Ration Card Category Change Online 2022 – রেশন কার্ড APL থেকে BPL এ পরিবর্তন করলেই মিলবে বিশেষ সুবিধা, বাড়িতে বসেই নির্ঝঞ্ঝাটে পরিবর্তন করুন।
Ration Card Category Change Online – রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তনের পদ্ধতি সম্পর্কে জেনে নিন।
রেশন কার্ড ছাড়া খাদ্য সামগ্রী তোলা সম্ভব নয় (Ration Card Category Change Online)। কিন্তু তা থাকলেও অনেকেই তাতে সন্তুষ্ট থাকেন না। কারণ একটাই আর্থিক অবস্থার অবনতি। তাই পরিবর্তন করতে চান রেশন কার্ড। অর্থাৎ APL কার্ড থাকলে তা পরিবর্তন করে পেতে চান BPL কার্ড। সেটিও খুব সহজেই পাওয়া সম্ভব।
আজকে এই প্রতিবেদনে কিভাবে APL রেশন কার্ডকে BPL রেশন কার্ডে পরিবর্তন করা যাবে সেই সম্পর্কে জানানো হবে। এর মাধ্যমে BPL রেশন কার্ডের সকল সুযোগ সুবিধা পাওয়া যাবে। মূলত কোনো ব্যক্তির Rksy-I (APL) কার্ড থাকলে তা পরিবর্তন করে পাবেন Rksy-II (BPL) রেশন কার্ড। কিভাবে চলুন জেনে নেওয়া যাক। (Ration Card Category Change Online)
ভারতীয় রেলে দেড় লাখ কর্মী নিয়োগ, জেনে নিন শিক্ষাগত যোগ্যতা
কীভাবে APL রেশন কার্ডকে BPL রেশন কার্ডে পরিবর্তন করার জন্য আবেদন করা যাবে?
১) খাদ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
অফিশিয়াল ওয়েবসাইট- https://food.wb.gov.in
২) ‘CITIZEN’S HOME’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘APPLY FOR CHANGE OF RATION CARD CATEGORY (Form 8)’ — অপশনটিতে ক্লিক করতে হবে। (Ration Card Category Change Online)
৩) আবেদনকারীর রেশন কার্ড ক্যাটাগরি ( Subsidized/ Non-Subsidized ) সিলেক্ট করে, বৈধ মোবাইল নম্বর লিখে ‘Get OTP’ অপশনে ক্লিক করতে হবে।
৪) এরপর সঠিক OTP টি লিখে ‘Proceed’ অপশনে ক্লিক করতে হবে। একটি নতুন পেজ খুলবে। (Ration Card Category Change Online)
৫) আবেদনকারীর পরিবারের সকল সদস্যের নাম ও রেশন কার্ড ক্যাটাগরি দেখা যাবে। এরপর নীচের দিকে ‘Apply for Form-8’ অপশনে ক্লিক করতে হবে।
৬) প্রয়োজনীয় নথি হিসেবে প্রশ্নের উত্তর সিলেক্ট করে Next -এ গিয়ে Supplementary documents পিডিএফ আকারে আপলোড করতে হবে। এরপর Proceed অপশনে ক্লিক করতে হবে। (Ration Card Category Change Online)
৮) ‘Confirm Your Application’ অপশনের অধীন নীচে (I certify that all the data….. ) লেখায় টিক চিহ্ন দিতে হবে এবং ‘Get OTP’ অপশনে ক্লিক করতে হবে।
৯) এরপর রেশন কার্ডের সাথে লিংক করা মোবাইল নম্বরে যুক্ত একটি ওটিপি আসবে। সেটি সঠিকভাবে লিখে ‘Sumbit OTP’ অপশনে ক্লিক করতে হবে। এরপর রেশন কার্ড ক্যাটাগরি ( RKSY-II পরিবর্তিত হয়ে হবে RKSY-I ). নিজের অনলাইন আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন আবেদনকারী।
রাজ্য সরকারী কর্মীদের বকেয়া ডিএ নিয়ে সুখবর, সুপ্রীম কোর্টে যাচ্ছে না, আগামী সপ্তাহেই ডিএ ঘোষণা
রেশন কার্ডে ক্যাটাগরি পরিবর্তন করে কীভাবে অনলাইন আবেদনের স্ট্যাটাস চেক করা যাবে?
১) খাদ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
অফিশিয়াল ওয়েবসাইট- https://food.wb.gov.in
২) ‘CITIZENS Home’ অপশনে ক্লিক করতে হবে। ‘CHECK RATION CARD APPLICATION STATUS’ লিংকে ক্লিক করতে হবে। (Ration Card Category Change Online)
৩) পরিবর্তনের জন্য যে আবেদনপত্রটি পূরণ করা হয়েছে (Form – 8) তা সিলেক্ট করে অ্যাপ্লিকেশন নম্বর/ মোবাইল নম্বর দিয়ে নীচে দেওয়া ক্যাপচা কোডটি লিখতে হবে। ‘Search’ অপশনে ক্লিক করতে হবে। (Ration Card Category Change Online)
এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েব পোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.
বছরে 299 টাকা দিয়ে পান 10 লক্ষ টাকা, এসে গেল পোস্ট অফিসের দুর্দান্ত পলিসি
আপনাদের দেওয়া খবরে একটু ভুল হয়েছে। Rksy-I APL হয়ে গিয়েছে আর RKSY-II BPL হয়ে গিয়েছে একটু দেখেনিন। বিজ্ঞপ্তির দ্বিতীয় প্যারাতেই ভুলটি হয়েছে।কেও কখনো RKSY-I কে RKSY-II করতে চাইনা।