WB Recruitment 2024: AIIMS কল্যাণীতে প্রচুর শূন্যপদে চাকরি! মাসে দেড় লক্ষ টাকা বেতন! আবেদন জানান অনলাইনে
পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ফের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি জারি হল। যেখানে লাখ লাখ টাকার বেতনে কর্মী নিয়োগ হচ্ছে (WB Recruitment)।আবেদনরত প্রার্থীরা হতে পারেন পশ্চিমবঙ্গের যেকোনো এলাকার বাসিন্দা (WB Recruitment)। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য (WB Recruitment)। নতুন নিয়োগ প্রক্রিয়াটি আরম্ভ হল AIIMS কল্যাণীর তরফে।
আপনিও যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন, অনেকদিন ধরেই ভালো চাকরির সন্ধানে থেকে থাকেন, তাহলে অবশ্যই এই নতুন নিয়োগ প্রক্রিয়াতে নিজ নাম নথিভুক্ত করুন (WB Recruitment)। এখন কিভাবে আবেদন জানাবেন, সেই বিষয়ে জানতে হলে আজকের সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিতে হবে (WB Recruitment)।
প্রতিটি নিয়োগ প্রক্রিয়াতেই যোগ্যতার মাপকাঠি থাকে। এই ‘যোগ্যতার মাপকাঠি’ বলতে শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীর বয়সসীমা, এবং অন্যান্য যোগ্যতা সম্পর্কে যদি আলাদা করে উল্লেখ করা থাকে তবে তা অবশ্যই জেনে নিতে হবে (WB Recruitment)।
এছাড়া, সংশ্লিষ্ট চাকরিটির জন্য প্রার্থীর মাসিক বেতন কত হবে, প্রার্থী কিভাবে আবেদন জানাবেন, প্রার্থী কিভাবে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন ও কিভাবে সিলেক্টেড হতে পারেন সবটাই আবেদন জানানোর আগে জেনে নেওয়া প্রয়োজন (WB Recruitment)। প্রয়োজনীয় অফিশিয়াল বিজ্ঞপ্তি পড়ে নেবেন।
তারপর নিজের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন (WB Recruitment)।আজকের প্রতিবেদনে উল্লেখ করা হলো AIIMS কল্যাণীর নতুন নিয়োগ সম্পর্কে সম্পূর্ণ তথ্য। তাই আগ্রহী চাকরিপ্রার্থী যুবক-যুবতীরা অবশ্যই সব তথ্য জেনে নিন।
WB Recruitment 2024 I AIIMS কল্যাণীতে কর্মী নিয়োগ!
১) ভ্যাকেন্সি ডিটেলস
সম্প্রতি AIIMS কল্যাণীর তরফে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এখানে প্রফেসর পদে প্রচুর কর্মী নিয়োগ হবে। শূন্যপদের সংখ্যা ছাড়িয়েছে শতাধিক। কোন কোন পদের জন্য এই নিয়োগ, মোট শূন্যপদের বিবরণী সম্পর্কে আগের থেকেই জেনে নিন।
২) শূন্যপদের বিবরণী
সম্প্রতি AIIMS কল্যাণীর তরফে নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছে সেখানে প্রার্থীদের চাকরি দেওয়া হবে i) প্রফেসর, ii) অ্যাডিশনাল প্রফেসর, iii) অ্যাসোসিয়েট প্রফেসর এবং iv) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে। মোট শূন্যপদের সংখ্যা হলো ১০১ টি। আপনিও এই পদের জন্য আবেদন জানাতে পারেন। তার জন্য আপনাকে শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা সংক্রান্ত তথ্য জানতে হবে।
৩) শিক্ষাগত যোগ্যতা
আগেই বললাম, প্রতিটি নিয়োগের ক্ষেত্রে অবশ্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো শিক্ষাগত যোগ্যতা। একজন প্রার্থী যদি উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকেন, তবেই তিনি সেই পদের জন্য আবেদন জমা করতে পারবেন।
