CBSE Result 2022 – Click Here to see the result.

CBSE Result 2022 – দেখে নিন কত শতাংশ পরীক্ষার্থী করেছে পাশ।

গত ১০ জুন প্রকাশিত হয়েছিল এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার (CBSE Result 2022) ফলাফল। প্রায় দেড় মাস পর প্রকাশিত হচ্ছে CBSE দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল। পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট নিয়ে একটা চাপা টেনশন তো সকল পরীক্ষার্থীর মনেই থাকে। দীর্ঘ প্রতীক্ষার পর আজ পড়ুয়ারা জানতে পারবেন তাদের রেজাল্ট সম্পর্কে। কোন ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে রেজাল্ট?

গত বছর CBSE দ্বাদশ শ্রেণীর পাশের হার (CBSE Result 2022) ছিল ৯৯.৩৭ শতাংশ। তবে এ বছর পাশের হার ৯২.৭১ শতাংশ। তার মধ্যে মোট ৯৪.৫৪ শতাংশ ছাত্রী এবং ৯১.২৫ শতাংশ ছাত্র পাশ করেছেন পরীক্ষায়। সরকারিভাবে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, CBSE বোর্ড টার্ম ১ এবং CBSE টার্ম ২ ফলাফল কে ৩০:৭০ অনুপাতে বিভক্ত করেছে।

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নয়া জরুরি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের তরফে

কোন ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে ফলাফল?
CBSE -এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই চেক করা যাবে ফলাফল। (CBSE Result 2022)
১) results.gov.in
২) cbse.gov.in
৩) results.cbse.nic.in
৪) cbresults.nic.in

কিভাবে ওয়েবসাইটের মাধ্যমেফলাফল চেক করা সম্ভব?
প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করতে হবে। এরপর হোম পেজ ওপেন হলে দেখা যাবে CBSE দ্বাদশ শ্রেণির ফলাফলের অপশন। সেখানে রোল নম্বর এবং জন্ম তারিখ ইনপুট লগইন করতে হবে। ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রাখা যেতে পারে। (CBSE Result 2022)

অবশেষে অনলাইনে কলেজে ভর্তি শুরু হলো, স্টেপ বাই স্টেপ দেখুন কি কি করতে হবে

শুধু তাই নয় এছাড়াও ডিজিলকার অ্যাপ ও এই ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে ফলাফল।
ওয়েবসাইট লিঙ্ক-
digilocker.gov.in
এই ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার্থীদের আধার নম্বর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি জমা করে লগ ইন করতে হবে। এরপর ‘CBSE 12th ফলাফল 2022’ অপশনে ক্লিক করতে হবে। ফলাফল স্ক্রিনে দেখা গেলে তা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রাখা যেতে পারে।

প্রতিদিন এমন নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manika Basak.

পড়ুয়াদের জন্য নতুন নিয়ম, মানতে হবে সকলকে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button