Aadhar Download – এবার থেকে শিশুদেরও আধার কার্ড তালিকাভুক্ত করতে হবে, কি সিদ্ধান্ত সরকারের?

Aadhar Download – আধার কার্ড তালিকাভুক্ত করতে কোন বিষয় জানা আবশ্যক?

আধার কার্ড বর্তমানে গুরুত্বপূর্ণ পরিচয়পত্রগুলির মধ্যে অন্যতম (Aadhar Download)। এটির নম্বর ছাড়া যেমন কোনো আবেদনপত্র পূরণ বা জমা কড়া যায় না। তেমনই কোনো জায়গায় প্রয়োজনে যেতে হলে লাগে আধার কার্ড। তবে শুধুমাত্র প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে নয় শিশুদেরও লাগবে আধার কার্ড।

অনেক অভিভাবকই জানেন না শিশুদেরও আধার কার্ডের জন্য রেজিস্ট্রেশন করতে হয়। সেক্ষেত্রে যদি সঠিক সময়ে আধার কার্ড রেজিস্ট্রেশন না ককরা হয়। পরবর্তীতে পাওয়া যাবে না নানান সুযোগ সুবিধা। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোন কোন বিষয় জানা আবশ্যক, তা এই প্রতিবেদনের মাধ্যমে জানানো হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। (Aadhar Download)

জন্মাষ্টমীর পর থেকে বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, বিশদে জেনে নিন

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আর্থিক বছরের প্রথম চার মাসেই অর্থাৎ এপ্রিল-জুলাই মাসের মধ্যেই প্রায় ৭৯ লক্ষেরও বেশি শিশুর বাল আধার রেজিস্ট্রেশন হয়েছে। এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো শিশুদের আধার কার্ডকে বলা হয় বাল আধার। তবে বাল আধার ০-৫ বছর বয়সী শিশুদের জন্য কার্যকর। (Aadhar Download)

অবশেষে পশ্চিমবঙ্গে 3% ডিএ ঘোষণা, 2021 সাল থেকে ইফেক্ট পাবেন

এছাড়া যে বিষয়গুলি জানা আবশ্যক-
এই রেজিস্ট্রেশনে শিশুর বায়োমেট্রিকের প্রয়োজন পড়ে না। অর্থাৎ লাগে না কোনো আঙুলের ছাপ, রেটিনা স্ক্যান। তবে শিশুর মুখের ছবি নেওয়া হয় রেজিস্ট্রেশনের জন্য। অন্যদিকে পিতামাতা/অভিভাবকের বায়োমেট্রিক সংগ্রহ করা হয়। এছাড়া লাগে শিশুর জন্ম শংসাপত্র।

এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

আগামী সপ্তাহে বিপুল সংখ্যক নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button