একবার রিচার্জে চলবে পাঁচটি সিম। সবার ঘুম উড়িয়ে ধামাকাদার প্ল্যান আনলো Airtel!

Airtel Family Recharge Plan

টেলিকম বাজারে লাগাতার প্রতিযোগিতা। এয়ারটেল (Airtel) ও জিও (Jio) গ্রাহক টানতে তৎপর। সস্তার প্ল্যান এনে অবাক করেছে বিএসএনএল (BSNL). তবে সম্প্রতি এয়ারটেল এমন একটি বিশেষ রিচার্জ প্ল্যান চালু করেছে যা ঘুম ওড়াবে সবার। এবার থেকে এয়ারটেলের বিশেষ রিচার্জ প্ল্যানে একবার রিচার্জ করলেই পাঁচটি সিম চলবে। কিভাবে এই অফারের সুবিধা পাবেন? এ বিষয়ে দেখে নেওয়া যাক বিস্তারিত।

Airtel New Recharge Plan 2025

আপনি যদি একজন এয়ারটেলের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার জন্য সুখবর। বর্তমানে গ্রাহকদের দারুন উপহার দিতে চলেছে টেলিকম সংস্থা এয়ারটেল। সুপারফাস্ট নেটওয়ার্কের জন্য এই টেলিকম সংস্থা গ্রাহকদের মধ্যে বিশেষভাবে পরিচিত। আর এবার একটি বিশেষ এবং নতুন ফ্যামিলি প্ল্যান এনে সকলকে অবাক করে দিল এই সংস্থা। ভারতের অন্যতম বৃহৎ টেলিকম সংস্থা এয়ারটেল নিয়ে নয়া ফ্যামিলি প্ল্যান (Airtel Family Recharge Plan). যার বিষয়ে আপনার জেনে রাখা জরুরি।

আরও পড়ুন: নববর্ষ অফার! মাত্র 100 টাকায় প্ল্যান আনলো Reliance Jio! টানা ৯০ দিন ধরে নো চিন্তা। আজই রিচার্জ করুন

Airtel Family Plan | এয়ারটেল ফ্যমিলি প্ল্যান

এয়ারটেল এনেছে নতুন ফ্যামিলি প্ল্যান। যেখানে মাত্র একটি রিচার্জেই পাওয়া যাবে একাধিক সিম ব্যবহার করার সুবিধা। অবাক হলেন? একদমই ঠিক শুনেছেন আপনি। এই প্ল্যানে মিলবে ফ্রি OTT সাবস্ক্রিপশন যেমন Hotstar, Amazon Prime, আর Xstream এর মত জনপ্রিয় প্ল্যাটফর্মগুলির প্যাকেজ। আসুন তাহলে এই রিচার্জ প্ল্যানগুলি সম্পর্কে ডিটেলস জেনে নিন।

আরও পড়ুন: ভারতে এবার 6G পরিষেবা শুরু! 4G 5G-র মাঝেই বড় ঘোষণা হল

এয়ারটেলের নতুন ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য

এয়ারটেল যে নতুন ফ্যামিলি ইনফিনিটি প্ল্যান চালু করেছে, তার মূল উদ্দেশ্য হল, যাদের ছোট থেকে বড় পরিবার এবং পরিবারে একাধিক মোবাইল ফোন থাকে, তাঁদের জন্য সাশ্রয়ী মূল্যে সুবিধা প্রদান করা। এই বিশেষ প্ল্যানগুলির মধ্যে রয়েছে 699 টাকার একটি প্ল্যান যেটিতে চলবে দুটি সিম। এছাড়াও রয়েছে 1199 টাকার প্ল্যান, এবং 1399 টাকার প্ল্যান। এগুলিতে চারটি সিম চলবে। আর রয়েছে 1749 টাকার প্ল্যান যেটিতে পাঁচটি পর্যন্ত সিম চালানো যাবে।

প্রধানত যাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি বা একসঙ্গে অনেকগুলো ডিভাইসের কানেকশন করার প্রয়োজন হয়, তাদের জন্য সেরা বিকল্প হতে চলেছে এয়ারটেলের 1749 টাকার প্ল্যানটি। এই প্ল্যানে আপনি একসঙ্গে পাঁচটি কানেকশন করতে পারবেন।

কী কী সুবিধা পাবেন?

এয়ারটেলের এই বিশেষ প্ল্যানে পাচ্ছেন একটি প্রাইমারি সিম ছাড়াও অতিরিক্ত একটি সিম চালানোর সুযোগ। এই বিশেষ প্ল্যানে মিলবে মোট 105GB করে ডেটা। যা আপনি দুটি সিমে ভাগ করে ব্যবহার করতে পারবেন। সাথে পাবেন মোট 100টি করে SMS রোজ। ডেটা রোলওভারের সুবিধা পাচ্ছেন।

এছাড়াও, OTT সাবস্ক্রিপশনের মধ্যে 1 বছরের জন্য Disney+ Hotstar, 6 মাসের জন্য Amazon Prime পাবেন। এর পাশাপাশি, 6 মাসের জন্য পাচ্ছেন Airtel Xstream Play Premium। 999 টাকার প্ল্যানে রিচার্জ করলে তিনটি সিম ব্যবহার করতে পারবেন। 1199 ও 1399 টাকার প্ল্যানে ব্যবহার করা যাবে চারটি করে সিম। আর প্রতিটি প্ল্যানেই থাকছে 150GB ডেটা রোলওভার করার সুবিধা।

উপসংহার: এয়ারটেলের এই বিশেষ রিচার্জ প্ল্যানের সুবিধা পাওয়ার জন্য অবিলম্বে অনলাইন মাধ্যম অথবা নিকটবর্তী দোকানে যোগাযোগ করুন। একবার রিচার্জ করলেই হবেন নিশ্চিন্ত।

Related Articles

Back to top button