Government Scheme – বেকারদের জন্য জন দরদি প্রকল্প, আবেদন করলেই পাবেন মাসিক 1500 টাকা।

এই Government Scheme এ কিভাবে আবেদন জানাবেন? দেখে নিন।

এবার পশ্চিমবঙ্গের বেকারদের জন্য জন দরদি Government Scheme প্রকল্প। প্রথমে উচ্চশিক্ষা, তারপর ভালো চাকরি, অনেকেই এই চিন্তা করে থাকেন। কিন্তু সাধ থাকলেও সাধ্য নেই। তাই অনেক পড়ুয়াই পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হন। আবার অনেকে উচ্চশিক্ষিত হলেও চাকরি পান না। তবে এখন আর কোনো দুশ্চিন্তা নয়। বেকার যুবক যুবতীরাও প্রতি মাসে পাবেন 1500 টাকা।

এর আগে পশ্চিমবঙ্গের তরফ থেকে বেকারদের উদ্দেশ্যে আনা হয়েছিল একটি Government Scheme. যার উদ্দেশ্য হল বেকার যুবক- যুবতীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করা।রাজ্যের বেকার যুবক- যুবতীদের প্রতিমাসে দেওয়া হবে 1500 টাকা। প্রকল্পের নাম যুবশ্রী প্রকল্প।

কম সময়ে এই 1টি Business ঘরে আনবে কোটি টাকা

এই Government Scheme এ আবেদন পদ্ধতি –
আবেদন করতে হলে প্রথমে রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের নির্দিষ্ট ওয়েব সাইটে গিয়ে আবেদনকারীর নাম এবং ইমেল আইডি দিয়ে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর আবেদনপত্রে আবেদনকারীকে প্রয়োজনীয় তথ্য (আবেদনকারীর নাম , পিতা-মাতার নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক মাপজোক, কোনও বিষয়ে অভিজ্ঞতা থাকলে, জাতিগত শংসাপত্র, ঠিকানা, মোবাইল নম্বর , ইমেল আইডি, সম্প্রতি তোলা ফটো ইত্যাদি) দিয়ে আপলোড করে আবেনপত্রটি সাবমিট করতে হবে।

আবেদনপত্রটি সাবমিট করার পর আগামী ৬০ দিনের মধ্যে একটি প্রিন্ট কপি স্থানীয় এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে জমা দিতে হবে। সাথে দিতে হবে প্রয়োজনীয় নথিপত্রের ফটো কপি। সময়ের মধ্যে জমা না দিলে আবেদনপত্রটি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।

PPF Account বা যেকোনো PF থাকলেই মিলবে এই বিরাট সুবিধা

আবেদনকারীর আবেদনপত্র ও নথিপত্র এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক আধিকারিক ভেরিফিকেশন করবেন। তা হয়ে গেলে আবেদনকারীর মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে। পরবর্তী কালে ওই ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন করলে আবেদনকারীর মোবাইলে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ইমেল আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে। এরপর যুবশ্রী প্রকল্পে আবেদনকারীর নাম নথিভুক্ত হলে তিনি প্রতিমাসে পাবেন 1500 টাকা করে ভাতা।

আবেদনের ওয়েবসাইট-
https://employmentbankwb.gov.in

প্রতিদিন আরো নিত্য নতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manika Basak.

প্রাথমিকে টাকা দিয়েই চাকরি! ধরা পড়ে সব গেল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button