Government Schemes 2022 – কেন্দ্রীয় সরকার মহিলাদের দিচ্ছে বিশেষ সুযোগ! চটপট করুন আবেদন।
Government Schemes 2022 – দেখে নিন কি কি লাগবে ফর্ম জমা দিতে।
সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে (Government Schemes 2022) নারী-পুরুষ সমান ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেন। তবুও আজও কোন কোন ক্ষেত্রে পিছিয়ে থাকেন নারীরা। আর্থ-সামাজিক নানা কারণে স্বাবলম্বী হতে চাইলেও কখনো কখনো তা হয়ে উঠতে পারেন না। তবে এবার এই সমস্ত পিছিয়ে পড়া মহিলাদের কেন্দ্রীয় সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে একেবারে নতুন উপায়ে।
রাজ্য সরকারের তরফে চালু করা হয়েছে একটি নতুন স্কিম বা যোজনা (Government Schemes 2022)। এটির নাম প্রধানমন্ত্রী ফ্রি সেলাই মেশিন যোজনা (Pradhanmantri Free Silai Machine Yojana)। সেলাই মেশিনের কাজ মহিলাদের মধ্যে বেশ জনপ্রিয়। তাই এটি বিনামূল্যে প্রদানের মাধ্যমে অর্থনৈতিকভাবে আরও সাবলম্বী করে তুলতে চাইছে কেন্দ্রীয় সরকার।
ধামাকা পলিসি! LIC-র এই স্কিমে 150 টাকা বিনিয়োগে মিলছে 19 লক্ষ টাকা
এই যোজনার অধীনে গ্রাম, শহর, শহরতলী মিলিয়ে প্রায় ৫০ হাজার জন শ্রমজীবী মহিলাদের সেলাই মেশিন (Government Schemes 2022) প্রদান করা হবে। ইতিমধ্যেই মহারাষ্ট্র গুজরাট উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, কর্ণাটক, রাজস্থান, হরিয়ানা, বিহার ইত্যাদি রাজ্যগুলিতে প্রকল্প চালু করা হয়েছে। আর এবার পশ্চিমবঙ্গবাসীরাও পেতে চলেছেন এই সুবিধা।
কারা করতে পারবেন আবেদন?
১) আবেদনকারী মহিলাকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) একমাত্র অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মহিলারাই এই প্রকল্পের জন্য (Government Schemes 2022) আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে মহিলার পরিবারের বার্ষিক আয় ১২ হাজারের মধ্যে হতে হবে।
৩) বিধবা ও বিশেষভাবে অক্ষম মহিলারাও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
ব্যাংক একাউন্টে টাকা না থাকলেও ১০ হাজার টাকা তুলতে পারবেন, কিভাবে, জানুন গোপন পদ্ধতি
আবেদন পদ্ধতি-
১) প্রথমে আবেদনকারীকে www.india.gov.in এ যেতে হবে।
২) তারপর ওয়েব পেজটিতে পিএম ফ্রি সিলাই মেশিন যোজনার লিংকে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করতে হবে (ফর্মটি ডাউনলোড লিংক নীচে দেওয়া হলো)।
৩) এরপর ফর্মটি প্রিন্ট আউট করে সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে নিচে উল্লেখিত প্রয়োজনীয় নথিপত্রগুলো যুক্ত করে সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হবে। (Government Schemes 2022)
ফর্মটি জমা করার পর এই যোজনার সাথে যুক্ত আধিকারিকরা ফর্মের সমস্ত তথ্য এবং নথিপত্রগুলো যাচাইয়ের পর প্রার্থীদের নির্বাচন করে মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করবেন।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র-
১) আধার কার্ড, (Government Schemes 2022)
২) বয়সের প্রমাণপত্র,
৩) পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট,
৪) বৈধ মোবাইল নম্বর,
৫) পাসপোর্ট সাইজের ফটো,
৬) বিশেষভাবে সক্ষম মহিলাদের ক্ষেত্রে প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি থাকে),
৭) জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট (যদি থাকে),
৮) বিধবাদের ক্ষেত্রে স্বামীর ডেথ সার্টিফিকেট (যদি থাকে)।
প্রতিদিন আরো নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.
12334444444444444
11111111