ITBP Recruitment 2022 -কেন্দ্রীয় পুলিশ নিয়োগ, সুখের চাকরী, বেতন ১ লক্ষ টাকার উপরে, পশ্চিমবঙ্গে পরীক্ষা।
ITBP Recruitment 2022 – এখনই করুন আবেদন।
চাকরিপ্রার্থীদের জন্য একটি বড় খবর (ITBP Recruitment 2022)। আবারো প্রকাশিত হয়েছে নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি। আর যারা পুলিশ কিংবা আর্মিতে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বড় সুখবর। সারা ভারত থেকে করা যাবে এই চাকরির জন্য জন্য আবেদন। চলুন তাহলে জেনে নেওয়া যাক চাকরি সংক্রান্ত জরুরী তথ্য।
কিসে হচ্ছে নিয়োগ?
ITBP বা ইন্দো তিব্বত বর্ডার পুলিশে একাধিক পদে চলছে নিয়োগ (ITBP Recruitment 2022)। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে করতে পারবেন আবেদন।
মোট শূন্যপদ সংখ্যা- ৩৭ টি। এর মধ্যে পুরুষ নিয়োগ হবে ৩২ জন এবং ৫ জন মহিলাকে নিয়োগ করা হবে।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- এই সাব ইন্সপেক্টর পদে চাকরির জন্য ইচ্ছুক আবেদনকারীদের অবশ্যই যে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে। তার পাশাপাশি প্রার্থীকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা করা থাকতে হবে। (ITBP Recruitment 2022)
আবেদনকারীর বয়সসীমা- এই পদে আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম বয়স ২০ বছর এবং সর্বাধিক বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের ITBP-র অফিসিয়াল ওয়েবসাইট www.itbpolice.nic.in ওপেন করে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ফি- আবেদনের ক্ষেত্রে ফি হিসেবে জেনারেল, ওবিসি, ইডব্লিউএস প্রার্থীদের দিতে হবে ১০০ টাকা। অন্যদিকে তপশিলি উপজাতি, তপশিলি জাতি এবং মহিলা প্রার্থীদের লাগবে না কোন আবেদন ফি। (ITBP Recruitment 2022)
NEET পাশ না করেও কম খরচে মেডিকেল কোর্সে পড়বেন কি করে, রইলো সঠিক পদ্ধতি
নির্বাচন প্রক্রিয়া- আবেদন করার পর প্রার্থীদের শারীরিক দক্ষতা, শারীরিক মান, মেডিকেল পরীক্ষা, মেডিকেল পরীক্ষার রিভিউ, লিখিত পরীক্ষার মধ্য দিয়ে নির্বাচন করা হবে যোগ্য প্রার্থীদের। (ITBP Recruitment 2022)
বেতন কাঠামো- চাকরিতে নিয়োগের পর প্রতি মাসে ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকার মধ্যে বেতন প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ- ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আইটিবিপিতে সাব ইন্সপেক্টর পদে আবেদন প্রক্রিয়া। এটি চলবে আগামী ১৪ আগস্ট, ২০২২ তারিখ পর্যন্ত।
প্রতিদিন আরো নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.
I am a student of class xii