Aadhaar Card Rule

ভারতের জনতার কাছে আধার কার্ড (Aadhaar Card) কতটা জরুরী সেটা আলাদা করে বলার নয়। আধার কার্ড এখন সর্বত্র প্রয়োজন। আধার নিয়ে তাই নতুন নিয়ম জারি করেছে এই দেশের সরকার। ‌বিশেষ করে পুজোর আগেই জারি হয়ে গিয়েছে আধার কার্ডের নতুন নিয়ম। আপনিও যদি আধার কার্ডের নতুন নিয়ম না জেনে থাকেন, তাহলে আজকের প্রতিবেদন সম্পূর্ণ পড়ে নিন। ‌কারণ এই প্রতিবেদনে, আধার কার্ডের নতুন নিয়ম সম্পর্কে বলা হয়েছে। যা সবার জানা জরুরী।

Aadhaar Card New Rule

এই প্রতিবেদনে রইল আধার কার্ড (Aadhaar Card) সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। দেশের সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। খুব নিশ্চিত ভাবে বলা যায়, এই দেশে যারা আধার কার্ড ব্যবহার করেন, তাঁদের উপর এই সিদ্ধান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। আরো একটি বিষয় জেনে রাখা জরুরী যে, 1 অক্টোবর, 2024 থেকে কার্যকর হয়েছে আধার কার্ড সম্পর্কিত নতুন নিয়মটি। যেখানে এই বিষয়টি উল্লেখিত যে আধার নম্বরের জায়গায় ব্যবহার করা যেতে পারে আধার তালিকাভুক্তি আইডিটি।

এছাড়াও আরো একটি বিষয় খেয়াল রাখবেন, নতুন নিয়মে বলা হয়েছে এবার থেকে আয়কর রিটার্ন করার সময় আধার বিবরণ প্রয়োজনীয়তা নেই। সেই নিয়ম তুলে নেওয়া হয়েছে। এই নতুন নিয়ম কার্যকর হওয়ায় আধার ব্যবহারকারীরা আগের থেকে অনেকটাই স্বস্তি পাবেন। এছাড়া, আধার কার্ডের নয়া নিয়মে, নিরাপত্তার দিকটি থেকেও সুবিধা দেওয়া হচ্ছে। সরকার মাস্ক আধার ব্যবহারের দিক থেকে সুবিধা দিয়েছে।

Aaadhar Card New Rule Details

আধার কার্ডের নতুন নিয়মগুলি জেনে নেওয়া যাক। আধার সম্পর্কিত সরকারের নতুন নিয়ম গুলি বলছে, আধার নম্বরের পরিবর্তে বর্তমানে ব্যবহার করা যাবে আধার তালিকাভুক্তি আইডি। এটি একজন গ্রাহকের নিরাপত্তাকে মজবুত করে। কারণ, এখন থেকে গ্রাহকের সম্পূর্ণ আধার নম্বর কোথাও শেয়ার করা হবে না। এই পদক্ষেপ নেওয়া হয়েছে, আধার ডেটার নিরাপত্তা বৃদ্ধি করতে।

Aadhaar Card: নতুন করে আধার কার্ড পাবেন জনতা! 9.3 লাখ মানুষের জন্য বড় ঘোষণা! জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

এর আগে আইটিআর (ITR) ফাইল করার সময় বাধ্যতামূলক ছিল আধার নম্বর দেওয়া। বর্তমানে তার আর কোন প্রয়োজনীয়তা নেই। নতুন নিয়মে পরিবর্তন সবার জন্য উপকারী হবে, বিশেষ করে যারা আধারের তথ্য আরও সুরক্ষিত রাখতে চান। সরকারের এই নিয়ম অনেক উপকারী মনে করছেন সবাই। আর এবার অন্য নিয়মটি জেনে নেওয়া যাক।

আরো একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো মাস্ক আধার ব্যবহার করা। এখন থেকে সরকার মাস্ক আধার ব্যবহার বাধ্যতামূলক করেছে। মাস্ক আধার হল সেই আধার কার্ড যাতে গ্রাহকের আধার নম্বরের শেষ চারটি সংখ্যা দেখা যায়। এই মাস্ক আধার আপনার আধার নম্বরের গোপনীয়তাকে আরও বজায় রাখবে। নিরাপত্তার দিক থেকে এটিকে আরও অনেক বেশি সুরক্ষিত করে তোলে।

আপনি এই মাস্ক আধার ডাউনলোড করতে পারবেন খুব সহজেই UIDAI ওয়েবসাইট থেকে। ইদানিং অনেকেই মাস্ক আধারের প্রয়োজনীয়তা বুঝতে পেরেছেন। সরকার এটি বাধ্যতামূলক করায়, অত্যন্ত খুশি হয়েছেন জনতা। আসুন আরো ডিটেলসে, মাস্ক আধারের প্রয়োজনীয়তা সম্পর্কে জানা যাক।মাস্ক আধারের সব থেকে বড় সুবিধা হল আপনার আধার নম্বরের শুধুমাত্র শেষ চারটি সংখ্যা দেখা যায়।

যার কারণে আপনার সম্পূর্ণ আধার নম্বর এক্ষেত্রে গোপন থাকে। আপনার নিরাপত্তা রক্ষা করে। আপনি এটি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। এর জন্য কোনও চার্জ লাগবে না। আর এটি সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। আশা করি, আপনারা আধার কার্ড সম্পর্কিত নতুন নিয়মগুলি বুঝতে পেরেছেন। আরো বিস্তারিত তথ্য জানতে UIDAI ওয়েবসাইট ফলো করতে পারেন।