EPFO News – EPFO অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হওয়া থেকে বাঁচাতে অবশ্যই করুন এই কাজটি। New update 2022.
EPFO News – জানেন কি কত বছরের মধ্যে EPFO অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়?
অধিক টাকা রোজগারের জন্য কোনো সংস্থার কর্মীরা চাকরি বদল করে থাকেন (EPFO News)। সেক্ষেত্রে প্রতিটি সংস্থায় কাজের ক্ষেত্রে কর্মচারীদের PF এর সুবিধা দেওয়া হয়। কিন্তু এমন অনেকেই আছেন, বহু বছর পর PF অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গিয়ে জানতে পারেন টাকা তোলা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে সমস্যার সমাধানই একমাত্র উপায়। আজকে সেই সম্পর্কে এই প্রতিবেদনে জানানো হবে।
আবার অনেক সময় একই জায়গায় কাজ করলেও অনেকেই জানেন না EPFO অ্যাকাউন্ট এর বিশেষ নিয়ম সম্পর্কে (EPFO News)। চাকরি ছাড়ার জন্য PF অ্যাকাউন্টে নির্দিষ্ট নিয়ম কার্যকর হয়ে যায়। তাই অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে যায়। পাশাপাশি অ্যাকাউন্টে জমা হওয়া টাকার উপর প্রাপ্ত সুদও করযোগ্য আয় হিসাবে পরিগণিত হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, চাকরি ছাড়ার তিন বছরের মধ্যে PF অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়াই ভালো। তবে আর্থিক ক্ষতি হওয়ার দিক থেকে পাওয়া যাবে রেহাই।
EPFO এর নিয়ম অনুযায়ী, যদি কোনও অ্যাকাউন্ট থেকে টানা ৩ বছর ধরে কোনও ট্রানজিকশন না হয়, সেক্ষেত্রে অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে যায়। এর পরেও জমা করা অর্থের উপর সুদ পেলেও দিতে হবে অতিরিক্ত কর। আরো একটি নিয়ম কার্যকর হবে সেটি হল, টানা ৭ বছর ধরে অ্যাকাউন্ট এর প্রাপ্ত টাকা দাবি না করলে তা চলে যায় সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার ফান্ডে (SCWF)। সেক্ষেত্রে কোনো ব্যক্তি দাবি জানালে আগামী ২৫ বছরের মধ্যে সেই টাকা ফেরত পাওয়া সম্ভব। (EPFO News)
পশ্চিমবঙ্গে 21000 পদে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, যোগ্যতা, বেতন, সবকিছু বিস্তারিত দেখুন
কোন বয়সের পর নিষ্ক্রিয় হয়ে যায় অ্যাকাউন্ট?
একজন কর্মী চাকরি ছেড়ে দেওয়ার আগামী ৩ বছরের মধ্যে আর্থিক লেনদেন না করলে, EPFO নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বলে ধরে নেওয়া হয় (EPFO News)। তবে ৫৫ বছর পর্যন্ত দেখার পর নিষ্ক্রিয় করা হয় অ্যাকাউন্টটি। এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.
Jio নিয়ে এলো দুর্দান্ত রিচার্জ প্ল্যান, ব্যবহার করা যাবে আনলিমিটেড ডেটা
Good