SBI আর ATM কার্ডে নেবে না কোন চার্জ! কিভাবে চালু করবেন এই সুবিধা? জানুন।
SBI তথা ভারতীয় স্টেট ব্যাঙ্ক সুরক্ষার দিকে সদা সতর্ক থাকে।
ভারতের সর্ব বৃহৎ পাবলিক সেক্টর ব্যাঙ্ক হিসেবে SBI (ভারতীয় স্টেট ব্যাঙ্ক) এর নাম সকলেরই অবগত। সারা ভারতে ৪৫ কোটির বেশি গ্রাহকদের অবিরাম উন্নত মানের পরিষেবা দিচ্ছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। প্রতিনিয়ত নতুন নতুন সুবিধা নিয়ে আসতেও তারা সদা চেষ্টাশীল। ব্যাঙ্কে একাউন্ট খোলা এমনই একটি বিষয়।
SBI তথা ভারতীয় স্টেট ব্যাঙ্ক তাদের সাথে আর্থিক লেন্দেন এর সুবিধার্থে এই নতুন ধরণের একাউন্ট খোলার ফলে শিশুদের মধ্যে অর্থ সঞ্চয়ের গুরুত্ব সম্পর্কে বিশেষ জ্ঞান লাভ তো হবেই বরং তারা এই অর্থ কাজে লাগিয়ে কিভাবে এর শক্তিকে জীবনে উপলব্ধি করতে হয়, সেই বিষয়েও জানতে পারবে।
মাইনরদের জন্য নতুন কী ধরণের একাউন্ট?
SBI তথা ভারতীয় স্টেট ব্যাঙ্ক সেভিংস একাউন্ট, কারেন্ট একাউন্ট এর সুবিধা দিয়ে থাকে 18 বছরের বেশি বয়সের জনগণের জন্য। আর এর মধ্যে যাদের বয়স 10 বছর পর্যন্ত তারা ভারতীয় স্টেট ব্যাঙ্ক এর থেকে পাবে “PehlaKadam” নামক একাউন্ট ওপেনিং এর সুবিধা।
এই একাউন্ট বাবা-মা অথবা অভিভাবক এর সাথে মিলিত ভাবে খুলতে হবে। । এছাড়া যে সকল অপ্রাপ্তবয়স্করা 10 বছরের বেশি বয়সী এবং নিজেরা নিজেদের স্বাক্ষর করতে পারে তাদের জন্য আনা হয়েছে “PahliUdaan” একাউন্ট। এই একাউন্ট এ নানা রকমের সুবিধা দিচ্ছে SBI তথা ভারতীয় স্টেট ব্যাঙ্ক।
চেক বই এর সুবিধা:- প্রথমত, এখানে কোন রকম ন্যুনতম ব্যালেন্স রাখার প্রয়োজন নেই। আবার সর্বাধিক 10 লক্ষ টাকা পর্যন্ত এই একাউন্ট এ টাকা জমা রাখা যাবে। এছাড়াও থাকছে চেক বই এর সুবিধা। এক্ষেত্রে SBI তথা ভারতীয় স্টেট ব্যাঙ্ক এর “পহেলা কদম” নামক একাউন্টে, একাউন্ট হোল্ডারের মোবাইল নম্বর উল্লেখ করা থাকবে।
বিশেষভাবে তৈরী এই 10 পাতার চেক বইতে সেই 10 বছর বয়সের কম বয়সী শিশুর নামে তার অভিভাবক কে এই চেক বই দেওয়া হবে। “পহেলা উড়ান” একাউন্টের ক্ষেত্রেও একই নিয়ম। কিন্তু এক্ষেত্রে সেই 10-18 বছর বয়সী মাইনর শিশু নিজের স্বাক্ষর করে তা ব্যবহার করতে পারবে।
ফটো ATM কার্ডের সুবিধা:- এই একাউন্টে থাকছে নিজের ফটো সহ ATM কার্ডের সুবিধা। এক্ষেত্রে ATM কার্ডের মাধ্যমে টাকা তোলার ক্ষেত্রে 5000/- টাকার লিমিট করা হয়েছে। এছাড়া কার্ডে শিশু এবং অভিভাবক – এর উভয়ের নামই দেওয়া থাকবে। আর অপর একাউন্টের ক্ষেত্রে শিশুর নামেই ইস্যু হবে এই ফটো যুক্ত ATM কার্ড।
এছাড়াও উন্নত ডিজিটাল পরিষেবা হিসেবে থাকবে মোবাইল ব্যাঙ্কিং এর সুবিধা। এক্ষেত্রে প্রতিদিন 2000/- টাকা ব্যবহারের লিমিট করে রাখা হয়েছে উভয় একাউন্টের ক্ষেত্রেই। এক্ষেত্রে অটো সুইপ ফ্যাসিলিটিও রাখা হয়েছে।
এই একাউন্ট করার ক্ষেত্রে KYC কিভাবে করা হবে? এক্ষেত্রে শিশুর জন্ম সার্টিফিকেট লাগবে। এর সাথে লাগছে বাবা, মা অথবা অভিভাবকের নিজস্ব আধার, প্যান, ভোটার, ফটো ইত্যাদি। ব্যাঙ্কের একাউন্ট থাকলে মেলে নানা রকমের সুবিধা। SBI – এর এই একাউন্টের আরো কিছু সুবিধা জেনে নেই।
1. প্রতিদিনের ব্যালেন্সের হিসেবে এক্ষেত্রে সুদ দেওয়া হবে। 2. একাউন্ট নাম্বার না পাল্টে এই একাউন্ট অন্য স্টেট ব্যাঙ্কের শাখায় ট্রান্সফার করে নেওয়া যাবে। 3. এক্ষেত্রেও থাকছে নমিনেশন এর সুবিধা। 4. বিশেষভাবে তৈরী পাশবুক দেওয়া হবে বিনামূল্যে। 5. যেকোন ধরণের আর্থিক লেনদেন এর ক্ষেত্রে কোন চার্জ কাটা হবেনা। এমন আরো খবর পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।
Written by Mukta Barai.