Ration Card Link with Aadhar – বাড়িতে বসে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করুন মাত্র কয়েক ক্লিকেই, New Rules 2022.

Ration Card Link with Aadhar – জেনে নিন সম্পূর্ণ প্রক্রিয়া।

রেশন কার্ড ছাড়া তোলা সম্ভব নয় কোনো প্রকার খাদ্য সামগ্রী (Ration Card Link with Aadhar)। আর বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের তরফে রেশন কার্ডের সাথে আধার নম্বর লিংক বাধ্যতামূলক। এই নিয়ম না মানলে রেশন কার্ডটি Deactivate হয়ে যাবে। এরপর সেই কার্ড দিয়ে তোলা যাবে না কোনো খাদ্যসামগ্রী। তাই এই সমস্যা থেকে সমাধান পেতে হলে শীঘ্রই লিংক করাতে হবে রেশন কার্ডের সাথে আধার নম্বর। বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে সবকিছু বাড়িতে বসে করা সম্ভব। আর এই কাজটিও খুব একটা কঠিন নয়। কিন্তু কিভাবে করা যাবে? চলুন তাহলে জেনে নেওয়া যাক।

অনলাইনে রেশন কার্ডের সাথে আধার নম্বর লিংক করার নিয়ম –
১) মোবাইল থেকে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে। (Ration Card Link with Aadhar)
অফিশিয়াল ওয়েবসাইট- food.wb.gov.in
২) ওয়েবসাইটের নীচে ‘Special Services’ অপশনে গিয়ে ‘LINK ADHAAR WITH RATION CARD’ অপশনে ক্লিক করতে হবে।
৩) দুটি আধার নম্বর সংযোগের লিংক আসবে।
প্রথমটি ‘Link Aadhaar with active cards’ অর্থাৎ রেশন কার্ড অ্যাক্টিভ বা সক্রিয় থাকলে নীচে দেওয়া তথ্যগুলো পূরণ করতে হবে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মীদের বকেয়া ডিএ দশ দিনের মধ্যে মিটিয়ে দেওয়ার চিঠি গেল নবান্নে

দ্বিতীয়টি ‘Link Aadhaar with Deactivated / Newly approved cards’ অর্থাৎ রেশন কার্ড deactive বা নিষ্ক্রিয় হলে বা সদ্য কারোর রেশন কার্ড বানালে তাহলে এই অপশনে ক্লিক করতে হবে। (Ration Card Link with Aadhar)
৪) ‘Select Ration Card Category’ তে গিয়ে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে (RKSY I, RKSY II, AAY, PHH, SPHH ইত্যাদি)। এরপর ‘Enter Ration Card No.’ এ রেশন কার্ডের নম্বর লিখতে হবে।
৫) এরপর Search এ ক্লিক করতে হবে।


৬) এরপর ব্যক্তির নাম, রেশন কার্ড নম্বর সম্পর্কিত তথ্য দেখানো হবে।
৭) নীচে ‘Link Adhaar and Mobile Number’ ও ‘Update Only Mobile Number’ দুটি অপশন থাকবে।
উল্লেখ্য, কোন ব্যক্তির রেশন কার্ডের সাথে আধার নম্বর ও মোবাইল নম্বর দুটিই লিংক করাতে হলে প্রথম অপশনটিতে ক্লিক করতে হবে। তবে যদি মোবাইল নম্বর আপডেট করাতে হয় দ্বিতীয় অপশনে ক্লিক করতে হবে।
৮) আধার নম্বর লিংকের অপশনে ক্লিক করে আধার নম্বরটি লিখে ‘Send OTP’ অপশনে ক্লিক করতে হবে। (Ration Card Link with Aadhar)


৯) এরপর আধার কার্ডের সাথে লিংক করা মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে যেটি সঠিকভাবে লিখে Sumbit করতে হবে।
১০) এরপরেও রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক করা না থাকলে আবারও নিজের মোবাইল নম্বর লিংক করার অপশন দেখা যাবে। নিজের মোবাইল নম্বর দিয়ে ও ওই নম্বরে পাঠানো দিয়ে OTP সঠিকভাবে লিখে sumbit ক্লিক করলেই লিংকের প্রক্রিয়া সম্পন্ন হবে হবে। মাত্র কয়েকদিনের মধ্যেই রেশন কার্ডের সাথে আধার কার্ড নম্বর ও মোবাইল নম্বর লিংক হয়ে যাবে। (Ration Card Link with Aadhar)

পশ্চিমবঙ্গের সরকারী কর্মীদের বকেয়া প্রায় ৩ লাখ টাকা দেওয়ার ঘোষণা নবান্নের

রেশন কার্ডের সাথে আধার নম্বর লিংক করার পর স্ট্যাটাস চেক করার প্রক্রিয়া-
১) মোবাইল থেকে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
অফিশিয়াল ওয়েবসাইটfood.wb.gov.in
২) ওয়েবসাইট ওপেন হলে বাম দিকে ‘Ration Card’ অপশনে ক্লিক করতে হবে।
৩) ‘Check Aadhaar linking Status of your Ration Card’ এই অপশনটিতে ক্লিক করতে হবে।
৪) রেশন কার্ড নম্বর লিখে ও রেশন কার্ড ক্যাটাগরি সিলেক্ট করে ‘Check Status’ এ ক্লিক করলে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। (Ration Card Link with Aadhar)
এ সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েব পোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

মনের মতো জীবনসঙ্গী বাছতে কামাল করবে এই ১০ টি প্রশ্ন, জেনে নিন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button