Aadhaar Card Varification

বর্তমানে প্রত্যেক ভারত নাগরিকের কাছে যে ডকুমেন্টটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হল আধার কার্ড(Aadhaar Card). এই ডকুমেন্ট না থাকলে বিভিন্ন সরকারি সুবিধা থেকে প্রকল্পের সুবিধা সাধারণ নাগরিকের কাছে আধার কার্ড (Aadhaar Card) বৈধ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আধার কার্ডে(Aadhaar Card) থাকে ১২ নম্বরের ইউনিক একটি নম্বর।

এই আধার নম্বর(Aadhaar Card) প্রয়োজনীয় বিভিন্ন সরকারি ও বেসরকারি পরিষেবা পাওয়ার জন্য। ভারতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI দ্বারা জারি হয় আধার কার্ড(Aadhaar Card) যা ভারতীয় নাগরিকদের জন্ম প্রমাণপত্র ও ঠিকানার প্রমাণপত্র হিসাবে ব্যবহার হয়ে থাকে।

আধার কার্ড ও রেশন কার্ড লিঙ্ক করবেন? মাত্র 5 মিনিট লাগবে! সবচেয়ে সহজ পদ্ধতিটি জেনে নিন

আপনার Aadhaar Card আসল তো?

বর্তমানে আধার কার্ড(Aadhaar Card) নিয়ে চারিদিকে নানান ধরনের জালিয়াতি চলছে। এই পরিস্থিতিতে আপনার আধার কার্ড সঠিক কিনা বা আসল কিনা ‌সেটা যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি (Aadhaar Card). আর এর জন্য প্রয়োজন আপনার আধার কার্ডের(Aadhaar Card) বৈধতা নির্ণয়। জন্ম প্রমাণপত্র ছাড়াও আধার কার্ড দেশের নাগরিক দের জিএসটি রিটার্ন দাখিল বা প্যান কার্ড আপডেট করতে প্রয়োজন হয়।

বর্তমানে এও দেখা যাচ্ছে যে, আধার কার্ড নথি হিসেবে অত্যন্ত সহজলভ্য হয়ে পড়েছে। আসলে আধার কার্ডকে হাতিয়ার করে ‌ক্রমশই বাড়ছে জালিয়াতি। এই আবহে অবশ্যই জেনে নিতে হবে আপনার আধার কার্ড(Aadhaar Card) আসল না নকল। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) দেশের সকল নাগরিকদের এই পরামর্শ দিয়েছে যে, আপনার আধার কার্ডের (Aadhaar Card) বৈধতা নিয়মিত পরীক্ষা করুন।

দুই বছরের জন্য বন্ধ হবে আপনার সিম কার্ড! খবরদার করবেন না এই কাজ! TRAI-এর নতুন নিয়ম জানেন তো?

Aadhaar Card-এর বৈধতা নির্ণয় পদ্ধতি

আপনি অনলাইনে আধার কার্ডের বৈধতা নির্ণয় করতে পারেন। তার জন্য আপনাকে কি করতে হবে? নিম্নে স্টেপ বাই স্টেপ উল্লেখ করা হলো।

আপনার আধার কার্ডের বৈধতা পরীক্ষা করার জন্য আপনাকে প্রথমেই ভিজিট করতে হবে‌ UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে। ডিজিট করার পর আপনাকে আপনার আধার নম্বর দিয়ে লগইন করতে হবে। এই লগইন করার সময় দেখবেন আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসবে একটি ওটিপি। এই ওটিপি দিয়ে পুনরায় লগ ইন করুন। তারপর ক্লিক করুন ভেরিফিকেশন স্ট্যাটাস অপশনে। আর এখন থেকেই আপনি জেনে নিতে পারবেন আপনার আধার নম্বরটি আসল নাকি নকল।

আপনি চাইলে অফলাইনেও আধার কার্ডের বৈধতা পরীক্ষা করে নিতে পারেন। এর জন্য আপনাকে কি করতে হবে? দেখবেন আপনার আধার কার্ডে একটি কিউআর কোড মজুত রয়েছে। এবার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন ‘আধার কিউআর স্ক্যানার’ অ্যাপটি। সেখানে কার্ড নম্বর এবং বিশদ বিবরণ দিন। তারপরেই দেখতে পাবেন কিউআর কোডে থাকা যাবতীয় তথ্য চলে এসেছে স্ক্রিনে। এখান থেকে আপনি বুঝে নিতে পারবেন আপনার আধার কার্ডের বৈধতা সম্পর্কে, জানতে পারবেন আধার কার্ডটি আসল নাকি। ‌