পুজোর আগে SSC WB মামলায় শিক্ষকদের চাকরি বরখাস্তের হুঁশিয়ারি, তালিকায় কাদের নাম রয়েছে?

SSC WB মামলার ওয়েটিং লিস্টে থাকা কতজন প্রার্থী পাচ্ছেন সুখবর?

SSC নিয়োগ দুর্নীতি নিয়ে এখনও যত কাটেনি (SSC WB)। মূল অভিযুক্তদের অনেকেই অধরা। এবার পুজোর আগেই চাকরি নিয়ে টানাটানিতে পড়তে পারেন অনেকেই। নয়া কি নির্দেশ দিলো আদালত?

এদিন SSC WB মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের তালিকা চেয়েছিলেন। সংবাদ মাধ্যম সূত্রে খবর, তিনি স্পষ্ট জানান, মধ্যশিক্ষা পর্ষদ, এসএসসি এবং মামলাকারীদের আইনজীবী এই তিনপক্ষকে বৈঠকে বসে কয়েক দিনের মধ্যে বেআইনি নিয়োগের তালিকা প্রস্তুত করে সেটি আদালতে জমা করতে হবে। এই নির্দেশে মধ্যশিক্ষা পর্ষদ, এসএসসি এবং মামলাকারীদের আইনজীবীরা ত্রিপাক্ষিক বৈঠকে বসেন। বৈঠকে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও উপস্থিত ছিলেন।

বকেয়া ডিএ নিয়ে রাজ্যের ভোল বদল, ফের হাইকোর্টের দ্বারস্থ অর্থদপ্তর, ডিএ ঘোষণার ইঙ্গিত

এরপরই বৈঠকে ২০১৬’র নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের তালিকা এসএসসির হাতে তুলে দেয় মধ্যশিক্ষা পর্ষদ। এসএসসি নিজেদের নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের তালিকার সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের তালিকা খতিয়ে দেখার পর রিপোর্ট তৈরি করবে। আগামী ২৮ সেপ্টেম্বর ওই রিপোর্ট আদালতে জমা করতে হবে। কারণ ওই দিন মামলার পরবর্তী শুনানি।

পশ্চিমবঙ্গের এই সরকারি প্রকল্পে আবেদন করলেই পাবেন, 1 লক্ষ টাকা, রাজ্যবাসীকে পুজোর সেরা উপহার

মোট কতজনের নাম রয়েছে ওই তালিকায়?
মধ্যশিক্ষা পর্ষদের তুলে দেওয়া ওই তালিকায় প্রায় ১৩ হাজার জনের নাম রয়েছে। SSC এর রিপোর্টে বেআইনিভাবে নিয়োগ হয়েছে বলে চিহ্নিত করা ব্যক্তিদের আদালতের নির্দেশ অনুসারে চাকরি থেকে বরখাস্ত করা হবে। কার্যত এই হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সেই সকল শূন্যপদে, মেরিট লিস্টের বা তালিকার ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীরা পাবেন চাকরি। আগামী শুনানিতে কি সুখবর পাবেন বহুদিনের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীরা?
এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

উৎসবের মুহূর্তে কমলো রান্নার LPG Cylinder Gas এর দাম, কত টাকা দিতে হবে?

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button