পশ্চিমবঙ্গে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি, একসঙ্গে 50 হাজার কর্মী নিয়োগ, আবেদন করতে ক্লিক করুন – WB Job Recruitment 2022.

WB Job Recruitment 2022 – জেনে নিন কিভাবে করা যাবে আবেদন।

চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর। প্রকাশিত হলো একসঙ্গে ৫০ হাজার কর্মী (WB Job Recruitment 2022) নিয়োগের বিজ্ঞপ্তি। রাজ্য তথা দেশের সমস্ত জায়গা থেকে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই করতে পারবেন এই পদের জন্য আবেদন। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদনপত্র পূরণের প্রক্রিয়া। চলুন তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য।

নিয়োগকারী সংস্থার নাম- টাটা কনসালটেন্সি সার্ভিস বা TCS. (WB Job Recruitment 2022)
TCS ভারতের সবচেয়ে বড় এবং অন্যতম আইটি সংস্থা। ভারতের একাধিক শহরে রয়েছে এর শাখা। এটি টাটা গ্রুপের অন্যতম একটি ব্যবসা।
মোট শূন্যপদ সংখ্যা- ৫০ হাজার।

শিক্ষাগত যোগ্যতা- TCS এর নিয়োগ পদে আবেদনের জন্য আবেদনকারী কে ন্যূনতম গ্রাজুয়েশন পাস করতে হবে। এক্ষেত্রে সাইন্স, আর্টস, কমার্স যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাস করলেই করা যাবে আবেদন। (WB Job Recruitment 2022)
আবেদনকারীর বয়সসীমা- ইচ্ছুক এবং যোগ্য আবেদনকারীদের বয়সসীমা থাকতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে।

WBPSC এর মাধ্যমে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, অনলাইনে করুন আবেদন

আবেদন পদ্ধতি-
১) প্রথমে চাকরিপ্রার্থীদের tcs-এর নেক্সট স্টেপ পোর্টালে লগ ইন করতে হবে।
২) যারা নতুন প্রার্থী অর্থাৎ প্রথমবার আবেদন করছেন তাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। (WB Job Recruitment 2022)
৩) যে সমস্ত চাকরিপ্রার্থী আগে থেকে রেজিস্টার করে নিয়েছেন অর্থাৎ রেজিস্টারড ইউজার তাদের আবেদন TCS BPS Hiring ক্লিক করতে হবে। নিচে দেওয়া রইল আবেদনের জন্য লিংক।

৪) আবেদনপত্রের সবকিছু ঠিক আছে কিনা সেটিও যাচাই করে দেখতে হবে এবং অবশেষে ‘Track Your Application’ অপশনে ক্লিক করতে হবে। সব ঠিক থাকলে ‘Applied For Drive’ লেখাটি দেখা যাবে। (WB Job Recruitment 2022)
প্রসঙ্গত উল্লেখ্য একজন চাকরিপ্রার্থী কেবলমাত্র একটি নিয়োগ পদের জন্যই করতে পারবেন আবেদন। তার থেকে অধিক করলে বাতিল হবে চাকরির সমস্ত আবেদনপত্র।

জিও তে 3 মাসের রিচার্জ সম্পূর্ণ বিনামূল্যে, কারা পাবেন এই অফার

নিয়োগ পদ্ধতি- আবেদনের পর চাকরিপ্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা ও পরে ডকুমেন্টস ভেরিফিকেশনও কিছু ইন্টারভিউ ও যাচাই করে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। চাকরিপ্রার্থীদের এখানে ৮০ নম্বরের জন্য নেওয়া হবে লিখিত পরীক্ষা।
লিখিত পরীক্ষার সিলেবাস- মোট ৮০ নম্বরের পরীক্ষায় যে যে বিষয়গুলি থাকবে সেগুলো আলোচনা করা হলো। (WB Job Recruitment 2022)
১) Numerical Ability- 26 Questions (20 Minute),
২) Verbal Ability- 24 Questions (20 Minute),
৩) Reasoning Ability- 30 Questions (25 Minute).

আবেদনের শেষ তারিখ- ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়া। আবেদনকারীরা আবেদন করতে পারবেন আগামী আগস্ট মাস পর্যন্ত।
আরো বিস্তারিত জানতে চেক করুন অফিসিয়াল নোটিফিকেশন। (WB Job Recruitment 2022)

TCS Official Website
Official Notification
Apply Now

প্রতিদিন আরো নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

চলতি মাসের ৫ টি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির খবর, মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পাশেই করা যাবে আবেদন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button