Lottery Winning Tips – লটারির টিকিট কাটার অভিনব কৌশল, মানলেই কেল্লাফতে।
Lottery Winning Tips – লটারির টিকিট কাটার আগে অবশ্যই দেখুন এই কৌশলগুলি।
এমন অনেকেই আছেন, যারা ভাবেন লটারি টিকিট কাটার মাধ্যমে কোটিপতি হবেন (Lottery Winning Tips)। সেই আশাতেই প্রতি সপ্তাহে বা মাসে লটারির টিকিট কাটেন। কিন্তু কোন লাভ হয় না। সেই হতাশা থেকে ভাবেন আর লটারি টিকিট কাটবেনই না। কিন্তু লটারি টিকিট কাটার আগে কয়েকটি কৌশল মেনে চললে পাওয়া যেতে পারে ১ কোটি টাকা। কি সেই কৌশল? চলুন তাহলে জেনে নেওয়া যাক।
অনেকেই জানেন না। তবে লটারির টিকিট ৫ নম্বরের হয়ে থাকে। ধরা যাক, কোনো লটারির টিকিট নম্বর ABCDE. তাহলে A, B, C, D, E হিসেবে সংখ্যাগুলি হল 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8,9 অর্থাৎ 1 থেকে 9 এর মধ্যে যেকোনো সংখ্যা (Lottery Winning Tips)। এছাড়া লটারির টিকিটের প্রথম সংখ্যা অর্থাৎ ‘A’ কে হল ব্যাক নম্বর। দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা যথাক্রমে ‘BC’. এই সংখ্যা দুটিকে মিডল নম্বর বলা হয়। শেষের দুটি সংখ্যা ‘DE’ হল লাস্ট ডিজিট নম্বর।
বকেয়া ডিএ নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি, অবশেষে জানা গেলো কবে মিলবে ডিএ
যেমন -কোনো লটারির টিকিট নম্বর 86382 হলে এক্ষেত্রে 8 হল ব্যাক নম্বর। 6 ও 3 হল মিডল নম্বর, এছাড়া 8 ও 2 হল লাস্ট ডিজিট নম্বর।
লটারি কাটার আগের পন্থা-
১) লটারি কাটার সময় বিশেষত সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন সেটি হল লাস্ট ডিজিট নম্বর। এই দুটি নম্বরকে ভালোভাবে সিলেক্ট করতে হবে। কিন্তু অনেকেই জানেন না লটারিতে লাস্ট ডিজিট নম্বর কীভাবে বাছবেন। তাদের জন্যও রইলো এই পন্থা। মনে রাখতে হবে মিডল নম্বরের ঘরে যে দুটি সংখ্যা রয়েছে, তা দশ ঘর পর্যন্ত নম্বর এবং মিডিল নম্বরের বিপরীত নম্বরগুলোর দশ ঘরের মধ্যে থাকবে হবে। (Lottery Winning Tips)
যেমন – লটারির মিডল নম্বর হল 6 ও 4. সেক্ষেত্রে লাস্ট ডিজিট নম্বর মিডল নম্বরের দুটো সংখ্যা 6 ও 4 এর ভিত্তিতে দশ ঘরের মধ্যে অর্থাৎ 60-69 এবং 40-49 এর মধ্যে হতে হবে। এক্ষেত্রে টিকিটের মিডিল নম্বরের ভিত্তিতে বাছাই করা লাস্ট ডিজিট নম্বর হবে যথাক্রমে, 60-69 এর মধ্যে ও 40-49 এর মধ্যের সংখ্যা। আবার মিডল নম্বরের শেষ নম্বর বা 4 এর বিপরীত নম্বর হবে 9. তাই এই ঘরের সংখ্যা হবে 90-99. যেটিকে সেকেন্ড টার্গেট লাস্ট নম্বর হিসেবে ধরতে হবে। (Lottery Winning Tips)
পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য নতুন স্কলারশীপ, পারিবারিক আয় আড়াই লাখের কম হলেই পাবে পড়াশোনার সব খরচ
এবার জেনে নেওয়া যাক লটারির টিকিটের বিপরীত নম্বর কোনগুলি –
১) 0 এর বিপরীত 5.
২) 1 এর বিপরীত 6.
৩) 2 এর বিপরীত 7.
৪) 3 এর বিপরীত 8.
৫) 4 এর বিপরীত 9. (Lottery Winning Tips)
২) এছাড়া লটারি টিকিট কাটার আগে যে বিষয়টি মনে রাখতে হবে, এই দশ ঘর বিশিষ্ট নম্বরগুলোর মধ্যে মিডলের শেষ নম্বর এবং লাস্ট ডিজিট নম্বরের শেষ নম্বরের বিয়োগফল ১ বা ০ বা -১ হতে হবে। (Lottery Winning Tips)
যেমন – 6483 নম্বরের বিয়োগফল ১.
6484 নম্বরের বিয়োগফল ০.
6485 নম্বরের বিয়োগফল -১ হবে।
বিশেষ দ্রষ্টব্য:
আমাদের নিউজ পোর্টাল কোন ধরনের গ্যারান্টি প্রদান করছে না যে এই কৌশলগুলি ফলো করলেই আপনি লটারি জিততে পারবেন। অথবা এই ধরনের খেলায় যোগদান করার জন্য কোন উৎসাহ প্রদান করছে না। আপনি যদি এমন কোন খেলায় উৎসাহিত হয়ে থাকেন তবে নিজ বিবেচনায় পদক্ষেপ গ্রহণ করতে পারেন। কোনো রকম ভুল পদক্ষেপের জন্য আমাদের নিউজ পোর্টাল কোন ভাবে দায়ী নয়।
প্রতিদিন আরো নিত্য নতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manika Basak.
আন্দাজে লটারি টিকিট না কেটে, এই নিয়মে টিকিট কাটুন, ভাগ্য বদলে যাবে