতি বাঁকুড়া জেলায় এরকম একটি সংগঠনের তরফে ভগবৎ গীতা স্কলারশিপ বা শ্রীমদ্ভাগবত গীতা স্কলারশিপ প্রোগ্রাম (Sree Mad Bhagbat Gita Scholarship Programme) শুরু করা হয়েছে।
বাঁকুড়া জেলার যে সমাজসেবী সংগঠনটি এই ভগবৎ গীতা স্কলারশিপ প্রোগ্রাম এবং ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে কর্মকান্ড শুরু করেছে, সেই সংগঠনের নাম, আলোর দিশা কর্মযোগ (Aalor Disha Karmojog).

বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয় এর মঞ্চে আলোর দিশা কর্মযোগ সমাজসেবী সংগঠনের সঙ্গে যুক্ত জেলার সমস্ত সফল মানুষেরা উপস্থিত থেকে ৭ জন মেধাবী ছাত্রছাত্রীর হাতে স্কলারশিপ তুলে দিয়েছেন। ছাত্র-ছাত্রীরা যাতে নিজের স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারেন, সেই কারণেই বাঁকুড়ার আলোর দিশা কর্মযোগ সমাজসেবী সংগঠন কাজ শুরু করেছে।

আরও পড়ুন, বসে না থেকে এই অ্যাপ গুলির মাধ্যমে টাকা রোজগার করার সহজ উপায় সম্পর্কে জানুন।

শুধু তাই নয়, আলোর দিশা কর্মযোগের সহ-সম্পাদক বলেন, যে সমস্ত ছাত্র-ছাত্রীরা স্কলারশিপ পেলেন, তারা জীবনে সফলতা পাওয়া পর্যন্ত আর্থিক এবং মানসিকভাবে আলোর দিশা কর্মযোগ তাদের পাশে থাকবে। আলোর দিশা কর্মযোগ সংগঠনের একটি উদ্দেশ্য দু:স্থ অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের সফল করে মানুষের কল্যাণে তাদের নিয়োজিত করা। বাঁকুড়া জেলার কৃতী ছাত্র ছাত্রীরা মনে করেন, আলোর দিশা কর্মযোগ সমাজসেবী সংগঠনের মাধ্যমে এই স্কলারশিপ পেয়ে ছাত্রছাত্রীরা যথেষ্ট এগিয়ে যেতে পারবেন।

এই বিষয়ে কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন।
পড়ুয়াদের বিভিন্ন ধরনের স্কলারশিপের খোঁজ পেতে এখানে ক্লিক করুন।
একাধিক স্কলারশিপে আবেদন করতে এখানে ক্লিক করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button