Ration Card New Rules 2022 – রেশন কার্ড সংক্রান্ত নয়া প্রকল্প, কি সুবিধা মিলবে?

Ration Card New Rules 2022 – এ নিয়ে কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন সচিবের কি বক্তব্য?

রেশন কার্ডও বর্তমান জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে (Ration Card New Rules 2022)। কারণ এটি ছাড়া কখনো খাদ্যশস্য পাওয়া সম্ভব নয়। এমন অনেক মানুষ রয়েছেন যাদের রেশন কার্ডে ছোটো খাটো ভুলের জন্যও রেশন তোলা থেকে বঞ্চিত হচ্ছেন। সম্প্রতি রেশন কার্ড সম্পর্কিত নয়া প্রকল্পের উদ্ভোধন করা হয়েছে।

কি সেই প্রকল্প?
সংবাদ মাধ্যম সূত্রে খবর, কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন সচিব সুধাংশু পাণ্ডে রেশন কার্ডের তথ্য সংগ্রহ ও নথিবদ্ধকরণের জন্য নয়া প্রকল্পের (কমন রেজিস্ট্রেশন ফেসিলিটি) উদ্বোধন করেছেন। তবে দেশের সব রাজ্যের বাসিন্দারা এখনই এই সুবিধা পাবেন না। আপাতত ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পাইলট ভিত্তিতে এই প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। তার পাশাপাশি উঠে আসছে নয়া তথ্য। (Ration Card New Rules 2022)

আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের জন্য দারুন খবর, নিয়োগ প্রক্রিয়া এগোতে নেওয়া হল নয়া পদক্ষেপ

এই প্রকল্পের মূল বিষয় কি?
সংবাদ মাধ্যম সূত্রে খবর, কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, অনলাইনে ‘কমন রেজিস্ট্রেশন ফেসিলিটি’-র মাধ্যমে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে নথিভুক্ত হতে ইচ্ছুক বাসিন্দাদের তথ্য সংগ্রহ করা সম্ভব। এছাড়া নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে থাকেন, এমন বাসিন্দাদেরও তথ্যও দ্রুত সংগ্রহ করা যাবে। প্রসঙ্গত, জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী, দেশের ৮১.৩৫ কোটি নাগরিককে খাদ্য সুরক্ষা আইনের আওতায় আনা প্রয়োজন। তবে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বর্তমানে ৭৯.৭৪ কোটি নাগরিককে এই আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। (Ration Card New Rules 2022)

এ বিষয়ে কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন সচিবের কি বক্তব্য?
তিনি বলেন, জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে বাসিন্দাদের নাম নথিভুক্ত করার কাজ দ্রুত শেষ করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট পোর্টাল রাজ্যগুলিকে সাহায্য করবে। পাশাপাশি দিল্লি হাইকোর্ট এর তরফ থেকে সম্প্রতি একটি প্রকল্পের বিষয় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ‘রাষ্ট্রীয় আরোগ্য নিধি’ অধীনে আর্থিক সাহায্য পেতে কেন রেশন কার্ড প্রয়োজন? এ নিয়ে নিয়ে প্রশ্ন করেছেন বিচারপতি। (Ration Card New Rules 2022)

সমস্ত শূন্যপদ পূরণের লক্ষ্যে, শিক্ষক নিয়োগের প্রক্রিয়া আরো সহজ করে দিলো সরকার, এইবার রিটেনে পাশ করলেই শিওর চাকরী

বিচারপতির কি বক্তব্য?
ক্যানসারে আক্রান্ত এক তরুণী এইমসে এই প্রকল্পের অধীনে চিকিৎসার জন্য আবেদন করেছিলেন। রেশন কার্ড না থাকলে সেই সাহায্য মিলবে না, হাসপাতাল তরফে জানানো হয়। এরপরই তিনি দিল্লি হাইকোর্টে মামলা করেন। এই মামলার শুনানিতে বিচারপতি যশবন্ত বর্মা বলেন, রেশন কার্ডের অভাবে কেউ এই প্রকল্পে সাহায্য না পেলে প্রকল্পের আসল উদ্দেশ্যই শেষ হয়ে যাবে। এরপর কেন্দ্র ও দিল্লি সরকারের কাছে বিষয়টি নিয়ে প্রশ্নের উত্তর জানতে চায় আদালত। (Ration Card New Rules 2022)

প্রতিদিন আরো নিত্য নতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manika Basak.

আন্দাজে লটারি টিকিট না কেটে, এই নিয়মে টিকিট কাটুন, ভাগ্য বদলে যাবে

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button