এবার থেকে আধার কার্ড- এ বাধ্যতামূলক হল এই নিয়ম। না মানলে যেখানে যেখানে লিঙ্ক রয়েছে, বিপদ। নতুন নিয়ম জানুন।

প্রতি ১০ বছর পর পর বাধ্যতামূলক আধার কার্ড আপডেট করতেই হবে সবাইকে।

অনেকেই আধার কার্ড হয়ে যাওয়াতে বেশ নিশ্চিন্তে বসে আছেন। যদিও বিষয়টি স্বাভাবিক, কারণ আপনি আধার কার্ড পেয়েই গেছেন। তবে এবারে আধার এর ক্ষেত্রে গুরুত্ব না দিলেই বিপদ। কারণ, সম্প্রতি নতুন এক নিয়ম জারি করা হল UIDAI এর তরফে। পশ্চিমবঙ্গে প্রায় ১০ কোটির কাছাকাছি আধার কার্ড রয়েছে। তাই এই প্রক্রিয়া বেশ গুরত্ব দিয়েই শুরু হবে বলে আনা গিয়েছে।

কেন করতে হবে এই বাধ্যতামূলক আপডেট?
২০০৯ সালে কেন্দ্র সরকার দেশের এবং দশের সুরক্ষাকে সুনিশ্চিত করতে চালু করেছিল এই আধার কার্ড। ইতিমধ্যে দেশের প্রায় সকলেরই হাতে আছে এখন আধার কার্ড। পোর্টালে ভুল সংশোধন হচ্ছে নিয়ম করে। তবে এবারে সকলের জন্যই এই নিয়ম চালু। আপনার কার্ডে ভুল থাক আর নাই থাক, করতেই হবে আপডেট।

কখন করতে হবে এই আপডেট?
প্রতি ১০ বছর অন্তর আধারের আপডেট করাতে হবে প্রত্যেক সাধারণ মানুষকে। ব্যক্তিগত তথ্যের যেমন ছবি, ঠিকানা ইত্যাদি ক্ষেত্রে কোনও পরিবর্তনের প্রয়োজন থাকে, তাহলে তা ঐ সময়ে করা যাবে। এমনকী, তেমন কোনও প্রয়োজনীয়তা না থাকলেও বাধ্যতামূলক আধার আপডেট এর জন্য আপলোড করতে হবে পুরনো তথ্যই। সারা দেশজুড়ে খুব তাড়াতাড়ি এই উদ্যোগ শুরু হতে চলেছে।

এই নতুন ধরণের ব্যবস্থা নেবার কি কারণ?
আধার ছাড়া কোন সুবিধাই পাওয়া যাবে না। এই কারণে সকল রকমের সরকারি প্রকল্প বা অন্যান্য বিষয়ে আধার কার্ড লিঙ্ক করে নেওয়া হচ্ছে। সুতরাং একান্ত ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য থাকার সাথে সাথে যুক্ত থাকছে আর্থিক লেনদেন এর বিষয়টি। বাধ্যতামূলক আপডেট করা হলে প্রত্যেকের সাম্প্রতিক তথ্য সম্পর্কে ওয়াকিবহাল থাকবে বারত সরকার। সুতরাং, সুরক্ষার কথা মাথায় রেখে এই ধরণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

পশ্চিমবঙ্গের কোথায় আপডেটের কাজ প্রথম শুরু হচ্ছে?
সম্প্রতি এই বাধ্যতামূলক আধার আপডেট এর কাজ শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। সুত্র মতে হাওড়া এর একটি অংশে এই কাজ শুরু করা হয়েছে পাইলট প্রোজেক্ট হিসেবে। কোলকাতা পুরসভাকে ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে। খুব তাড়াতাড়ি এই প্রক্রিয়া কোলকাতা সহ নানা জায়গায় চালু করবে UIDAI.

