Aadhar Card Online – আধার কার্ড ব্যবহার নিয়ে নয়া সিদ্ধান্ত কেন্দ্রের। বাতিল করা হল প্রায় 6 লক্ষ আধার কার্ড।

Aadhar Card Online – কাদের জন্য প্রযোজ্য হবে নতুন নিয়ম।

আধার কার্ড অন্যান্য পরিচয়পত্র গুলির মধ্যে অন্যতম নথি (Aadhar Card Online)। চাকরি থেকে সেভিংস সবক্ষেত্রেই লাগে এই নম্বর। কিন্তু এবার আধার কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। বাতিল করা হলো প্রায় ৬ লক্ষ আধার কার্ড।

প্রসঙ্গত অনেক মানুষই আছেন, যারা বহু কাজের জন্য একাধিক নথিপত্র তৈরি করেন (Aadhar Card Online)। সেগুলি ব্যবহার করে জালিয়াতি করতেও পিছুপা হন না। তবে সংবাদমাধ্যম সূত্রে খবর, বাতিল করা হয়েছে প্রায় ৬ লক্ষ আধার কার্ড। কিন্তু কেন এই সিদ্ধান্ত?

মাত্র 299 টাকায় পাবেন 10 লক্ষ টাকার সুবিধা, পোস্ট অফিসের সেরা স্কীম

চিন্তিত হওয়ার কোন কারণ নেই। ইউনিক আইডেন্টিটিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই) এর তরফ থেকে আসল না, বরং বাতিল করা হয়েছে নকল আধার কার্ড (Aadhar Card Online)। বিশেষ কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। কি সেই কারণ? চলুন জেনে নেওয়া যাক।

বিশেষত বহুবার অভিযোগ উঠেছে ভুয়ো আধার কার্ড ব্যবহার করা নিয়ে। গত ২০ জুলাই সংসদে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর ভুয়ো আধার কার্ড সংক্রান্ত একটি প্রশ্নের উত্তর দিয়ে জানান, মোট ৫৯৮,৯৯৯ টি ভুয়ো আধার কার্ড বাতিল করে দেওয়া হয়েছে (Aadhar Card Online)। তিনি আরো জানান, জালিয়াতি রুখতে আধার কার্ডের ক্ষেত্রে নয়া ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই মিউচ্যুয়াল ফান্ডে অল্প কিছু টাকা জমিয়ে একবার রিস্ক নিয়ে দেখুন, রয়েছে কোটিপতি হওয়ার সুযোগ

জালিয়াতি রুখতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে?
আধার কার্ড ব্যবহার করে যাতে জালিয়াতি আটকানো সম্ভব হয়, এবার সেই ব্যবস্থা নেওয়া হল কেন্দ্রের তরফে। যে সকল গ্রাহকেরা আধার কার্ডের নয়া নথিভুক্ত করছেন, তাদের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ‘ফেস’ প্রযুক্তির। রাখা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এর মতো বিশেষ ব্যবস্থারও।

এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

পুরনো ৫ টাকার নোট থাকলেই মিলবে ৩ লক্ষ টাকা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button