EPFO – পিএফ নিয়ে সুখবর! অবশেষে বাড়লো সুদের হার। দীর্ঘ 3 বছর পর দাবীপূরন।
লোকসভা ভোটের আগে কর্মচারীদের জন্য দারুন সুখবর দিল EPFO. 2023-24 আর্থিক বর্ষের জন্য EPFO তে সুদের হার বাড়িয়ে 8.25 শতাংশ করেছে। চলতি আর্থিক বর্ষে প্রায় 6.5 কোটি গ্রাহক পাবেন এই সুদ। লোকসভা নির্বাচনের আগে এমন দুর্দান্ত খবরে খুশির জোয়ার কর্মীদের মনে। 2022-23 আর্থিক বর্ষে EPFO গ্রাহকদের 8.15 শতাংশ হারে সুদ প্রদান করেছিল। সেখান থেকে 2023-24 আর্থিক বর্ষে 0.10 শতাংশ সুদের হার বৃদ্ধি করা হলো। এবার অনেকের মনেই প্রশ্ন, গ্রাহকদের ব্যাংকে কত টাকা করে ঢুকবে?
EPFO Hikes Interest Rate
EPFO এর পক্ষ থেকে গত তিন বছরের তুলনায় সবচেয়ে বেশি সুদের হার ধার্য করা হয়েছে। ভোটের মুখে চাকুরী জীবিদের মন রাখতেই এই বিরাট ঘোষণা। এটা আগে গত বছরের মার্চ মাসে গত 2021-22 আর্থিক বর্ষেট তুলনায় কিছু শতাংশ বাড়িয়ে 8.15 শতাংশ করা হয়েছিল। 2021-22 আর্থিক বর্ষে সুদের হার ছিল 8.1 শতাংশ, যা গত 1977-78 এর পর সর্বনিম্ন সুদের হার ছিল।
এখন ঘরে বসে আপনার PF অ্যাকাউন্টের যাবতীয় তথ্য জানুন এই কয়েকটি উপায়ে।
গতকাল সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিস EPFO এর গ্রাহকদের 8.25 শতাংশ হারে সুদ প্রদানের কথা জানিয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিস এই সিদ্বান্ত নেওয়ার পর তা অনুমোদনের জন্য অর্থ মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রকের অনুমোদন মিললেই 2023-24 সালের এই বর্ধিত সুদের হার গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। যাই হোক পিএফ চাকুরীজীবিদের একটি ভরসার জায়গা।
যেখানে কর্মচারীরা মূল বেতন থেকে 12 শতাংশ এবং একই পরিমান অর্থ নিয়োগ কর্তার পক্ষ থেকে পিএফ অ্যাকাউন্টে জমা করা হয়। সংস্থার পক্ষ থেকে যে 12 শতাংশ পিএফের জন্য জমা করা হয়, তা থেকে 3.67 শতাংশ ইপিএফ অ্যাকাউন্টে যায়। বাকি 8.33 শতাংশ পেনশন স্কিমে জমা পড়ে। এভাবেই কর্মীদের ভবিষ্যত তহবিল তৈরি হয়। এবার থেকে EPFO সুদের হার বাড়িয়ে 8.25 শতাংশ করে দিয়েছি।
টাকার দরকার হলে মাত্র 5 মিনিটেই টাকা দেবে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন?
আগে তা ছিল 8.15 শতাংশ। অর্থাৎ সুদের হার বাড়ানোর ফলে চাকুরীজীবিদের ব্যাংকে ঢুকবে আরও বেশি টাকা। উল্লেখ্য, প্রতি মাসে অ্যাকাউন্টে পিএফ এর টাকা জমা দেওয়া হলেও, বছরে একবার সুদের টাকা জমা পড়ে। গত বছরে 8.15 শতাংশ সুদের হারে 8150 টাকা সুদের টাকা পেয়েছে গ্রাহক। আর সুদের টাকা বাড়ানোর ফলে আগের বছরের তুলনায় আরও বেশি টাকা ঢুকবে। ধরুন কোনো গ্রাহকের পিএফ এ 1 লক্ষ টাকা রয়েছে, তাহলে তিনি 8250 টাকা সুদ পাবেন।