Letter for Leave – স্ত্রীর রাগ ভাঙাতে ছুটি চেয়ে বসের কাছে আবেদন, বিনিময়ে কি উত্তর পেলেন ব্যক্তি?

Letter for Leave – বসের কাছ থেকে কি ছুটি পেলেন?

স্বামী স্ত্রীর বন্ধন সাত জন্মের, একথাই প্রচলিত হয়েছে আসছে (Letter for Leave)। এই বন্ধন মজবুত না হলে সারাক্ষন ঝগড়া ঝামেলা কিংবা অশান্তি লেগেই থাকে পরিবারে। আর তারমধ্যে সাধারণত পড়তে হয় সন্তানদের। যেই কারণে ডিপ্রেশনের শিকার হতে পারেন তারা। কিন্তু স্ত্রীর রাগ ভাঙাতে যদি স্বয়ং স্বামীই উদ্যোত হন?

হ্যাঁ, ঠিকই শুনেছেন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে (Letter for Leave)। স্ত্রীর রাগ ভাঙাতে ছুটি চেয়েছেন স্বামী। আর যে সে ভাবে নয়। রীতিমতো ছুটির আবেদনপত্র লিখে বসের কাছে ছুটি চেয়েছেন।

SSC প্রার্থী নিয়োগে ১০ টি নয়া ব্যবস্থার কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

ব্যক্তির নাম শামশাদ আহমেদ। তিনি ব্লক অফিসে কেরানির পদে কাজ করেন। সম্প্রতি তার বৌয়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। সেই কারণে দুই মেয়েকে নিয়ে শামশাদের স্ত্রী বাপের বাড়ি চলে যান। শামশাদ বিষয়টি নিয়ে খুবই চিন্তিত ছিলেন। তাই আর দেরিতে না করে প্রকৃত কারণ জানিয়ে বসের কাছে চিঠি লিখে ছুটির আবেদন জানান। ৪ আগস্ট থেকে ৬ আগস্ট পর্যন্ত ছুটির আবেদন জানান তিনি। (Letter for Leave)

চিঠিতে কি লিখেছিলেন ঐ ব্যক্তি?
তিনি লেখেন, তার বৌ রাগ করে বাপের বাড়ি চলে গেছে। সেই রাগ ভাঙাতেই হবে। তিন দিনের জন্য ছুটির আবেদনও জানান তিনি। সাথে বলেন এই সমস্যা সমাধানে তাকে তার বৌয়ের কাছে যেতেই হবে। রাগ ভাঙিয়ে বাড়ি ফিরিয়ে আনতে হবে। (Letter for Leave)

নামমাত্র বিনিয়োগে মাসে ১২ হাজার টাকা পেনশন দিচ্ছে LIC, দেখুন কত প্রিমিয়াম দিতে হবে

কিন্তু সেই ছুটি কি মঞ্জুর হয়েছে?
যতই হোক ভালোবাসা এবং অটুট বন্ধনে আবদ্ধ থাকে স্বামী স্ত্রীর সম্পর্ক। তাই কেরানির আবেদনপত্র ফেরাতে পারেননি বসও। শামশাদের ছুটি মঞ্জুর করা হয়েছে। এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

আন্দাজে লটারি টিকিট না কেটে, এই নিয়মে টিকিট কাটুন, ভাগ্য বদলে যাবে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button