Aadhaar Card: 14 সেপ্টেম্বরের মধ্যে আধার কার্ড আপডেট করেন নি? বিপদে পড়ার আগে কী করবেন জেনে রাখুন

ভারতবাসী জনসাধারণের জন্য অতি প্রয়োজনীয় ডকুমেন্ট আধার কার্ড(Aadhaar Card). আধার কার্ড সম্পর্কিত নিয়মাবলী মাঝেমধ্যেই জারি করে কেন্দ্রীয় সরকার। সরকারের তরফে আধার কার্ড(Aadhaar Card) আপডেট রাখার জন্য বলা হয়। এমতবস্থায়, নির্দিষ্ট তারিখ সীমা জারি রাখা ছিল আধার কার্ড(Aadhaar Card) আপডেটের জন্য।

বিনামূল্যে আধার কার্ড আপডেটের জন্য UIDAI ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছিল। কিন্তু সময় পেরিয়ে গেলেও এখন জানা যাচ্ছে, বহু মানুষ এই সময়সীমার মধ্যে আধার কার্ড আপডেট করেননি। সেক্ষেত্রে, যারা এখনো আপডেট করেননি তাঁরা এবার কি করবেন? আসুন জেনে নেওয়া যাক সেই বিষয়ে।

অনলাইনে টাকা লেনদেন ব্যবস্থায় নতুন নিয়ম! সর্বোচ্চ কত টাকা লেনদেন করতে পারবেন? জানুন

Aadhaar Card Update 2024

যদি একজন ভারতবাসী জনতা নিজের আধার কার্ড(Aadhaar Card) বিনামূল্যের সময়কালের মধ্যে আপডেট না করে থাকেন, তাহলে সময় পার করে যাওয়ার পর আধার কার্ড (Aadhaar Card) আপডেট করার জন্য তাঁকে প্রয়োজনীয় মূল্য জমা দিতে হবে।

একজন ৫-৭ বছর বয়সী এবং ১৫-১৭ বছর বয়সী ব্যক্তি বিনামূল্যে নিজের আধার কার্ড আপডেট করতে পারবেন ও UIDAI ফ্রিতে এই পরিষেবা দেবে। কিন্তু বাকি বয়সীরা যদি আধারে তথ্য পরিবর্তন করাতে চান, তবে তাঁদের ফি জমা দিতে হবে। আধার আপডেট করার জন্য ন্যূনতম ১০০ টাকা জমা দিতে হবে ব্যক্তিদের।

ATM কার্ড নেই? চিন্তা কিসের? হাতে ফোন থাকলেই তোলা যাবে ক্যাশ টাকা! জেনে নিন সিক্রেট

Aadhaar Card Update Extended

ভারতে বিনামূল্যে আধার সংশোধনের সময়সীমা লাস্ট ছিল ১৪ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত। তবে এখন জানা যাচ্ছে যে, আবার আধার কার্ড(Aadhaar Card) আপডেটের জন্য নতুন করে সময়সীমা বৃদ্ধি করা হয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অব ইন্ডিয়া (UIDAI)-এর তরফে। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে আধার আপডেটের দিন পেরিয়ে যাওয়ার পর আরো তিন মাস বৃদ্ধি হয়েছে আধার আপডেটের সময়সীমা।

আধার আপডেট করা যাবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ, একজন ব্যক্তি ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করতে পারবেন। যদি আপনার আধার কার্ডে কোনও ভুল থাকে, তাহলে অবশ্যই আধার আপডেট করে নেওয়া জরুরি। আধার কার্ডে একজন ব্যক্তির নাম, ঠিকানা, তাঁর মোবাইল নম্বর, এমনকি বায়োমেট্রিক আপডেট করে নিতে পারবেন।

আগামী ১৪ ডিসেম্বরের পর আধার আপডেট করতে হলে আপনাকে নির্দিষ্ট অঙ্কের চার্জ দিতে হবে। আপনি অনলাইন মাধ্যমে অথবা আধার পরিষেবা কেন্দ্রে গিয়ে আধার কার্ড আপডেট করে নিতে পারবেন। কিভাবে আপডেট করবেন জেনে নিন।

Aadhaar Card Update Process 2024

  • আধার আপডেট করতে হলে প্রথমে আপনাকে ভিজিট করতে হবে UIDAI ওয়েবসাইটে। সেখান থেকে আধার নম্বর এবং আধারের সঙ্গে রেজিস্টার করা মোবাইল নম্বরে আসা ওটিপি দিয়ে লগ ইন করতে হবে।
  • এরপর প্রোফাইল পরিচয়পত্র এবং ঠিকানা দেখে নিন নিজের।
  • সেখানে দেখানো তথ্য যদি দ্যাখেন ঠিক রয়েছে তবে ‘I verify that the above details are correct’ লেখা ট্যাবটিতে ক্লিক করতে হবে।
  • আর যদি দ্যাখেন যে ভুল আছে, তাহলে ড্রপ ডাউন অপশন থেকে সিলেক্ট করুন আপনাকে কোন ডকুমেন্ট আপলোড করবেন। এবার সেই ডকুমেন্ট আপলোড করুন।
  • এই ডকুমেন্ট আপলোড করার পর সম্মতি দিন। আর তাহলেই সেটি সাবমিট হয়ে যাবে।

Related Articles

Back to top button