Bank Employment 2022- বন্ধন ব্যাঙ্কে গ্ৰুপ সি পদে প্রচুর কর্মী নিয়োগ, বেতন ২৫,৪০০ টাকা।

Bank Employment – জেনে নিন আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য।

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ইতিমধ্যেই বন্ধন ব্যাঙ্কে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (Bank Employment)। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। পুরুষ ও মহিলা উভয়ই আবেদনের যোগ্য। আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে জানতে হলে অবশ্যই পড়তে হবে পুরো প্রতিবেদনটি।

নিয়োগ পদের নাম– গ্রুপ সি কর্মী নিয়োগ। (Finance, Insurance, Accounting Service ইত্যাদি)। (Bank Employment)
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা– আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কমপক্ষে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। তবে স্নাতক পাশ করলে পাওয়া যাবে অগ্রাধিকার।

রেশন কার্ড সংক্রান্ত নয়া প্রকল্প, কি সুবিধা মিলবে?

বয়সসীমা– আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর থেকে ৩০ বছর হতে হবে।
আবেদন পদ্ধতি– কেবলমাত্র অনলাইনের মাধ্যমে করা যাবে আবেদন। এক্ষেত্রে আবেদনকারীকে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের সকল প্রকার প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। এরপর ‘New User? Sign Up’ এ ক্লিক করে ‘Jobseeker’ ক্লিক করতে হবে। আবেদনকারীর নাম, বাবা/ স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, লিঙ্গ , ঠিকানা, জাতিগত তথ্য ইত্যাদি দিতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিতে হবে। (Bank Employment)

এরপর সকল প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। নিজের পাসপোর্ট সাইজের ফটো এবং সই আপলোড করতে হবে। ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে এবং আবেদনপত্রটি ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট করে রাখা যেতে পারে।
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র
১) বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড/ বার্থ সার্টিফিকেট।
২) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
৩) ভোটার কার্ড/ আধার কার্ড।
৪) কালার পাসপোর্ট সাইজের ফটো এবং সই।
৫) বাসিন্দা হিসেবে প্রমাণপত্র।
৬) কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)। (Bank Employment)

সবাই পাবে 500 টাকায় রান্নার গ্যাস, কবে থেকে নতুন রেট চালু, নতুন দাম কত হলো, সাবসিডি কত, দুদিন বাদে বুক করুন?

বেতন– মাসিক বেতন ১৫,৬০০ টাকা থেকে শুরু। সর্বোচ্চ বেতন ২৫,৪০০ টাকা পর্যন্ত হতে পারে। (Bank Employment)
নিয়োগ পদ্ধতি
আবেদনপত্র জমা পড়ার পর সেগুলি শর্ট লিস্টিং করা হবে। এরপর ইন্টারভিউ নেওয়া হবে ও ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। চাকরিপ্রার্থীদের পারফরম্যান্স এর ওপর ভিত্তি করে নম্বর দেওয়া হবে। এরপর একটি মেধা তালিকা তৈরি করা হবে। এরপর সরাসরি কর্মী নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ– ১৭ আগস্ট, ২০২২.
অফিশিয়াল বিজ্ঞপ্তি
https://www.ncs.gov.in/Pages/ViewJobDetails.aspx?A=w1BcJXzB%2BW4%3D&U=&JSID=%2BrCim7FWwaI%3D&RowId=%2BrCim7FWwaI%3D&OJ=
চাকরি সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েব পোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

আন্দাজে লটারি টিকিট না কেটে, এই নিয়মে টিকিট কাটুন, ভাগ্য বদলে যাবে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button