Income Tax Return 2022 – যারা এবার আয়কর রিটার্ন ফাইল করবে, তাদের বিনামূল্যে দেওয়া হবে এইসব সুবিধা।
Income Tax Return 2022 – চটপট জেনে নিন আয়কর দেওয়ার ৪ টি বড় সুবিধা।
ভারতের অধিবাসী হিসেবে প্রত্যেক যোগ্য ব্যক্তির আয়কর রিটার্ন (Income Tax Return 2022) ফাইল করা একান্ত প্রয়োজনীয়। কারণ সামগ্রিকভাবে আয়করের মাধ্যমে আরো উন্নত হয়ে ওঠে দেশ। তাই এটি ভারতে বসবাসকারী প্রত্যেক নাগরিকের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে যাতে দেশ আরও এগিয়ে যেতে পারে।
তবে অনেক ব্যক্তি ঠিক সময়ে আয়কর রিটার্ন ফাইল করার (Income Tax Return 2022) সুযোগ পান না। আগামী ৩১ জুলাই ২০২২ তারিখের মধ্যে দাখিল করতে হবে আয়কর রিটার্ন, এমনটাই ঘোষণা করেছে সরকার। এই তারিখের মধ্যে করদাতারা আর্থিক বছর ২০২১-২২ অথবা মূল্যায়ন বছর ২০২২-২৩ এর জন্য রিটার্ন দাখিল করতে পারবেন। তবে ৩১ জুলাই এর মধ্যে আয়কর রিটার্ন দাখিল করার না হলে হতে পারে জরিমানা।
অনেকে আবার এই আয়কর দেওয়া থেকে এড়িয়ে যান। তবে অনেকেই হয়তো জানেন না এই আয়কর রিটার্ন ফাইল করার রয়েছে একাধিক সুবিধা (Income Tax Return 2022)। যা আপনাকে বাঁচাতে পারে বড় কোন সমস্যা থেকে। চলুন তাহলে জেনে নেওয়া যাক সুবিধা গুলি কি কি।
সেরার সেরা স্কিম! পোস্ট অফিসের এই স্কিমে মাত্র ১০০ টাকা বিনিয়োগে লাখপতি হওয়ার সুযোগ
১) সম্পত্তি কেনা-বেচার সুবিধা:
আপনি যদি আয়কর রিটার্ন দাখিল করেন তবে তা আপনাকে একটি নতুন বাড়ি কিনতে বা বিক্রি করতে বা ব্যাংকে অর্থ জমা করতে (Income Tax Return 2022) এবং মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে সহায়তা করবে। এক্ষেত্রে যদি আপনি আইটিআর ফাইল করেন এবং মিউচুয়াল ফান্ডে প্রচুর অর্থ বিনিয়োগ করতে চান তাহলে আয়কর বিভাগ থেকে কোন নোটিশ পাওয়ার ঝুঁকি আর থাকবে না।
২) ঋণ গ্রহণের ক্ষেত্রে সুবিধা:
যেকোনো কারণে ব্যাংক অথবা অন্য কোন সংস্থা থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে প্রথমেই দেখা হয় ব্যক্তির আয় কত। সেই অনুযায়ী প্রদান করা হয় ঋণ (Income Tax Return 2022)। এক্ষেত্রে অনেক সংস্থা আছে যারা শুধুমাত্র ইনকাম ট্যাক্স রিটার্ন এর তথ্যের উপর ভিত্তি করে দেওয়া হয় ঋণ। আর তাই এক্ষেত্রে ইনকাম ট্যাক্স দাখিল করাও একান্ত প্রয়োজন। নতুবা নাও মিলতে পারে ঋণ।
৩) ব্যবসার ক্ষেত্রে সুবিধা:
বিভিন্ন সরকারি বিভাগ বা বড় বড় সংস্থাগুলি অনেক সময় এমন ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য কিনতে পছন্দ করেন যারা কমপক্ষে দুই থেকে তিন বছর ধরে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল (Income Tax Return 2022) করছেন। এক্ষেত্রে আপনি যদি ইনকাম ট্যাক্স রিটার্নের আওতায় আসেন তাহলে তা দাখিল করলে আখেরে আপনার ব্যবসাই আরো উন্নত হবে। অর্থাৎ বৃদ্ধি পাবে ব্যবসার পরিসর।
৪) বড় বীমা কভারেজের ক্ষেত্রে সুবিধা:
বড় বড় অ্যামাউন্টের বীমা যেমন, ১ কোটি টাকা পর্যন্ত বিমা নিতে চাইলে অনেক সময় বীমা কোম্পানিগুলি আয় এবং নিয়ম মত আইটিআর ফাইল (Income Tax Return 2022) ইত্যাদির ওপর নির্ভর করে বীমা প্রদানের কথা ভাবে। আর তাই এক্ষেত্রে অবশ্যই সময়মতো ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করা একান্তভাবে প্রয়োজন।
প্রতিদিন এমন নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.