Bengal Job – পশ্চিমবঙ্গে টেকনিক্যাল সুপারভাইজার পদে কর্মী নিয়োগ, বেতন 22 হাজার টাকা।
Bengal Job – আবেদন সম্পর্কিত তথ্য বিশদে জানুন।
রাজ্যের চাকরিপ্রার্থীদের কাছে দারুন সুযোগ (Bengal Job)। আর বেকার থাকতে হবে না। এবার রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের অধীনে, স্বাস্থ্য মিশনের আওতায় জেলা ভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের তরফ থেকে সংশ্লিষ্ট জেলায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে জানতে হলে এই প্রতিবেদনটি পুরো পড়তে হবে।
নিয়োগ পদের নাম– এনভিবিডিসিপি -র অন্তর্গত কালাজ্বর টেকনিক্যাল সুপারভাইজার।(Bengal Job)
মোট শুন্যপদের সংখ্যা – ৬ টি। (সাধারণ- ৩টি, তপশিলি জাতি – ১টি, তপশিলি উপজাতি- ১টি এবং ওবিসি- ১টি)।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা– আবেদনকারীকে সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় স্নাতক পাশ হতে হবে। এছাড়া মোটর বাইক চালানোতে দক্ষতা থাকতে হবে।
বয়স সীমা– আবেদনকারী বয়স ন্যূনতম ৫০ বছর এবং সর্বোচ্চ ৬০ বছর হতে হবে।
আবেদন পদ্ধতি– কেবলমাত্র অফলাইনে করা যাবে আবেদন। আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে আবেদনকারীকে সরাসরি কিংবা পোস্টের মাধ্যমে সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে জমা করতে হবে। আবেদনকারীকে উল্লেখিত বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদনপত্রের মতো টাইপের মাধ্যমে তৈরি করে নিতে হবে।
এছাড়া আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে তথ্য দিতে হবে। নিচে আবেদনপত্র তৈরি করার নির্দিষ্ট নিয়ম দেওয়া হয়েছে। (Bengal Job)
১) নিজের নাম——–।
২) বাবার নাম———।
৩) বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা——-।
৪) জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স———।
৫) লিঙ্গ————-
৬) সাধারণ/ তপশীলি জাতি/তপশীলি উপজাতি/ ওবিসি—–।
৭) শিক্ষাগত যোগ্যতা————-।
৮) প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা———-।
৯) ইমেল আইডি———————–।
১০) ফোন নম্বর————————।
১১) ড্রাইভিং লাইসেন্স নম্বর————-।
“ব্যাংকে লিংক নেই, পরে আসুন” অজুহাত দিলেই কড়া ব্যাবস্থা, কড়া নির্দেশ রিজার্ভ ব্যাংকের
উল্লেখ্য, আবেদনপত্রের একেবারে ডান দিকে আবেদনকারীর একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। এরপর আবেদনপত্রের একেবারে নিচে আবেদনকারীর সই করে, তা খাম বন্ধ করে সংশ্লিষ্ট জেলার আধিকারিকের দফতরে জমা করতে হবে। (Bengal Job)
আবেদন পত্র পাঠানোর সময় প্রয়োজনীয় নথিপত্র–
১) আধার কার্ড।
২) ভোটার কার্ড
৩) শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র।
৪) বাসস্থানের প্রমান পত্র।
৫) জাতিগত সংশাপত্র।
৬) ড্রাইভিং লাইসেন্সের জেরক্স কপি।
৭) সম্প্রতি তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
বেতন– মাসিক ২২,০০০ টাকা।
কাজের ধরণ– এই নিয়োগটি সম্পূর্ণ ভাবে চুক্তি ভিত্তিক। (Bengal Job)
আবেদন ফি – এই পদের ক্ষেত্রে Gen ক্যাটাগরির আবেদনকারীদের জন্য আবেদন ফি হিসেবে ১০০ টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা ধার্য করা হয়েছে।
নিয়োগ পদ্ধতি– কোনও লিখিত পরীক্ষা হবে না। বালাই নেই। কেবলমাত্র শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া যোগ্য প্রার্থীদের পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লক এলাকায় নিয়োগ করা হবে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা– OFFICE OR THAE CHIEF MEDICAL OFFICER OF HEALTH, GR FLOOR, DY CMOH-2 SECTION KHOSBAGAN,SHYAMSAYER EAST, NEAR HARISABHA HINDU GIRLS SCHOOL,PURBA BARDHAMAN, PIN-713101, WEST BENGAL.
আবেদনের শেষ তারিখ – ৩১ আগস্ট, ২০২২. (Bengal Job)
অফিশিয়াল বিজ্ঞপ্তি- https://cdn.s3waas.gov.in/s3cf67355a3333e6e143439161adc2d82e/uploads/2022/07/2022072569.pdf
অফিশিয়াল ওয়েবসাইট-
http://www.purbabardhaman.nic.in/
চাকরি সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.
Jio নিয়ে এলো দুর্দান্ত রিচার্জ প্ল্যান, ব্যবহার করা যাবে আনলিমিটেড ডেটা