Free Ration – কেন্দ্রের চাপে বন্ধ হতে পারে গরীবের ফ্রি রেশন। এবার শুধুমাত্র এরাই ফ্রি রেশন পাবেন।

রেশন ব্যবস্থায় বা Rationing System এ বড়সড় বদল আনতে চলেছে কেন্দ্র সরকার। বিশেষ করে Free Ration বা বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু করেছিলো অতিমারী পরিস্থিতে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তা ধাপে ধাপে তুলে দেওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তবে কি গরিবের ভাতে কি পড়তে পারে প্রভাব। জেনে নিন বিস্তারিত।

Advertisement

All India Rationing System and Free Ration Scheme

ভারতবর্ষের প্রতিটি জনগণের কাছেই রেশন কার্ড (Ration Card) হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় এক নথি। একদিকে যেমন এই কার্ড একটি গুরুত্বপূর্ণ পরিচয় পত্র হিসেবে ব্যবহৃত হয় তেমনি অন্যদিকে আবার দেশের নিম্নবিত্ত থেকে শুরু করে অনেক মধ্যবিত্ত মানুষ এই রেশন কার্ডের মাধ্যমে সরকার Free Ration Scheme মারফত খাদ্য সামগ্রীর সুবিধা পেয়ে থাকেন।

বর্তমানে কেন্দ্রীয় সরকার তথা আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূল রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়ে থাকে দারিদ্রসীমার নীচে বসবাসকারী প্রতিটি মানুষের জন্য বিনামূল্যে রেশন সুবিধা। APL ক্যাটগরির গ্রাহকেরাও Free Ration পেয়ে থাকেন। পরিসংখ্যান অনুযায়ী আমাদের রাজ্যে প্রায় 9 কোটি মানুষের নামে রেশন কার্ড নথি ভুক্ত আছে বলে দেখা গিয়েছে।

Ads

আর তাদের মধ্যে অর্ধেকেরও বেশি মানুষ এই রেশন সামগ্রীর তথা Free Rationing System এর সুবিধা উপভোগ করে থাকেন। সেই সকল মানুষদের কথা চিন্তা করে এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রেশন ব্যবস্থায় বড়সড় বদল আনার কথা চিন্তা করা হচ্ছে। যার ফলে কোপ পড়তে পারে Free Ration ব্যবস্থায়।

Advertisement

রেশন নিয়ে দুর্নীতি কোন নতুন ঘটনা নয়। যদিও এই দুর্নীতি রুখতে একাধিকবার বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রীয় তথা রাজ্য সরকার মারফত। যেমন এর আগেই কেন্দ্রীয় সরকার কর্তৃক চালু করা হয়েছিল ডিজিটাল রেশন কার্ড (Digital Ration Card) এর সুবিধা। তারপরে চালু করা হয় বায়োমেট্রিক দিয়ে রেশন তোলা। এমনকি সবশেষে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড সংযুক্তিকরণ করতেও বলা হয় দেশের নাগরিকদের।

Advertisement

এসব কিছুর কারণ ছিল একটাই যাতে রেশন ডিলাররা রেশন দ্রব্য নিয়ে কালোবাজারি না করতে পারেন। আর এবার এই ক্ষেত্রে আরও পদক্ষেপ যুক্ত করতে চলেছে কেন্দ্র। প্রধানত রেশন কার্ডের যে স্লিপ যেটি আমরা রেশন দ্রব্য তোলার সময় রেশন দোকান থেকে পেয়ে থাকি, সেটিতে প্রধানমন্ত্রী চাইছেন নিজের প্রকল্পের নাম উল্লেখ করতে।

Ads
LPG Gas Price বা রান্নার গ্যাস সিলিন্ডার

বর্তমানে দেশের প্রতিটি অন্ত্যোদয় রেশন কার্ড হোল্ডারকে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা (PMGKY) মারফত বিনামূল্যে রেশন প্রদান করা হয়। আর তাই রেশন স্লিপে এই প্রকল্পের নাম ও লোগো উল্লেখিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সরকারি আধিকারিকরা জানিয়েছেন এর পেছনে মুখ্য উদ্দেশ্য হলো সমগ্র রেশন ব্যবস্থাটিকে সরকারিভাবে নিরাপত্তা প্রদান করা।

আরও পড়ুন, হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে প্রতি মাসে 30000 টাকা আয় করার সহজ উপায়।

কেন্দ্রীয় সরকারের এই নতুন নিয়ম দেশের বিভিন্ন রাজ্যগুলিতে চালু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কিন্তু পশ্চিমবঙ্গ বেঁকে বসেছে এ ব্যাপারে। আর এই নিয়ে শুরু হয়েছে কেন্দ্র ও রাজ্য সংঘাত। প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে এই সিদ্ধান্ত জানালে মুখ্যমন্ত্রী বলেন যে তিনি কিছুতেই কেন্দ্রীয় সরকারের প্রকল্পের নাম থাকতে দেবেন না রেশন স্লিপে। তার পরিবর্তে সেখানে থাকবে খাদ্য সাথী প্রকল্পের (Kadhya Sathi Scheme) নাম ও লোগো।

আরও পড়ুন, ফোন রিসিভ করলেই একাউন্ট ফাঁকা। ব্যাংক জালিয়াতির নয়া ফাঁদে পা দেবেন না।

কারণ পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর চালু করা এই খাদ্য সাথী প্রকল্পের অধীনেই বিনামূল্যে রেশন সামগ্রীর সুবিধা পেয়ে আসছেন রাজ্যবাসী। তাই কেন্দ্রের প্রকল্পের বদলে রাজ্যের প্রকল্পের নাম উল্লেখ করাটাই উচিত এক্ষেত্রে, এমনটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে রেশনের স্লিপে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার নাম থাকুক অথবা খাদ্য সাথী প্রকল্পের তার দ্বারা রেশন উপভোগ করা কোনোভাবেই প্রভাবিত হবেন না বলে জানিয়েছে সরকার। তারা যেমন সুবিধা পাওয়ার তেমনই পাবেন। আর এতেই প্রশ্ন উঠছে, কেন্দ্র যদি Free Ration না দেয়, তবে রাজ্য সরকার কতদিন এই প্রকল্প চালাতে পারবে? আপনার মতামত নিচে কমেন্ট করে জানাতে পারেন।
আরও তথ্য পেতে WhatsApp এ আমাদের ফলো করুন।
Written by Nabadip Saha.

সুখবর বাংলা

Leave a Comment

Advertisement