Government Job 2022 – মাধ্যমিক পাশে ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টারে প্রচুর শূন্যপদে চলছে নিয়োগ।
Government Job – অনলাইনে করুন আবেদন।
কেন্দ্রীয় সরকারের (Government Job) আওতাধীন ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বা BARC এ সম্প্রতি নিয়োগ চলছে গ্রুপ সি পদে। রয়েছে প্রচুর শূন্যপদ। ভারতের সমস্ত জায়গা থেকেই নারী-পুরুষ নির্বিশেষে সকল চাকরিপ্রার্থীরাই করতে পারবেন এর জন্য আবেদন। চলুন তাহলে জেনে নেওয়া যাক চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য।
১) নিয়োগ পদের নাম- স্টেনোগ্রাফার (গ্রেড-৩) নন-গেজেটেড।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীদের এই পদে আবেদন করতে হলে অবশ্যই মাধ্যমিক বা ম্যাট্রিকুলেশন পাশ হতে হবে। পাশাপাশি ইংলিশ স্টেনোগগ্রাফিতে টাইপিং স্পীড থাকতে হবে ৮০ ওয়ার্ড এবং ইংলিশ টাইপিং স্পীড প্রতি মিনিটে ৩০ ওয়ার্ড হতে হবে। (Government Job)
নিয়োগ পদ্ধতি- আবেদনকারী চাকরিপ্রার্থীদের লেভেল-১ এ জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, কোয়ান্টিটিভ আপটিটিউড বিষয়ের ওপর অবজেক্টিভ পরীক্ষা নেওয়া হবে। যার পরীক্ষার সময়সীমা থাকবে ১ ঘন্টা। পরবর্তী ধাপে অর্থাৎ লেভেল-২ স্টেনোগ্রাফি টেস্ট নেওয়া হবে। (Government Job)
বেতন- চাকরিতে নিয়োগের পর প্রতিমাসে পে ম্যাট্রিক্স এ লেভেল ৪ এর সেল নম্বর ১ অনুযায়ী ২৫,০০০ টাকা করে বেতন প্রদান করা হবে কর্মীদের।
কবে থেকে চালু নতুন শ্রম আইন, বেতন বৃদ্ধি, ছুটির নিয়ম সব পাল্টে যাচ্ছে
২) নিয়োগ পদের নাম- ড্রাইভার (অর্ডিনারি গ্রেড) নন-গেজেটেড।
শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন করতে ইচ্ছুক আবেদনকারীদের অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়াও আবেদনকারীর মোটর মেকানিজম বিষয়ে জ্ঞান থাকতে হবে। তার পাশাপাশি ৩ বছর হালকা গাড়ি চালানোর অভিজ্ঞতা ও ন্যূনতম ৬ বছর বড়ো গাড়ি চালানোর অভিজ্ঞতা (Government Job) থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি- এই পদে আবেদনকারী প্রার্থীদের লেভেল-১ এ জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, আরিথমেটিক, মোটর ভেহিকেল অ্যাক্ট বিষয়ে ১ ঘন্টার অবজেক্টিভ পরীক্ষা নেওয়া হবে। লেভেল-২ তে ড্রাইভিং টেস্ট নেওয়া হবে। (Government Job)
বেতন- নিয়োগের পর প্রতিমাসে চাকরি প্রার্থীদের পে ম্যাট্রিক্স এ লেভেল ২ এর সেল নম্বর ১ অনুযায়ী ১৯,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
৩) নিয়োগ পদের নাম- ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট নন-গেজেটেড (অক্সিলারি)।
শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন করতে ইচ্ছুক আবেদনকারীদের অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। (Government Job)
নিয়োগ পদ্ধতি- আবেদনকারী প্রার্থীদের লেভেল-১ এ অঙ্ক বিজ্ঞান এবং জেনারেল আওয়ার্নেস বিষয়ে ১ ঘন্টায় ৫০ নম্বরের মাল্টিপল চয়েস পরীক্ষা নেওয়া হবে। তাতে উত্তীর্ণ হলে প্রার্থীদের লেভেল-২ তে অঙ্ক বিজ্ঞান এবং জেনারেল আওয়ার্নেস এবং বেসিক ইংলিশ বিষয়ে ২ ঘন্টায় ৫০ টি অবজেক্টিভ টাইপ প্রশ্নের অ্যাডভান্স টেস্ট নেওয়া হবে। (Government Job)
বেতন- নিয়োগের পর প্রতিমাসে চাকরি প্রার্থীদের পে ম্যাট্রিক্স এ লেভেল-১ এর সেল নম্বর-১ অনুযায়ী ১৮,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদনকারীর বয়সসীমা- উপরে আলোচিত সমস্ত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ন্যূনতম হতে হবে ১৮ এবং সর্বাধিক ২৭ বছর। তবে সংরক্ষিত শ্রেণী অর্থাৎ SC/ST চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বাধিক ৩২ বছর এবং OBC চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বাধিক ৩০ বছর বয়স পর্যন্ত ঠিক করা হয়েছে।
আবেদন পদ্ধতি- (Government Job)
যোগ্য এবং ইচ্ছুক চাকরি প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনে নিয়োগ পদে আবেদন করতে হবে। নিচে দেওয়া অফিশিয়াল লিংক থেকে ফর্মটি ফিলাপ করে সাবমিট করতে পারবেন।
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র-
১) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র,
২) টেকনিকাল বিষয়ে জ্ঞানের সার্টিফিকেট,
৩) কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে),
৪) জন্ম প্রমাণপত্র, (Government Job)
৫) জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
৬) ডিসেবিলিটি সার্টিফিকেট (যদি থাকে)।
আবেদনের শেষ তারিখ- আগামী ৩১ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত করা যাবে আবেদন।
Official Notification- Click Here
Official Website- Click Here
প্রতিদিন এমন নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.
পশ্চিমবঙ্গে ইন্টারভিউয়ের মাধ্যমে গ্রুপ সি পদে নিয়োগ, জানুন বিস্তারিত
424