Airtel vs jio vs Vi : মাত্র ১৫০ টাকার কমে কে দিচ্ছে বেশি সুবিধা, Airtel, jio নাকি Vi

Airtel vs jio vs Vi :  ভারতীয় টেলিকম জগতে কে দিচ্ছে সেরার সেরা অফার জানুন বিস্তারিত

বর্তমানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ক্রমশ বেড়ে চলেছে (Airtel vs jio vs Vi)। সাথে টেলিকম কোম্পানী গুলিরও রিচার্জ প্ল্যানের দামে পরিবর্তন আনছে। যার ফলে ভোগান্তি চরমে উঠেছে সাধারণ মানুষের। অনেকেই বাধ্য হয়েছেন দুটো সিমের বদলে একটা সিম ব্যবহার করতে। তবে এই প্রতিবেদনের মাধ্যমে এমন একটি রিচার্জ প্ল্যান এর কথা বলা হবে, যেখানে মাত্র ১৫০ টাকার কমে ইউজাররা একবছরের ভ্যালিডিটি পাবেন সাথে থাকবে অন্যান্য সুবিধাও।

আরও পড়ুন, এসে গেলো এয়ারটেল-জিও-র সব বাজার কাঁপানো প্ল্যান! বেছে নিন আপনার পছন্দের প্ল্যানটি

টেলিকম সংস্থার ফলে একদিকে যেমন রিচার্জ প্ল্যান এর দাম বাড়িয়েছে (Airtel vs jio vs Vi)। ইউজারদের ধরে রাখতে বাজারে নিয়ে এসেছে নিত্য নতুন প্ল্যান। এবার এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া বা জিও -কে টক্কর দিতে MTNL নিয়ে এলো কম দামের একটি রিচার্জ প্ল্যান। এই প্রিপেড রিচার্জ প্ল্যানের মাধ্যমে ইউজাররা পাবেন অত্যধিক ডেটার সাথে ভয়েস কল এবং অন্যান্য সুবিধা। কি সে গুলি? তার জন্য অবশ্যই পড়তে হবে পুরো প্রতিবেদনটি।

MTNL-এর ১৪১ টাকার রিচার্জ প্ল্যান-
এই রিচার্জ প্ল্যানের মাধ্যমে ইউজারেরা পাবেন বিশেষ সুবিধা (Airtel vs jio vs Vi)। রিচার্জের প্রথম ৯০ দিন ইউজারেরা দৈনিক ১ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও দিল্লি এবং মুম্বাই শহরের MTNL নেটওয়ার্কে ইউজারেরা ৯০ দিন বিনামূল্যে ভয়েস কল করতে পারবেন। তবে অন্যান্য নেটওয়ার্কে ভয়েস কলের উপরে ২০০ মিনিট টকটাইম দেওয়া হবে। প্ল্যানের মেয়াদ ৩৬৫ দিন। প্রসঙ্গত, রিচার্জের ৯০ দিন এই টকটাইম বৈধ থাকবে।

৯০ দিনের পর কি সুবিধা দেওয়া হবে –
৯০ দিনের পর ভয়েস কলিং এর ক্ষেত্রে প্রতি সেকেন্ডে ০.০২ পয়সা করে কাটা হবে। আরো বিস্তারিত জানতে হলে এই প্রিপেড রিচার্জ প্ল্যান সম্পর্কে বিশদে জেনে নিতে পারেন (Airtel vs jio vs Vi)।

MTNL বা মহানগর টেলিফোন নিগাম লিমিটেড এবং ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) বর্তমানে ইউজারদেরপ্লান রিচার্জের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়ে চলেছে (Airtel vs jio vs Vi)। যার ফলে এই দুটি টেলিকম কোম্পানির ওপর ঋণের বোঝা বেড়ে চলেছে। MTNL -এর মত বিএসএনএলের একটি প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক।

BSNL -এর ৮৭ টাকার প্ল্যান –
বিএসএনএল প্রিপেড প্ল্যান এর (Airtel vs jio vs Vi) মাধ্যমে কি জানি না পেয়ে যাবেন দৈনিক ১ জিবি করে ডেটা ব্যবহার করতে। এছাড়াও পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা। সাথে থাকছে একাধিক অ্যাপস এবং গেমস ব্যবহারের সুবিধা। প্লেনের মেয়াদ মাত্র ১৪ দিন।
রিচার্জ প্ল্যান সম্পর্কিত অন্যান্য খবর জানতে হলে অবশ্যই ফলো করতে ভুলবেন না এই ওয়েবসাইটটি।
Written by Manika Basask

আরও পড়ুন, চার দিনের জন্য বিনামুল্যে ফ্রি কলিং ও ইন্টারনেট পরিষেবা ঘোষণা করলো Jio, কিভাবে পাবেন?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button