এরপরে ধীরে ধীরে রাজ্যের অন্যান্য জেলায় বাধ্যতামূলক আধার আপডেট এর কাজটি শুরু হবে। তবে চিন্তার কারণ নেই। এই প্রকল্প চালুর আগে সরকারের তরফে অর্থাৎ পুরসভা বা পঞ্চায়েত এর তরফে প্রচার করে সকলকে জানিয়ে দেওয়া হবে। যেহেতু, পূজা একেবারেই সন্নিকটে। তাই পূজা শেষ হলেই কাজ শুরু হবে দ্রুত গতিতে। এই কাজ না করলে ব্যাঙ্ক, রেশন, প্যান ইত্যাদি নানা ক্ষেত্রে লিঙ্ক সংক্রান্ত সমস্যায় পড়তে হবে।  

আধার কার্ডের এই গুরুত্বপূর্ণ কাজটি করেননি? পড়তে পারেন মহাবিপদে, New Update 2022.

যে কোন সরকারি প্রকল্প আনা হয় সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই। তবে এই প্রকল্প বাস্তবায়ন করতে গেলে সাময়িক ভাবে নানা সমস্যার মধ্যে পড়তে হলেও আদতে তা সকলেই স্বার্থে হিতকর হিসেবেই পরিগণিত হয়। ভারত সকারের আনা এই নতুন বাধ্যতামূলক আধার আপডেট সংক্রান্ত বিষয়টিকে সকলেরই সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে বিশেষ ভুমিকা নেওয়া উচিৎ। প্রশাসনিক দিক থেকে বিষয়টিকে বেশ গুরুত্ব নিয়ে দেখা হচ্ছে।

কি কি করা হবে বাধ্যতামূলক আধার আপডেট এর সময়ে?
ব্যক্তির ঠিকানা বদল, নাম পরিবর্তন, পিতার নাম, জন্ম তারিখ, মোবাইল, ই-মেলের বদল করার প্রয়োজন হলে তা করতে হবে। বয়সের সাথে সাথে মানুষের মুখবিবরের সামান্য পরিবর্তন ঘটে। তাছাড়া আঙ্গুলের ছাপ অনেক সময়ে আবছা থাকতে পারে। হাতের আঙুলের ছাপ সংক্রান্ত সমস্যা বা নিজের ছবি আপডেট এই সুযোগে করিয়ে নেওয়া যাবে। আর যাদের এসবকিছুই ঠিক থাকবে তাদের তথ্য না পাল্টেই আপডেট করে ফেলতে হবে।

বাতিল ৬ লক্ষ আধার কার্ড, আপনারটা এখান থেকে চেক করুন, আর বাতিল হলে কি করবেন দেখুন।

UIDAI কিভাবে পোডোক্ষেপ নিচ্ছে?
এই বাধ্যতামূলক আধার আপডেট এর কাজটি দ্রুত এবং নির্ভুলভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনকে এগিয়ে আসতে বলা হয়েছে। এতো বিপুল সংখ্যক বাধ্যতামূলক আধার আপডেট এর কাজ করতে অনেক বুথ তৈরি করা হবে। সেখানে গিয়ে নির্দিষ্ট নিয়ম মেনে করতে হবে আপডেট। একটি নির্দিষ্ট সময় পর যে নাগরিকেরা আপডেট করবেন না, তাঁদের তালিকা রাজ্য প্রশাসনকে দিয়ে দেওয়ার কথা আধার কর্তৃপক্ষের।

বিভিন্ন আধার সেবাকেন্দ্রে এই বাধ্যতামূলক আধার আপডেট এর কাজ হবে। এর জন্য অবশ্যই আপনাকে নির্দিষ্ট চার্জ দিয়ে কাজটি করতে হবে। কারণ, আধারের নিয়মেই বলা আছে যে, নতুন আধার কার্ড করার ক্ষেত্রেই একমাত্র বিনামূল্যে আধার কার্ড দেওয়া হয়ে থাকে। পরবর্তীকালে যেকোনো ধরণের আপডেট করতে গেলে দিতে হবে নির্ধারিত সরকারি মুল্য। আমাদের প্রতিবেদনে নিজে উপকৃত হলে অন্যকে শেয়ার করে জানার সুযোগ করে দিন।
Written by Mukta Barai.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button