Dearness Allowance – 7% নয়, আপাতত 4% ডিএ মিলবে সরকারী কর্মীদের, প্রত্যেকের কত বেতনবৃদ্ধি দেখুন।
Dearness Allowance – সরকারী কর্মীদের ডিএ নিয়ে বড় খবর।
চলতি বছরে আবার কবে ডিএ (Dearness Allowance) বৃদ্ধি পাবে- এই নিয়ে সরকারি কর্মচারী মহলে আলোচনা চলছে বহুদিন ধরেই। কারণ বিগত বছরগুলিতে কর্মীদের এই পাওনা ডিএ অনিবার্য কারণে কোভিড কালীন পরিস্থিতিতে বন্ধ ছিল।
তারপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে কেন্দ্রীয় সরকার আবার কেন্দ্রীয় সরকারি কর্মচারী সহ একাধিক রাজ্যের সরকারী কর্মীদের দের ডিএ দেওয়ার ব্যাপারে বেশ তৎপর হয়ে ওঠে। তারপর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ এর বৃদ্ধি ঘটায় কেন্দ্র। যা কেন্দ্রীয় কর্মচারীদের জন্য একটি বড় সুখবর।
ইতিমধ্যেই আবার নাকি, কেন্দ্রীয় সরকার কর্মচারীদের ডিয়ারনেস অ্যালাওয়েন্স (Dearness Allowance) বা DA 4% বৃদ্ধি করেছে। এটা হলো তাদের বার্ষিক প্রাপ্য দ্বিতীয় কিস্তির পাওনা। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যেই ডিয়ারনেস অ্যালাওয়েন্স (Dearness Allowance) বা DA কেন্দ্রীয় সরকার 4% বৃদ্ধি করেছে। প্রসঙ্গত সম্প্রতি কয়েকটি সরবভারতীয় সংবাদমাধ্যম ৭% ডিএ এর কথা প্রকাশ করেছিলো। কিন্তু ২০২০-২১ এর বকেয়া এখন মিলবে না বলেই জানা যাচ্ছে।
তবে ৭ম বেতন কমিসন অনুযায়ী, বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীদের প্রাপ্ত DA এর পরিমাণ বেড়ে 38% হল। চলতি বছররের জানুয়ারি কিস্তির DA এর আগে বৃদ্ধি করেছিল কেন্দ্র। বর্ধিত সেই DA এর পরিমাণ ছিল 3%। ফলে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা হয়েছিল 34%। তার আগে পর্যন্ত কর্মচারীরা 31% হারে DA পেতেন।
প্রতি বছর সাধারণত দুটি কিস্তিতেই DA পেয়ে থাকেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। জানুয়ারি কিস্তি এবং জুলাই কিস্তি। প্রসঙ্গত, কোভিড অতিমারির সময়, টানা তিনটি কিস্তির DA বৃদ্ধি করেনি কেন্দ্র। বর্ধিত সেই তিন কিস্তির DA 2021 সালে বাড়ানো হয়। তিন কিস্তির DA নিয়ে কর্মচারীদের DA বাড়ে 11%। মোট মহার্ঘ ভাতা এর পরিমাণ ছিল 28%। তার আগে 17% হারে DA পেতেন কর্মচারীরা।
বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট সত্যি হলে, অগাস্টে ইতিমধ্যেই বেড়ে গিয়েছে Dearness Allowance। কবে থেকে লাগু হবে মহার্ঘ ভাতা? বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট যদি সত্যি হয়, তবে কেন্দ্রীয় কর্মচারীদের DA 4% বেড়েছে ইতিমধ্যেই।
যেহেতু অগাস্ট মাসে বেড়েছে এই DA সেই হেতু DA অনুযায়ী টাকা কর্মচারীরা পাবেন সেপ্টেম্বর মাস থেকে। প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রের DA বৃদ্ধির আগেই অবশ্য একাধিক রাজ্য DA বাড়িয়েছে। যেমন মধ্যপ্রদেশ, ত্রিপুরা উত্তর প্রদেশ, রাজস্থান।
এই রকম সব আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং আমাদের কাজে উৎসাহিত করুন। ধন্যবাদ।
Good