Nabanna Scholarship – নবান্ন স্কলারশিপের টাকা না পেলে চিন্তা নেই। আবারও নতুন করে আবেদন শুরু করুন। ভোটের আগেই টাকা পাবেন।
সরকারি, বেসরকারি অনেক স্কলারশিপ (Nabanna Scholarship) রয়েছে দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য। অনেক মেধাবী ছাত্রছাত্রী রয়েছে যাদের পারিবারিক আর্থিক অবস্থা উন্নত নয় তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও উচ্চ ডিগ্রি অর্জন করা হয়ে ওঠেনা। তাদের কথা চিন্তা করে রাজ্য ও কেন্দ্র সরকার অনেক রকম স্কলারশিপের ব্যাবস্থা করেছেন। এই স্কলারশিপের প্রদত্ত টাকা দিয়ে তারা খুব ভালো ভাবে পড়াশুনা, হোস্টেল খরচ চালিয়ে যেতে পারে।
How to Apply Online Nabanna Scholarship
রাজ্য সরকারের এমনই একটি উল্লেখযোগ্য স্কলারশিপ হলো Nabanna Scholarship বা নবান্ন স্কলারশিপ। মাধ্যমিক পাশ করলেই এই স্কলারশিপে জন্য আবেদন করতে পারবেন। তবে কিছু যোগ্যতার ভিত্তিতে এই স্কলারশিপে টাকা পাওয়া যায়। এই স্কলারশিপে আবেদন করতে হলে আপনাকে এর আবেদনের জন্য নথিপত্র, যোগ্যতা, আবেদন পদ্ধতি প্রভৃতি সম্পর্কে জেনে নিন।
- আবেদন যোগ্যতা
- প্রয়োজনীয় নথিপত্র
- আবেদন পদ্ধতি
- স্ট্যাটাস চেক
- ব্যালেন্স চেক
আবেদন যোগ্যতা
- ছাত্র বা ছাত্রীটিকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- পড়ুয়াদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
- পূর্ববর্তী পরীক্ষায় পড়ুয়াতের ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে।
- পড়ুয়ার নামে নিজস্ব একটি ব্যাংক একাউন্ট থাকতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
- আধার কার্ডের কপি।
- মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশ করা রেজাল্টের কপি।
- পারিবারিক আয়ের সার্টিফিকেটের কপি।
- ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার কপি।
- একটি পাসপোর্ট মাপের ছবি।
আবেদন পদ্ধতি
- Nabanna Scholarship বা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের প্রথমে www.cmrf.wb.gov.in এই সাইটে ভিজিট করতে হবে।
- এরপর আবেদন ও রিনিউয়াল করার অপশনে গিয়ে ফর্ম ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আপলোড করবেন।
- সমস্ত তথ্য ইনপুট করা হলে আবেদন সমাপ্ত করার জন্য সাবমিট অপশনে ক্লিক করবেন।
উচ্চ শিক্ষার জন্য 12 হাজার টাকা পাবে পড়ুয়ারা। এই স্কলারশিপে কিভাবে আবেদন করবেন।
স্ট্যাটাস চেক
- এই Nabanna Scholarship বা নবান্ন স্কলারশিপটির স্ট্যাটাস চেক করতে হলে প্রথমে www.cmrf.wb.gov.in সাইটে যেতে হবে।
- হোমপেজে গিয়ে ‘Applicant Services’ অপশনের অন্তর্গত ‘Check Application Status’ অপশনটিতে ক্লিক করতে হবে।
- এরপর যেখানে স্কলারশিপের রেজিস্ট্রেশন নম্বার ইনপুট করতে বলা আছে সেখানে সেটি নির্ভুলভাবে ইনপুট করুন।
- রেজিস্ট্রার করা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে সেটি যথাস্থানে পূরণ করুন।
- সিকিউরিটি কোড দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলেই স্কলারশিপ অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস দেখতে পাওয়া যাবে।
ইতিমধ্যে যারা এই Nabanna Scholarship বা নবান্ন স্কলারশিপে আবেদন করেছেন কিন্ত ব্যাংকে টাকা আসেনি তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে খুব তাড়াতাড়ি এই টাকা ব্যাংকে ঢুকে যাবে। ব্যাংকে টাকা এসেছে কিনা কিভাবে জানবেন জেনে নিন বিস্তারিত
ব্যালেন্স চেক
যে সকল প্রার্থীরা এই Nabanna Scholarship বা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করেছেন তাদের অনেকের ব্যাংকে ইতিমধ্যে টাকা ঢুকে গেছে। যদি কারও টাকা না ঢুকে থাকে তাহলে চিন্তার কারণ নেই। লোকসভা ভোটের আগে সকল প্রকল্প, স্কলারশিপে টাকা দিয়ে দেওয়া হচ্ছে। আশা করা যায় এক দু সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন।
উচ্চ শিক্ষার জন্য 12 হাজার টাকা পাবে পড়ুয়ারা। এই স্কলারশিপে কিভাবে আবেদন করবেন।
তবে আপনার ব্যাংক একাউন্টে সাথে মোবাইল নাম্বারের লিংক করানো যদি না থাকে তাহলে টাকা ঢুকলেও আপনি বুঝতে পারবেন না তাই আগে ব্যাংক গিয়ে মোবসাইল নম্বরের সাথে ব্যাংক একাউন্ট লিংক করুন। তাহলেই টাকা ঢুকলে আপনার ফোনে ম্যাসেজ আসবে।