Jeevan Akshay Policy- LIC এর এই পলিসিতে মাত্র একবার বিনিয়োগেই মিলবে, প্রায় 6000 টাকা মাসিক পেনশন।
Jeevan Akshay Policy- অন্যান্য সুবিধাও মিলবে, বিশদে জেনে নিন।
জীবনে সুস্থভাবে বেঁচে থাকতে গেলে সকল ক্ষেত্রে অর্থের প্রয়োজন (Jeevan Akshay Policy)। কিংবা সন্তান ও পরিবারের সদস্যদের দেখভালের জন্য প্রয়োজন হয় অর্থের। তাই তাই সকল সাধারণ মানুষ ব্যাংক কিংবা পোস্ট অফিসে সেভিংস একাউন্টের মাধ্যমে টাকা সঞ্চয় করে রাখেন। কেউবা আবার LIC এর বিভিন্ন পলিসিতে টাকা বিনিয়োগ করেন। LIC এর এই পলিসিতে টাকা বিনিয়োগ করলে বিনা ঝঞ্ঝাটে মিলবে মোটা অঙ্কের পেনশন।
দেশের সবচেয়ে বড় জীবন বীমা সংস্থা হল এলআইসি (Jeevan Akshay Policy)। প্রতিদিন LIC এর বিভিন্ন পলিসিতে বহু সাধারণ মানুষ টাকা বিনিয়োগ করে থাকেন। বিনিয়োগের মেয়াদ শেষে তারা পেয়ে যান নানান সুবিধা। এবার সাধারণ মানুষকে আরও সুবিধা দিতে LIC নিয়ে এলো জীবন অক্ষয় যোজনা। কি কি সুবিধা পাওয়া যাবে? চলুন দেখে নেওয়া যাক।
রাজ্য সরকারি কর্মচারীরা ১২% DA পাবেন, বাকি বকেয়া ৩১% DA নিয়ে কি জানালেন?
পলিসির নাম – জীবন অক্ষয় পলিসি।
বয়সসীমা – এই পলিসিতে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীর বয়স ৩০ বছর থেকে ৮৫ বছরের মধ্যে হতে হবে। (Jeevan Akshay Policy)
টাকার পরিমান – LIC এর জীবন অক্ষয় পলিসিতে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ ১ লাখ টাকা। তবে এই পলিসিতে সর্বোচ্চ বিনিয়োগের কোনও পরিসীমা নেই।
প্রিমিয়ামের সুবিধা – LIC-এর এই পলিসিতে বিনিয়োগকারীকে একবারই প্রিমিয়াম জমা দিতে হবে। বিনিয়োগ করলে মাসিক ৫,০০০ টাকা পেনশন পাওয়া যাবে (Jeevan Akshay Policy)। ৫,০০০ টাকার পেনশন পেতে হলে বিনিয়োগকারীকে বিকল্প ‘A’ অর্থাৎ অ্যানুয়াল পেয়েবল পর লাইফ অ্যাট আ ইউনিফর্ম রেট বেছে নিতে হবে। এছাড়াও পলিসিতে লগ্নি করার পর প্রিমিয়ামের পরিমাণ এককভাবে পরিশোধ করতে হবে।
উল্লেখ্য, LIC-এর এই পলিসিতে কর ছাড়ের ক্ষেত্রে কোন সুবিধা পাওয়া যাবে না। সেক্ষেত্রে আয়করের ধারা 80C এর অধীনে কর দিতে হবে।
পহেলা আগষ্ট থেকে রেশন তোলার নতুন নিয়ম, না মানলে রেশন পাবেন না
কিভাবে মাসে পাওয়া যাবে ৫ হাজার টাকা পেনশন?
কোন ব্যক্তির বয়স যদি ৫৫ বছর হয়। তিনি এই পলিসিতে ৯০ লাখ টাকা বিনিয়োগ করেন, তবে ট্যাক্স সহ জমা দিতে হবে প্রায় ৯২ লাখ টাকা প্রিমিয়াম৷ প্রিমিয়াম পরিশোধ করলেই পেনশন পাওয়া সম্ভব (Jeevan Akshay Policy)। পেনশন নেওয়ার মোট ৪ টি বিকল্প রয়েছে। বার্ষিক ৬৪,৮৪৫ টাকা, অর্ধবার্ষিক হিসেবে ৩১,৭৯৩ টাকা, প্রতি ত্রৈমাসিকে ১৫,৭২৭ টাকা এবং মাসিক ৫,২০৯ টাকা।
বিশেষ সুবিধা –
এই যোজনায় বিনিয়োগকারী যতদিন বেঁচে থাকবেন, পেনশন পাওয়া যাবে। এছাড়া ৩ মাস বিনিয়োগের পর ঋণও নেওয়ার সুবিধাও পাওয়া যাবে। (Jeevan Akshay Policy)
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি