Aapda Mitra Scheme 2022

Aapda Mitra Scheme 2022 : শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া, জানুন আবেদনের শেষ তারিখ

রাজ্যের চাকুরিপ্রার্থীদের জন্য আবারও সুখবর (Aapda Mitra Scheme 2022)। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ‘আপদ মিত্র’ প্রকল্পের অধীন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রাকৃতিক দূর্যোগের সময়, তা মোকাবিলা করতে যে সকল কর্মীদের প্রয়োজন হয়। সেই পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের যে কোনও জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়া আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদনের শেষ তারিখ ইত্যাদি জানতে হলে পুরো খবরটি পড়তে হবে

আরও পড়ুন, মাধ্যামিক পাশে রাজ্যের পোস্ট অফিসগুলিতে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ, জানুন কারা করতে পারবেন আবেদন  

নিয়োগ পদের নাম – ‘আপদ মিত্র’ প্রকল্পের অধীন ভলেন্টিয়ার্স পদ।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে হলে আবেদনকারীকে (Aapda Mitra Scheme 2022) অবশ্যই সপ্তম শ্রেণি পাস করতে হবে। সাথে মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট থাকতে হবে। এইরকম শিক্ষাগত যোগ্যতায় খুব কমই সরকারি চাকরির সুযোগ পাওয়া যায়।

আবেদনকারীর বয়সসীমা – আবেদনকারীর নূন্যতম বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৪৫ বছর হতে হবে। তবে সংরক্ষিত গোষ্ঠীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় থাকবে।
আপদ মিত্র প্রকল্প কি – প্রাকৃতিক দূর্যোগের সময় মানুষের তাৎক্ষনিক প্রয়োজনে সারা দেওয়া।

আবেদনের পদ্ধতি – এই প্রকল্পের ভলেন্টিয়ার্স পদে আবেদন (Aapda Mitra Scheme 2022) করতে হলে আবেদনকারীকে তা অফলাইনের মাধ্যমেই করতে হবে। আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক নিচে অফিসিয়াল নোটিফিকেশনের জায়গায় দেওয়া হয়েছে।
আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় নথিপত্র –
১) বয়সের প্রমানপত্র
২) আধার কার্ড
৩) ভোটার কার্ড
৪) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট
৫) NCC বা NYKS বা NSS বা CDV বা HG, Ex-Serviceman বা অন্যান্য সার্টিফিকেটঁ
৬) মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট
উল্লেখ্য, উপরে উল্লেখ করা সমস্ত নথিপত্রের ফটোকপি আবেদনপত্রের (Aapda Mitra Scheme 2022) সঙ্গে জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়া ঠিকানা – The District Magistrate & Controller of Civil Defence, Kalimpong
নিয়োগ প্রক্রিয়া – এই পদে কীভাবে নিয়োগ করা হবে, তা নোটিশে বলা হয়নি।
আবেদনের শেষ তারিখ – ১৭ মে, ২০২২
অফিসিয়াল নোটিশ –
https://cdn.s3waas.gov.in/s368053af2923e00204c3ca7c6a3150cf7/uploads/2022/04/2022042660.pdf

অফিসিয়াল ওয়েবসাইট –
https://kalimpong.gov.in/
এ বিষয়ে আরও বিস্তারিত জানতে (Aapda Mitra Scheme 2022) হলে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারেন। চাকরি সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট পেতে হলে অবশ্যই এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

আরও পড়ুন, সাত বছর পর রাজ্যে ফের নতুন করে, শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জানুন।