Paytm Phonepe দিয়ে মোবাইল রিচার্জ করছেন, অ্যাকাউন্ট ফাঁকা সতর্কতা দিলো RBI, দেখুন কিভাবে বাঁচবেন, New Update.

Paytm Phonepe ব্যবহার থেকে বাঁচতে এখনই সাবধান হোন।

অতিমারির আগে মূলত দেশে ডিজিটাল ট্রানজ্যাকশন (Paytm Phonepe) প্রচলিত থাকলেও ততটা ব্যবহার করতেন না আমজনতা। তবে কোভিডে নানা বিধি-নিষেধের পর এখন মানুষ বেশ ধাতস্থ হয়ে উঠেছে ডিজিটাল পেমেন্টের ব্যাপারে। আর ডিজিটাল পেমেন্টের ব্যাপারে সবচেয়ে বেশি মানুষ আকৃষ্ট হয় এতে অনেক সময় সাশ্রয় হয়।

এক্ষেত্রে ভারতে Paytm এবং Phonepe বেশ জনপ্রিয় দুটি ডিজিটাল ট্রানজ্যাকশন অ্যাপ। তবে যদি আপনি Paytm এবং Phonepe এই দুটি অ্যাপ ব্যবহার করে থাকেন কোন রকম পেমেন্টের ক্ষেত্রে তবে এখনই সাবধান হোন। কেন জানেন? (Paytm Phonepe)

আবারও বাড়ছে বিদ্যুৎ বিলের খরচ, সাবসিডি পেতে সময় থাকতে দেখুন

অতিরিক্ত চার্জ কাটছে Paytm-
সম্প্রতি এই জনপ্রিয় অ্যাপটি মোবাইল রিচার্জ বা অন্যান্য বিল পেমেন্টের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ কাটতে শুরু করেছে গ্রাহকদের থেকে। কত টাকা কাটছে জানেন? মোবাইল রিচার্জের ক্ষেত্রে এই ডিজিটাল পেমেন্ট অ্যাপটি গ্রাহকদের (Paytm Phonepe) থেকে ন্যূনতম ১ টাকা থেকে সর্বাধিক ৬ টাকা পর্যন্ত চার্জ কেটে নিচ্ছে।

এই চার্জগুলি পেটিএম ওয়ালেট ব্যালেন্স, পেটিএম পোস্টপেইড, ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সমস্ত ধরনের পেমেন্ট মোডে গ্রাহ্য। এই অতিরিক্ত চার্জটি সারচার্জ (Paytm Phonepe)। তবে সব ধরনের ব্যবহারকারীর কাছ থেকে নেওয়া হচ্ছে না এই সারচার্জ।

Phonepe কেন টাকা কাটছে জানেন?
Paytm-এর মত Phonepe-ও মোবাইল রিচার্জ বা বিল পেমেন্টের ক্ষেত্রে প্ল্যাটফর্ম ফি, কনভিনিয়েন্স ফি বা সারচার্জ নামে অতিরিক্ত টাকা কাটছে গ্রাহকদের থেকে। তবে এক্ষেত্রে অনেকেই ব্যাপারটি বোধহয় খেয়াল করেননি। আর তাই হয়তো অজানাই থেকে গেছে এই অতিরিক্ত চার্জ কাটার বিষয়টি।

ATM Withdrawal Limit এর নিয়ম বদল, এবার থেকে মাসে কতবার ATM থেকে ফ্রিতে টাকা তোলা যাবে, তার বেশি হলে কত চার্জ লাগবে?

এমনিতেই প্রায় প্রতিদিন বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। তার ওপরে যদি এমন করে আরো অতিরিক্ত টাকা খরচ হয় তবে আরো চাপ এসে পড়বে পকেটে। যেটা অনেকের ক্ষেত্রে আরও অস্বস্তির ব্যাপার। (Paytm Phonepe)
কি এই সারচার্জ?
যদি কোন বর্ণ বা পরিষেবার ওপর কোম্পানি অতিরিক্ত চার্জ বা টাকা ধার্য করে তবে সেটি হলো সারচার্জ। যেটি এখন করছে Paytm এবং Phonepe.

প্রতিদিন আরো নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

এই নিয়মটি না মানলে পাওয়া যাবে না রেশন, বিশদে জানুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button