স্কলারশিপ

জেনে নিন স্কলারশিপে আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য।

দারিদ্রতার জন্য মেধাবী হওয়া সত্বেও পান না উচ্চশিক্ষা গ্রহণ করতে (স্কলারশিপ)। কারণ একটাই আর্থিক পরিস্থিতি। তবে চিন্তা থেকে মুক্তির সময় চলে এসেছে। পঞ্চম থেকে স্নাতকোত্তর শ্রেণীর মেধাবী পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এই স্কলারশিপের উদ্যোক্তা হল JK লক্ষ্মী সিমেন্ট লিমিটেড।

স্কলারশিপের নাম – JK লক্ষ্মী বিদ্যা স্কলারশিপ।
বৃত্তির অঙ্ক-
১) পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের দেওয়া হবে বার্ষিক ৫,০০০ টাকা।
২) নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং আইটিআই পড়ুয়াদের দেওয়া হবে বার্ষিক ১০,০০০ টাকা।
৩) ডিপ্লোমা কোর্সের পড়ুয়াদের দেওয়া হবে বার্ষিক ১৫,০০০ টাকা।

নবান্নের নতুন নির্দেশে সরকারি কর্মীদের মেসেজ ঢোকা শুরু। এবারে কত পাচ্ছেন?

৪) স্নাতক স্তরের পড়ুয়াদের দেওয়া হবে বার্ষিক ৩০,০০০ টাকা।
৫) স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের দেওয়া হবে বার্ষিক ৪০,০০০ টাকা।
আবেদনের যোগ্যতা-
১) এই বৃত্তিতে আবেদন করতে হলে পড়ুয়াকে পূর্ববর্তী শ্রেণীতে/ কোর্সে কমপক্ষে ৫০% নম্বর পেতে হবে।
২) আবেদনকারীর পরিবারিক বার্ষিক আয় অবশ্যই ৫ লাখ টাকার কম হতে হবে।
৩) আবেদনকারীর পরিবারের সদস্য JK লক্ষ্মী বিদ্যা সংস্থার কর্মী হলে এই বৃত্তির জন্য আবেদন করা যাবে না।

আবেদন পদ্ধতি-
কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এর জন্য প্রথমে স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
অফিশিয়াল ওয়েবসাইট
www.vidyasaarathi.co.in

এরপর ‘Browse Available Schemes’ অপশনে ক্লিক করতে হবে। কোর্স অনুযায়ী ‘Apply’ অপশনে ক্লিক করতে হবে।
এরপর আবেদনপত্র দেখা যাবে। সেটা আবেদনকারীর সকল প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে। এরপর ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে।

পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিল কমালো রাজ্য সরকার, এবার সবার কারেন্ট বিল কম আসবে

আবেদনের ক্ষেত্রে যে নথিপত্র-
১) পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট।
২) নতুন শ্রেণী/ কোর্সে ভর্তির রশিদ।
৩) পরিচয়ের প্রমাণপত্র।
৪) পরিবারের ইনকাম সার্টিফিকেট।
৫) বাসস্থানের প্রমাণপত্র।
৬) ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠার জেরক্স কপি।
৭) আবেদনকারীর সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ ফটো।

আবেদনের শেষ তারিখ- ৩০ সেপ্টেম্বর, ২০২২.
শিক্ষা সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

বাড়িতে বসে সহজ পদ্ধতিতে প্রতি মাসে Income করুন 5 হাজার টাকা