তাই কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেইটা জেনে নেওয়া দরকার আছে। AIIMS কল্যাণীর নতুন নিয়োগ প্রক্রিয়ায় যে পদের জন্য আবেদন জমা চলছে সেখানে প্রার্থীদের অবশ্যই Phd ডিগ্রি অর্জন করে থাকতে হবে। পিএইচডি করা প্রার্থীরা প্রফেসর পদের চাকরির জন্য আবেদনযোগ্য।
৪) বয়সসীমা
আবেদনের যোগ্যতার মাপকাঠিতে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হল বয়সসীমা। আপনিও যদি এই নিয়োগে অংশ নিতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে আগের থেকেই জেনে নিন বয়সসীমা সম্পর্কে। এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, এখানে আবেদনরত প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে সর্বোচ্চ ৫০ অথবা ৫৮ বছরের মধ্যে। এছাড়া ওবিসি ও তপশিল জাতির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
6 হাজারেরও বেশি শূন্যপদে IBPS Clerk নিয়োগ। জেনে নিন আবেদন পদ্ধতি সহ আবেদনের শেষ তারিখ।
৫) মাসিক বেতন
AIIMS কল্যাণীর নতুন নিয়োগ প্রক্রিয়ায় যারা সিলেক্টেড হবেন তাঁদের প্রতি মাসের বেতন হবে লক্ষাধিক টাকা। নিযুক্ত প্রার্থীদের পারিশ্রমিক দেওয়া হবে ১,০১,৫০০/- থেকে ১,৬৮,৯০০/- টাকার মধ্যে।
৬) আবেদন জানাবেন কিভাবে?
AIIMS কল্যাণীর নতুন নিয়োগ প্রক্রিয়ায় কিভাবে আবেদন জানাবেন, সেটি নিম্নে স্টেট বাই স্টেপ উল্লেখ করা হলো। চাকরিপ্রার্থীরা আবেদন প্রক্রিয়া সম্পর্কে জেনে নিন।
- প্রথমে আপনাকে ভিজিট করতে হবে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে।
- ওয়েবসাইট থেকে ক্লিক করবেন ক্যারিয়ার অপশনে।
- তারপর এখান থেকে আবেদন লিংকে ক্লিক করুন।
- আবেদনকারী নাম, ঠিকানা-সহ নিজের সমস্ত প্রয়োজনীয় তথ্যগুলি উল্লেখ করুন ও ফর্মটি পূরণ করুন।
- এর পরের ধাপে প্রার্থী নিজের দরকারি ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করুন।
- তারপর জমা দিতে হবে আবেদন মুল্য।
- এবার সাবমিট বাটনে ক্লিক করে নিজের আবেদন সম্পন্ন করে নিন।
- আপনি যদি আরো বিস্তারিত জানতে চান, তাহলে অবশ্যই ওয়েবসাইটে নজর রাখতে পারেন।
৭) আবেদন মূল্য
এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন মূল্য হিসেবে ST, SC, EWS, OBC ও জেনারেল প্রার্থীদের আবেদন জমা দিতে হবে ৩,৫৪০/- টাকা। তবে PWBD প্রার্থী দের কোনো আবেদন মুল্য লাগছে না। প্রার্থীরা এই আবেদন মুল্য জমা করতে পারবেন অনলাইনের মাধ্যমে।
৮) আবেদনের সময়সীমা
এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন শুরু হয়েছে গত ১০/০৭/২০২৪ তারিখ থেকে। অ্যাপ্লিকেশন শুরু হওয়ার ১৫ থেকে ৩০ দিনের মধ্যে আবেদন জমা নেওয়া হবে। সেইমতো আপনারা হিসেব করে নিজ নিজ আবেদন জমা করুন।
৯) নিয়োগ প্রক্রিয়া
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে আলাদাভাবে উল্লেখ করা নেই। তবে ধারণা করাই যায়, খুব সম্ভবত প্রার্থী নির্বাচন হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা এই বিষয়ে আরও তথ্য পেয়ে যাবেন।