HS Exam – আর হবে না উচ্চমাধ্যমিক পরীক্ষা! 11 বছর পর হটাৎ নিয়মের এমন পরিবর্তন কেন? বিস্তারিত জানুন।
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চমাধ্যমিক পরীক্ষা বা HS Exam নিয়ে আবারও কিছু নিয়ম নীতির পরিবর্তন ঘোষনা করলেন। আগেই বলা হয়েছিল উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষা উঠে যাচ্ছে সেই জায়গায় সেমিস্টার পদ্ধতি আসছে। এইচএস কাউন্সিলের বিজ্ঞপ্তি অনুসারে, উচ্চ মাধ্যমিক (এইচএস) স্তরে সেমিস্টার পদ্ধতি চালু করা হবে 2024-25 শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণির জন্য এবং 2025-26 শিক্ষাবর্ষ থেকে দ্বাদশ শ্রেণি অর্থাৎ উচ্চ মাধ্যমিকের জন্য।
After 11 Years WBCHES HS Exam Rules will Change
অর্থাৎ যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণীতে উঠবে তাদের জন্য প্রথম অভিজ্ঞতা হতে চলেছে এই সেমিস্টার পদ্ধতি। সেইসাথে ১১ বছর ধরে চলা একটি নিয়ম আর উচ্চ মাধ্যমিকে থাকবে না। আগের নিয়ম অনুযায়ী HS Exam বা উচ্চ মাধ্যমিক ফাইনাল এক্সাম দেওয়ার আগে টেস্ট পরীক্ষা দিতে হতো।
এই টেস্টে পাশ করলেই ফাইনালে বসা যেত। কিন্ত HS Exam বা উচ্চ মাধ্যমিক না থাকায় কোনো বোর্ড এক্সাম হবেনা তাই টেস্ট পরীক্ষার প্রয়োজন পড়বেই না। এবার থেকে ‘টিচিং লার্নিং’ পদ্ধতির অধীনেই সবটা হবে, বলে জানানো হয়েছে বোর্ডের তরফে। নতুন শিক্ষানীতিতে প্রশ্নপত্র (MCQ) টাইপের এবং বর্ণনামূলক ধরনের হবে।
11 এবং 12 সেমিস্টার পরীক্ষা মিলিয়ে তাদের পারফরম্যান্সের ভিত্তিতে শিক্ষার্থীদের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। টিচিং লার্নিং পদ্ধতিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে দুবার করে সেমিস্টার পরীক্ষা হবে। একাদশ শ্রেণীতে বলা হবে প্রথম ও দ্বিতীয় সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীতে বলা হবে তৃতীয় ও চতুর্থ সেমিস্টার।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে বড় আপডেট! কবে দেবে রেজাল্ট?
৭০ নম্বর লিখিত, ৩০ নম্বর প্র্যাকটিক্যাল থাকবে। প্রত্যেক সেমেস্টারের জন্য বরাদ্দ ৩৫ নম্বর। দুটো সেমেস্টারে মিলিয়ে ৭০। প্র্যাকটিক্যাল পরীক্ষা একবারই, সেটা হবে লিখিত পরীক্ষার শেষে (HS Exam). প্র্যাকটিক্যাল না থাকলে ৮০ নম্বর লিখিত পরীক্ষা হবে। ২০ নম্বর প্র্যাকটিক্যাল।
৭০-এ পরীক্ষা হলে ২১ পেলে পাশ বলে বিবেচিত হবে। ৮০ নম্বরের মধ্যে ২৪ পেলে পাশ বলে গণ্য করা হবে। একাদশের পরীক্ষার দায়িত্ব স্কুলের। যদিও টেস্ট পরীক্ষা দিতে হবেনা কিন্ত একাদশ শ্রেনীর দুটি সেমিস্টারের নম্বর দেখা হবে দ্বাদশ শ্রেণীতে ওঠার আগে (HS Exam).
উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাসের বই কবে পাবেন? পড়ুয়াদের জন্য বড় খবর।
যদি একাদশে প্র্যাকটিক্যাল ও থিয়োরিতে পাশ না করা হয় তাহলে দ্বাদশ শ্রেণীতে ওঠানো হবেনা। তবে একাদশ শ্রেনীর প্রথম সেমিস্টারে কেউ ভালো ফল করতে না পারলেও দ্বিতীয় সেমিস্টারে সে সুযোগ পাবে ভালো ফল করার। কারণ দুটি সেমিস্টারের মিলিত নম্বরের ভিত্তিতেই দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করা হবে (HS Exam).