ITBP Recruitment 2022 – মাধ্যমিক পাশে সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ, জেনে নিন আবেদনের শেষ তারিখ।
ITBP Recruitment 2022 – জেনে নিন আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য।
চাকরিপ্রার্থীদের জন্য নয়া সুখবর। সম্প্রতি ITBP পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (ITBP Recruitment 2022)। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। পুরুষ ও মহিলা উভয়ই আবেদনের যোগ্য। আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আমি জানি শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে জানতে হলে অবশ্যই পড়তে হবে পুরো প্রতিবেদনটি।
নিয়োগ পদের নাম– সাব ইন্সপেক্টর। (ITBP Recruitment 2022)
মোট শূন্যপদের সংখ্যা– ৩৭ টি।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা– আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়া ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে। স্নাতক পাস আবেদনকারীদের দেওয়া হবে অগ্রাধিকার।
বয়সসীমা– আবেদনকারীর বয়স নূন্যতম ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত চাকরিপ্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন (SC/ST এবং OBC)।
আবেদন পদ্ধতি– শুধুমাত্র অনলাইনেই করা যাবে আবেদন। তাই একবার আবেদন করে ফেললে তা আর বাতিল করা সম্ভব হবে না। (ITBP Recruitment 2022)
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র–
১) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
২) বয়সের প্রমাণপত্র।
৩) আধার কার্ড এবং ভোটার কার্ড।
৪) বাসস্থানের প্রমাণপত্র।
৫) জাতিগত শংসাপত্র (যদি থাকে)।
আবেদন ফি – সাধারণ এবং ওবিসি প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন ফি হিসেবে ধার্য করা হয়েছে। তবে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিভুক্ত চাকরিপ্রার্থীদের এক্ষেত্রে আবেদন ফি লাগবে না। (ITBP Recruitment 2022)
নিয়োগের নিয়ম – আবেদনকারীদের প্রথমে দিতে হবে শারীরবৃত্তীয় পরীক্ষা। সিটিতে উত্তীর্ণ হলে নেওয়া হবে লিখিত পরীক্ষা। এরপর হবে দক্ষতা যাচাই ও নথিপত্র ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া। আবেদনকারীদের প্রক্রিয়াগুলি ইমেলের মাধ্যমে ধাপে ধাপে জানিয়ে দেওয়া হবে। আবেদনের জন্য লিঙ্ক নিচে দিয়ে দেওয়া হয়েছে।
বেতন – ষষ্ঠ পে লেভেল অনুযায়ী ৩৫,৪০০ টাকা থেকে ১ লাখের কাছাকাছি।
আবেদনের শেষ তারিখ– ১৪ আগষ্ট, ২০২২.
অফিশিয়াল ওয়েবসাইট হল– https://www.itbpolice.nic.in/
চাকরি সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েব পোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.
আন্দাজে লটারি টিকিট না কেটে, এই নিয়মে টিকিট কাটুন, ভাগ্য বদলে যাবে