বিভিন্ন কার্ড লিংক করা সহ এই সমস্ত কাজ সেরে ফেলুন 31শে মার্চের মধ্যেই, বিস্তারিত দেখে নিন।
আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড লিংক করার বিভিন্ন শেষ তারিখ ঘোষণা করা হয়েছে বিভিন্ন সময়ে। এবারে আগামী 31শে মার্চ, 2023 তারিখের মধ্যে এই সকল কাজ না করলে নানা রকমের ঝামেলার মধ্যে পড়তে হতে পারে। কারণ কার্ড লিংক করা না থাকলে সেই সংক্রান্ত কাজ আর করা যাবে না। এমনকি কার্ড লিংক না করলে বাতিল হয়ে যাবে সেই কার্ড। পরবর্তী কালে আবার চালু করতে গেলে দিতে হতে পারে মোটা অঙ্কের ফাইন।
বিভিন্ন কার্ড লিংক করার কাজ সেরে ফেলুন নির্ধারিত তারিখের আগেই।
31 মার্চের আগেই কার্ড লিংক সহ এই কাজগুলো সেরে ফেলতে হবে, নাহলেই সমস্যা। আর মেরেকেটে 10 দিন। তারপরেই শেষ হতে চলেছে 2022-2023 অর্থবর্ষ। 31 শে মার্চের আগেই কার্ড লিংক সহ এই অর্থবর্ষ সম্পর্কিত বেশ কয়েকটি কাজ সেরে ফেলার নির্দেশ দিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই প্রতিবেদনে আরও একবার মনে করিয়ে দেওয়া হল সেই ‘অবশ্য পালনীয়’ কাজগুলোর কথা।
1. আয়কর বিভাগের তরফ থেকে জানানো হয়েছে গ্রাহকদের PAN কার্ডের সাথে আধার লিঙ্কিং করাতে হবে 31 মার্চের মধ্যে। এটিকে বাধ্যতামূলক করা হয়েছে। লিঙ্ক করানো না হলে সেই গ্রাহকের PAN নিষ্ক্রিয় হয়ে যাবে। ফলে আয়কর রিটার্ন দাখিল করা বা অন্য কাজ করতে অসুবিধায় পড়তে হবে। যাঁরা 31 মার্চের পর PAN এবং আধার লিঙ্ক করাবেন, তাঁদের জরিমানা বাবদ 1,000 টাকা দিতে হবে।
2. SEBI-র তরফে প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী 31 মার্চের মধ্যে, NSE ও NMF-এ মোবাইল নম্বর ও ই-মেল আইডি যাচাই করিয়ে নিতে হবে। 2019-20 আর্থিকবর্ষের জন্য ITR আপডেট করাবার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে 31 মার্চ, 2023 তারিখ।
3. 2022-23 অর্থবর্ষের কর বাঁচানোর জন্য গ্রাহকদের বিনিয়োগের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে 31 মার্চ, 2023 অবধি। 2022-23 অর্থবর্ষের জন্য পুরনো কর ব্যবস্থা বেছে নিয়েছেন যেসব করদাতা, তাঁদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। করদাতারা পুরনো কর ব্যবস্থার অধীনে আয়কর মকুবের দাবি করতে পারেন।
আবার বেড়ে গেল ফিক্সড ডিপোজিটে সুদের হার, এই ব্যাংকে টাকা রাখলে লাভবান হবেন আপনিও! বিস্তারিত দেখুন।
এর মধ্যে রয়েছে, জীবন বিমা পলিসি, পিপিএফ, এবং আএলএসএস। আয়কর আইনের 80 নম্বর ধারা অনুসারে, প্রিমিয়াম-সহ বিভিন্ন বিনিয়োগে 1.5 লক্ষ টাকা পর্যন্ত করছাড় পাওয়া সম্ভব। 80D ধারায় স্বাস্থ্য বিমার প্রিমিয়াম এবং ন্যাশনাল পেনশন সিস্টেমে বিনিয়োগের জন্য অতিরিক্ত 50 হাজার টাকা ছাড় পেতে পারেন দেশবাসীরা।
4. 31 মার্চ,2023 তারিখের মধ্যে 2019-20 আর্থিক বছরের জন্য আপডেট করা আয়কর রিটার্ন ফাইল করে ফেলতে হবে। যে সমস্ত করদাতারা 19-20 আর্থিকবর্ষের জন্য ITR এখনও ফাইল করেননি বা কোনও আয়ের রিপোর্ট মিস করেছেন তাঁরা একটি আপডেট করা ITR বা ITR- U ফাইল করতে পারেন , 31 মার্চের মধ্যে।
ভারতের সেরা হাসপাতালের তালিকা। কোন রোগের জন্য কোন হাসপাতাল ভালো?
5. SEBI-এর তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব গ্রাহক মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করেন, তাদের আগামী 31 মার্চ 2023 তারিখের মধ্যে সম্পন্ন করে ফেলতে হবে নমিনেশন প্রক্রিয়া। এটি করা না হলে, সেই গ্রাহকদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হতে পারে।
Written by Parna Banerjee.